ব্রণের দাগ দূর করার ৩ টি গোপন টিপস!১ম টি যাদের বেশি ব্রণ আছে,পরের২টি মাঝারি ও অল্প ব্রণ যাদের আছে তাদের জন্য।

ব্রণের সমস্যা এমন একটি সমস্যা, এ সমস্যা কেন হয় তার সঠিক কোন কারণ খুঁজে পাওয়া যায় না। যদিও বিজ্ঞানীরা অনেক কারণের জন্য দায়ী করেন। যেমন, হরমোনের সমস্যা, অতিরিক্ত পরিশ্রমের কারণে, ধুলাবালির কারণে, নিদ্রাহীনতার কারণে, অথবা আরো অন্যান্য কারণে।

কিন্তু বন্ধুরা, সঠিকভাবে কোন ডাক্তার ব্রণের সঠিক সমাধান দিতে পারেন না। যা চিকিৎসা করেন তা শুধু যাতে ব্রন কম উঠে, অথবা বর্তমানে যা ব্রণ হয়েছে তা যাতে চলে যায়, এই ধরনের সমস্যা গুলো ট্রিটমেন্ট করে। যেখানে তারা ১০০% গ্যারান্টি দেন না যে, আমাদের ব্রন ও ব্রনের দাগ একেবারে চলে যাবে।

বন্ধুরা তাহলে এই ধরনের অনিশ্চিত চিকিৎসা তো অবশ্যই চিন্তার বিষয়। বন্ধুরা এই ধরনের সমস্যার কোনো সমাধান যদি আমরা কারো কাছে পেয়ে থাকি তাহলে সেটা আমাদের কাছে অনেকটা আশার কথা।

কারণ আমরা চাই যে কোনো মূল্যে ত্বক থেকে এ ব্রণের দাগ দূর করতে পারে এজন্য আপনাদের এই সমস্যাকে মাথায় রেখে আজ আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার চমৎকার তিনটি প্রাকৃতিক উপকরণ এর সমন্বয়ে কিছু অসাধারণ ফেইসপ্যাক।

ব্রণের দাগ দূর করার গোপন ৩ টি টিপসঃ

  • বন্ধুরা, আজকে আমার শেয়ার করা এই প্যাকটি ব্যবহার করলে আপনাদের ব্রণের দাগ দূর করতে আর কোন ডাক্তার বা কোন মেডিসিন বা অন্য কোন ঘরোয়া প্যাক নেওয়া লাগবে না । শুধু আমার দেওয়া এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে যে কোন ব্রণেরদাগ সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে।  

বন্ধুরা, তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক ব্রণের দাগ দূর করতে সেরা ফেইসপ্যাক গুলো কি কি ???

১ম ফেইসপ্যাকঃ

যাদের মুখে ব্রণের দাগবেশি তাদের জন্যেঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………

গায়ের রঙ দুধে আলতা করতে কাঁচা দুধ ও হলুদের এই ফেসিয়াল
  • ২ টেবিল চামচ কাঁচা হলুদের পেস্ট,
  • ২ টেবিল চামচ নিমপাতার রস,
  • ২ টেবিল চামচ চালের গুড়া,
মুখের দাগ দূর করার উপায়
  • ২ চা চামচ লেবুর রস,

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ গুলো একসাথে মিশিয়ে নরম পেষ্ট লাগান,
ত্বক টানটান করার রেমেড়ি
  • এবং ২০ মিনিট সময় পর্যন্ত রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবেন । ।

নোটঃ

এর সাথে সাথে একটি কাজ করলে খুব বেশি কার্যকরী ফলাফল আপনি পাবেন,সেটি হল দিনের বেলায় আপনি যখন প্যাক ব্যবহার করবেন, রাতের বেলায় আপনারা ঘুমানোর আগে চন্দন ব্যবহার করবেন।

চন্দনের গুঁড়ার ফেসপ্যাক

অর্থাৎ রাতে ঘুমাতে যাবার আগে মুখে চন্দন লাগিয়ে ঘুমাবেন। হাতের কাছে চন্দন না থাকলে মুলতানি মাটির ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ মুলতানি মাটি বা চন্দন নিয়ে তার সাথে একটুখানি পানি যোগ করে যদি মুখে লাগান এবং রাতে ঘুমিয়ে পড়েন তাহলে আমাদের ত্বক তৈলাক্ত ভাব চলে যাবে যে তৈলাক্ত ভাবটি আমাদের ব্রন সৃষ্টি করার প্রধান কারণ হিসেবে ডাক্তারেরা চিহ্নিত করেন।

২য় ফেইসপ্যাকঃ

যাদের মুখে বেশি পরিমান ব্রণের উপদ্রপ নেইঃ

এই প্যাকটি যাদের ব্রণের পরিমাণ তুলনামূলকভাবে বেশি কিন্তু অতিরিক্ত নয় এবং ব্রণের বয়স ২-৩ বছরের মধ্যে রয়েছে তাদের জন্য।  বন্ধুরা এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল,
  • ২ টেবিল চামচ চন্দনের গুঁড়া,
  • ২ টেবিল চামচ মিষ্টি কুমড়ার পেস্ট,
  • ২ টেবিল চামচ মসুরের ডালের পেস্ট,
ত্বক উজ্জ্বল করতে মধুর ফেসিয়াল
  • ২ টেবিল চামচ টকদই,

ব্যবহার প্রণালিঃ

  • উপকরণ গুলো একসাথে ব্লান্ডার করে আমরা যদি ত্বকে লাগাতে পারি এবং সপ্তাহে অন্তত তিনবার, তাহলে আমাদের ত্বক থেকে  ব্রণ সম্পূর্ণরূপে চলে যাবে।
  • আমি সবসময় একটা কথা অনেক বেশি গুরুত্ব দিয়ে বলি, তাহলো তৈলাক্ত ত্বকের কারণে কিন্তু ব্রণ একটু বেশি হয়। তাই রাতে ঘুমাতে যাবার আগে ব্রণ যে কোন স্টেজে থাকনা কেন রাতে ঘুমাতে যাবার আগে চন্দনের গুঁড়া অথবা মুলতানি মাটির ব্যবহার কোনভাবে এড়ানো যাবে না।
  • এই চন্দনের গুঁড়া বা মুলতানি মাটির ব্যবহার ত্বক থেকে তৈলাক্ত ভাব দূর করে ব্রণ ওঠার প্রবণতা কমিয়ে রাখে।

৩য় ফেইসপ্যাকঃ

যাদের মুখে ব্রণ উঠার প্রবণতা খুব বেশি নাই তাদের জন্যঃ

  • এই প্যাকটি শুধুমাত্র তাদের জন্য যারা সিজনাল ব্রণের সমস্যায় ভুগতেছেন এবং মুখে ব্রণেরদাগ হয়ে গেছে, তাদের জন্যে।

এই প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে…………

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল
  • ২ টেবিল চামচ বেসন,
  • ২ চা চামচ কফি পাউডার,

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ গুলো একসাথে করে মুখে লাগালে মুখ থেকে ব্রণ এর দীর্ঘমেয়াদি দাগ চলে যাবে।
  • এর সাথে সাথে যে কাজটি করতে হবে রাতে ঘুমানোর সময় কিছু পরিমাণ এলোভেরা জেল মুখে নিয়ে শুকিয়ে গেলে এরপর ঘুমিয়ে যেতে হবে।
  •  এটি নিয়মিত করলে আমাদের মুখে ব্রনের কারণে সৃষ্ট গর্ত দূর হয়ে যায়।

বন্ধুরা, ব্রনের দাগ দূর করার যে ফেইসপ্যাক গুলো আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটি ব্রণের দাগ দূর করতে দারুণ কাজ করে। তাহলে বন্ধুরা ব্রণের দাগ নিয়ে আর চিন্তিত না হয়ে লেগে পড়ুন আমাদের প্যাকগুলো দ্বারা নিজের ব্রণের দাগ দূর করতে।

ধন্যবাদ।