ত্বককে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল ফর্সা ও চকচকে করে তুলতে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন ঘরোয়া উপকরনে তৈরিকৃত কিছু নাইট ক্রিম। বাজার থেকে কেনা যে নাইট ক্রিম আমরা ব্যবহার করে থাকি তা সাময়িক ভাবে আমাদেরকে উজ্জলতা এনে দিলেও সেটা কিন্তু আমাদের ত্বকের উপর দীর্ঘস্থায়ী খারাপ প্রভাব ফেলে। এই বাজারজাত নাইট ক্রিম যখন আমরা প্রথমে ব্যবহার করে থাকি এই নাইট ক্রিমের মধ্যে লুকিয়ে থাকা কেমিক্যাল আমাদের ত্বকের উপরের মৃতকোষগুলো কে প্রথমে সরিয়ে দেয়। যাতে করে প্রাথমিকভাবে আমাদের ত্বককে ফর্সা বলে মনে হয়। কিন্তু আমরা যখন এটি নিয়মিত ব্যবহার করতে থাকি তখন এই ক্যামিক্যাল গুলো আমাদের ত্বকের নতুন কোষ উৎপাদনের কার্যক্রমকে ধ্বংস করে ফেলে। এর পাশাপাশি আমাদের ত্বকের স্তর গুলো কে নষ্ট করে দেয় এবং প্রাকৃতিক ভাবে উৎপাদন করা মেলানিন উৎপাদনের যে প্রক্রিয়া তাকে ও কিন্তু অনেকটা নষ্ট করে ফেলে। বন্ধুরা তাই আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরোয়া উপকরণ এর মাধ্যমে কিভাবে নাইট ক্রিম আপনারা তৈরি করে ব্যবহার করতে পারেন।
ঘরে বসে ত্বক ফর্সা করতে নাইট ক্রিম কিভাবে বানাবেনঃ
- যারা রূপচর্চা বিষয়ে অনেকটা সচেতন অথবা স্কিন বিশেষজ্ঞরা তারা কিন্তু কখনই বাজারজাত করা নাইট ক্রিম ব্যবহারের পরামর্শ দেয় না।
- বরং ঘরোয়া ভাবে কিভাবে ত্বকের পরিচর্যা করা যায় সে বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে।
তাই বন্ধুরা আজকে যেই ঘরোয়া নাইট ক্রিম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই নাইট ক্রিম গুলো যথাযথ নিয়ম অনুসরণ করে আপনারা যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা পেয়ে যাবেন দীর্ঘস্থায়ী সুন্দর ও মোলায়েম লাবণ্যময়ী ত্বক।
১। দীর্ঘস্থায়ী সুন্দর ও লাবণ্যময়ী ত্বক পেতে কিভাবে ঘরে বসে নাইট ক্রিম তৈরি করবেনঃ
প্রথমত যে নাইট ক্রিম টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই নাইট ক্রিম তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ১ টেবিল চামচ টক দই একসাথে গোলাপের পাপড়ি ব্লেন্ডার করে খুব চমৎকার একটি নাইট ক্রিম আমরা তৈরি করতে পারি।
- এই নাইট ক্রিম মুখে লাগিয়ে ১০ মিনিট পরে টিস্যু বা সুতির কাপড় দিয়ে এই মিশ্রণটি মুখ থেকে মুছে নিতে পারি এবং সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারি।
২। ত্বক কে দীর্ঘস্থায়ী ফর্সা করতে ঘরোয়া নাইট ক্রিম বানানোর উপায়ঃ
এই নাইট ক্রিম তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………
- ২ টেবিল চামচ গরুর দুধ,
- ২ টেবিল চামচ কাঁচা হলুদের পেস্ট,
- ২ চা চামচ বিটরুটের রস,
ব্যবহার প্রণালিঃ
- উপকরণ গুলো একসাথে ব্লান্ডার করে আমরা কিন্তু মুখে নাইট ক্রিম লাগাতে পারি।
- এই নাইট ক্রিম মুখে লাগিয়ে আমরা যদি ১০-১৫ মিনিট পরে টিস্যু দিয়ে মুখটা মুছে ফেলি এবং সকালে উঠে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলি সেটা কিন্তু অনেক বেশী কার্যকরী হবে এবং প্রথম ব্যবহারের ফলাফল আপনি বুঝতে পারবেন।
৩। ত্বক থেকে দাগ দূর করতে ঘরে বসে নাইট ক্রিম কিভাবে তৈরি করবেনঃ
এই নাইট ক্রিম তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ২ টেবিল চামচ এলোভেরা জেল,
- ২ টেবিল চামচ ঠান্ডা চায়ের লিকার,
- ২ টেবিল চামচ জবা পাতার পেস্ট,
- ২ চা চামচ গোলাপজল,
ব্যবহার করবেন যেভাবেঃ
- উপকরণ গুলো একসাথে ব্লেন্ডার করবেন এবং ব্লেন্ডার করা অংশের সাথে সামান্য পরিমাণে কালি জিরা গুঁড়া মিশিয়ে দিবেন।
- এই প্যাকটি যদি আপনি মুখে লাগান এবং ১০-১৫ মিনিট পরে টিস্যু দিয়ে মুছে ফেলেন সকালে উঠে ঠান্ডা জল দিয়ে মুখ পরিষ্কার করেন কতটা কার্যকরী হবে এই প্রত্যেকটি নাইট ক্রিম আপনি জাস্ট ভাবতে পারবেন না।
আজকের দেওয়া ঘরোয়া পদ্ধতিতে তৈরিকৃত এই নাইট ক্রিমগুলো যথাযথভাবে আপনারা ঘরে বসে তৈরি করবেন এবং নিয়মিত ভাবে মুখে লাগাবেন। সপ্তাহে অন্তত তিনবার এই নাইট ক্রিম গুলো আপনারা মুখে লাগালে পাবেন চকচকে সুন্দর মসৃণ ও লাবণ্যময় ত্বক এবং আপনারা বাজার থেকে কেনা নাইট ক্রিম এবং ঘরোয়া নাইট ক্রিম এর পার্থক্য খুব সহজেই বুঝতে পারবেন। যদি আগেই বাজারে নাইট ক্রিম আপনারা ব্যবহার করে থাকেন। ধন্যবাদ।