রূপচর্চা বলতে আমরা সাধারণত মুখের পরিচর্চা করাকে বুঝি যা আমাদের সৌন্দর্যের প্রাণকেন্দ্র। ব্যস্ত জীবনের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সেই মুখেরই ভালোমতো পরিচর্যা করা হয়ে ওঠে না, আর শরীরের অন্যান্য অঙ্গ গুলোর পরিচর্যা করা তো সেই ক্ষেত্রে অনেক দূরের ব্যাপার।
কিন্তু বন্ধুরা, আমরা যদি আমাদের সৌন্দর্যকে ভালোভাবে প্রকাশ করতে চায়, তাহলে আমাদের উচিত শরীরের প্রত্যেকটা অঙ্গের সমান যত্ন নেওয়া। যেমন টা আমরা মুখের ক্ষেত্রে করে থাকি। তেমনটা আপনার শরীরের অন্যান্য অঙ্গ গুলোর প্রতি যত্নবান হতে হবে।
আর তাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি কিভাবে আপনারা আপনাদের পায়ের রং ফর্সা করতে পারবেন খুব সহজ ও অল্প সময়ের মাধ্যমে।
অল্প সময়ে ঘরোয়া উপকরণ ব্যবহারের মাধ্যমে কালো পা ফর্সা করার অসাধারণ টিপসঃ
- আপনারা চাইলে আমার কথা মত খুব অল্প সময়ে আপনাদের কালো পায়ের রঙ ফর্সা করে ফেলতে পারেন শুধুমাত্র কিছু নির্দেশনা ফলো করার মধ্য দিয়ে।
- বর্তমানে মুখ ফর্সা করার অনেক ক্রিম ব্যবহৃত হয়। এই ক্রিমগুলো ব্যবহার করে মুখ ফর্সা হয়ে যায়। কারন মানুষ এই সম্পর্কে ধারণা করে মুখ ফর্সা হলে সব ঠিক,কিন্তু বর্তমানে মানুষ সৌন্দর্য বিচার করতে গেলে এখন মুখের চেয়ে হাত ও পায়ের দিকে নজর দেয় বেশি।
- কারণ এখন মানুষ মনে করে হাত পা ফর্সা মানে ওই মানুষটি আসলে সুন্দর অর্থাৎ চেহারার সৌন্দর্য দ্বারা একজন মানুষকে আর বিচার করা হয় না।
- তাই আমাদের এখন উচিত শরীরের প্রত্যেকটি অঙ্গের প্রতি সমান গুরুত্ব দেওয়া।
বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ঘরোয়া এমন কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে প্যাকগুলো নিয়মিত ব্যবহারে আপনার কালো পায়ের রং হয়ে যাবে ফর্সা দুধে আলতা।
খুব সহজ উপায়ে কালো পা ফর্সা করতে লেবুর সাথে কাঁচা হলুদের মিশ্রণঃ
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………
- ২ চামচ লেবুর রস,
- আধা কাপ কাঁচা হলুদের পেস্ট,
- ৩ টেবিল চামচ চিনি,
ব্যবহার করবেন যেভাবেঃ
- চিনি ও কাঁচা হলুদ একসাথে মিক্স করে লেবুর সাহায্যে প্রথমে আমাদের ১০ মিনিট সময় ধরে আমাদের পা গোড়ালি সহ এবং পায়ের পাতা একসাথে ম্যাসাজ করতে হবে সার্কুলার মোশনে।
- এই ম্যাসাজের মাধ্যমে বন্ধুরা আপনাদের পায়ের গোড়ালিতে কোন ধরনের ফাটা দাগ থাকলে এবং নখ অপরিষ্কার থাকলে এবং পায়ের চামড়া যদি খুব বেশি শক্ত হলে তা কিন্তু একদম ঠিক হয়ে যাবে।
- পা ম্যাসাজ করার পরেই ঠান্ডা জল দিয়ে পা দুইটি ধুয়ে ফেলতে হবে।
- ম্যাসাজ এর কাজ শেষ হয়ে গেলে আমাদের যে কাজটি এরপর করতে হবে তা হল কালো পা ফর্সা করতে আরেক টি কার্যকরী প্যাক আমাদের পায়ে লাগাতে হবে………
এই প্যাক টি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ৩ টেবিল চামচ গরুর দুধ,
- ২ টেবিল চামচ এবোকাডোর রস,
- ২ টেবিল চামচ চন্দনের গুঁড়া,
- ২ টেবিল চামচ এলোভেরা জেল,
- ২ টেবিল চামচ পাকা টমেটোর পেস্ট,
ব্যবহার করতে হবে যেভাবেঃ
- উপকরণ গুলো একসাথে ব্লেন্ডার করে নিয়ে এই প্যাকটি তৈরি করে নিতে হবে।
- এই প্যাকটি তৈরি হয়ে যাবার পরে আমাদের দুই পায়ে লাগাতে হবে। অন্ততপক্ষে ২০ মিনিট সময় ধরে।
- ২০ মিনিট সময় হয়ে যাওয়ার পর ঠান্ডা জল দিয়ে আমাদের পা দুটি ধুয়ে ফেলতে হবে।
- বন্ধুরা, আপনারা কি পরিমান অবাক হবেন আপনারা নিজেও কল্পনা করতে পারবেন না যে আপনাদের পা কি পরিমাণ ফর্সা হয়ে যাবে।
- আপনাদের পা পরিষ্কার করে ফেলার পর ভালো মানের একটি ময়েশ্চারাইজার ক্রিম দুই পায়ে লাগিয়ে নিবেন।
- বন্ধুরা পা ফর্সা হওয়ার সাথে সাথে আপনাদের পা এত সফট ও তুলতুলে হবে যে আপনারা বারবার আপনাদের পা ছুঁয়ে দেখবেন।
তাহলে বন্ধুরা, পায়ের যত্নে আর চিন্তিত না হয়ে আপনারা আমাদের দেওয়া এ প্যাকটি সপ্তাহে অন্তত পক্ষে তিনবার ব্যবহার করার চেষ্টা করবেন।
বন্ধুরা এই প্যাকটি যদি আপনারা সপ্তাহের তিনবার ব্যবহার করতে পারেন এবং আমরা যে নিয়মে বললাম ঠিকঠাক মত একই নিয়ম অনুসরণ করতে পারেন তাহলে পায়ের যত্ন নিয়ে চিন্তা করা লাগবে না। আপনার পা এত বেশি আকর্ষণীয় সুন্দর হয়ে উঠবে পাশাপাশি এত ফর্সা হয়ে যাবে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন।
তাহলে বন্ধুরা আমরা আশা করব, আমাদের দেওয়া এই ঘরোয়া প্যাক টি আপনাদের খুব বেশী ভালো লাগবে এবং আপনারা তা নিয়মিত ভাবে ব্যবহার করবেন।