বন্ধুরা, ত্বক কে ফর্সা ও সুন্দর দেখতে কে না চায়। আর এর জন্য মানুষ কত কিছুই না করছে। প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে স্কিন সার্জারি পর্যন্ত সবাই সব কিছু করতে প্রস্তুত শুধুমাত্র সৌন্দর্যের বিনিময়ে। আর যাদের প্লাস্টিক সার্জারি বা স্কিন সার্জারি করার ক্ষমতা থাকে না, এগুলো করার বিষয়ে যাদের অভিজ্ঞতা থাকে না, বা এগুলা করতে যারা ভয় পায় তারা রাতে নাইট ক্রিম ব্যবহার করে।
এমন কিছু নাইট ক্রিম যা ব্যবহারের ফলে ত্বক কিছুদিন ফর্সা হওয়ার পর আবার কিছুদিন কালো হয়ে যায়। যতদিন ব্যবহার করে ততদিন ফর্সা থাকে। এরপরে ব্যবহার না করলে চেহারা আগের তুলনায় আরো বেশী কালো হয়ে যায়। তারপরে ও আমরা এ ধরনের নাইট ক্রিম ব্যবহার করতে অভ্যস্ত। কারণ যতদিন ইচ্ছা ততদিন চেহারাকে সুন্দর দেখানো যায়।
কিন্তু এর মধ্য দিয়ে আমাদের ত্বকের যে চামড়ার স্তর রয়েছে তা কিন্তু তাদের কার্যকারিতা হারিয়ে ফেলে। এই বাজার থেকে কেনা নাইট ক্রিম এর পরিবর্তে আমরা যদি ঘরে প্রাকৃতিক উপকরণ এর সমন্বয়ে নাইট ক্রিম তৈরি করে তা ব্যবহার করতে পারি তার ফলাফল কিন্তু হাজার গুনে ভালো হয়।
আর এটি আমাদের ত্বকের কোনো ক্ষতি করে না এবং ত্বকের সৌন্দর্য কিন্তু দীর্ঘমেয়াদী ধরে রাখে। তাহলে বাজারের নাইট ক্রিম ব্যবহার পরিহার করে সম্পূর্ণরূপে ঘরোয়া প্রাকৃতিক উপায়ে ঘরে বসে তৈরি করে আমরা ব্যবহার করতে পারি।
এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ ঘরে কিভাবে আপনারা নাইট ক্রিম তৈরি করবেন এবং সেটা কিভাবে ব্যবহার করবেন।
ঘরে বসে যেভাবে নাইট ক্রিম তৈরি করবেনঃ
- ঘরে বিভিন্নভাবে নাইট ক্রিম তৈরি করা যায়।
১। আপেলের নাইট ক্রিম যা ঘরে বসে করবেনঃ
প্রথমে যে নাইট ক্রিম টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই নাইট ক্রিম টি কে বলা হয় আপেলের নাইট ক্রিম অর্থাৎ এটি তৈরি করতে প্রধান উপকরন হিসেবে আমরা আপেল কে রাখব,এর সাথে আরো যে সকল উপকরণ লাগবে…………
- একটি আস্ত আপেল,
- পরিমাণ মত গোলাপজল।
- ভিটামিন ই ক্যাপসুল,
যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ
- আপেলের এই নাইট ক্রিম তৈরি করতে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু প্রিজারভেটিভ এর মত কাজ করে।আপেল কে ছোট ছোট কিউব করে কেটে ব্লেন্ডার করে ফেলতে হবে।
- এ তিনটি উপকরণ একসাথে মিশিয়ে আমরা নাইট ক্রিম তৈরি করে ফেলতে পারি এবং তৈরি নাইট ক্রিম আমরা ৬ দিন ধরে ফ্রিজে রেখে সংরক্ষন করে ব্যবহার করতে পারি।
- এ নাইট ক্রিম ভালোমতো মুখ পরিষ্কার করার পর রাতে লাগাতে হবে। লাগিয়ে ভালো মতো ম্যাসাজ করার পরে বেশির ভাগ উপকরণ ত্বকে ঢুকে যাওয়ার পর একটি টিস্যু দিয়ে বাকি উপকরণগুলো মুছে নিতে হবে।
- এরপর রাতে ঘুমাতে হবে।
- সকালে উঠে ভালোমতো মুখ পরিষ্কার করে ফেলতে হবে।
২। এভোকেডোর নাইট ক্রিম যেটা মুখের গ্লো ঘরে রাখেঃ
এখন যে নাইট ক্রিম টি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই নাইট ক্রিম তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ১ কাপ এভোকেডোর পেস্ট,
- ২ টেবিল চামচ টকদই,
যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ
- এভোকেডো এবং টক দইয়ের মিশ্রণে দারুন একটি নাইট ক্রিম আপনি তৈরি করে ফেলতে পারেন।
- এই নাইট ক্রিম তৈরি করার পরে আপনাকে এটি ব্যবহার করতে হবে।
- মুখে লাগিয়ে অন্ততপক্ষে দশ মিনিট অপেক্ষার পর একটি টিস্যুর সাহায্যে মুখের বাকি অংশটুকু মুছে নিয়ে আপনাকে ঘুমাতে হবে।
- সকাল বেলা উঠে জল দিয়ে মুখ পরিষ্কার করে ফেলতে হবে।
এতক্ষন আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে নিয়মিত এবং সঠিক পদ্ধতির মাধ্যমে এ নাইট ক্রিম ব্যবহারের মধ্য দিয়ে আপনারা দীর্ঘমেয়াদি সৌন্দর্যের অধিকারী হবেন।
একটা বিষয় মনে রাখবেন যে কোন সফলতা দ্রুত আসে না, ভালো এবং সঠিক সফলতা পাওয়ার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এবং একটু সময় নিতে হবে।
আর এই ধরনের সফলতা কিন্তু দীর্ঘস্থায়ী হয় তাই বন্ধুরা বাজারের কেনা নাইট ক্রিম পরিহার করে ঘরে বসে একটু কষ্ট করে ঘরোয়া নাইট ক্রিম ব্যবহারের মত মন মানসিকতা তৈরী করুন আর নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলুন দীর্ঘ মেয়াদের জন্য।