মাত্র ১৫ মিনিটে হাঁটু ও কুনুইয়ের দাগ দূর করার উপায়

বন্ধুরা, আজ আপনাদের সাথে যে বিষয়ে কথা বলব তা হলো মাত্র ১৫ মিনিটে কি করে আমাদের কোনো হাঁটু ও কুনুই এর কালো দাগ দূর করা যায়। এ ধরনের কালো দাগ হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। জেনেটিক্স বা বংশগত কারণ তার মধ্যে একটি।

কিন্তু এর মধ্যে আরো উল্লেখযোগ্য অনেক কারণ থাকতে পারে। তাছাড়া আমাদের কুনুই এবং হাঁটুর যে অবস্থান সেখানকার  টিস্যুগুলোতে জৈবিক তেলের পরিমাণ কিন্তু অনেকটা কম থাকে। যা আমাদের শরীরের অন্যান্য ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। যার কারণে এই পদার্থটি আমাদের ত্বককে খুব সহজে শুষ্ক ও খসখসে করে দেয় না। অর্থাৎ ত্বকের টিস্যু গুলো কে মুঠিয়ে ধরে রাখে।

হাঁটু ও কুনুইয়ের দাগ দূর করার উপায়

কিন্তু হাঁটু ও কুনুই এর স্থানে এই অংশের পরিমাণ খুব কম থাকে যার কারণে অংশটি খুব দ্রুত শুষ্ক ও খসখসে হয়ে যায়। এবং দীর্ঘদিন অপরিচর্চার কারণে এই অংশটি কালো হয়ে পড়ে যা দেখতে অনেক খারাপ লাগে। এজন্য আমরা পছন্দমত কোন কিছু করতে পারিনা।

এক্ষেত্রে যে কোন ড্রেস যদি আমরা পড়তে চাই বা কোন ফাংশনে এটেন্ড করতে চাই, কিন্তু আমাদের শরীরে যদি ত্বকের এই ধরনের মিস ব্যালেন্স থাকে সেটা আমাদের জন্য খুবই হতাশার বিষয়।

মাত্র ১৫ মিনিটে হাঁটু ও কুনুইয়ের কালো দাগ দূর করার উপায়ঃ

হাঁটু ও কুনুইয়ের দাগ দূর করার উপায়
হাঁটু ও কুনুইয়ের দাগ দূর করার উপায়
  • শরীরের প্রত্যেকটি অঙ্গের সমান যত্ন নেওয়া দরকার। তাই আমাদের কুনুই এবং হাঁটুর দাগ দূর করা আমাদের সবার চিন্তার একটি বিষয়।

তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র ১৫ মিনিটে এই ধরনের হতাশা ও চিন্তার ব্যাপার কিভাবে দূর করে ফেলবেন অর্থাৎ কুনুই ও হাঁটুর কালো দাগ কিভাবে খুব সহজে মাত্র ১৫ মিনিটে ঘরোয়া প্রাকৃতিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আপনারা দূর করতে পারবেন।

হলুদ ও চিনির মাধ্যমে মাত্র ১৫ মিনিটে হাঁটু ও কুনুই এর কালো দাগ দূর করার প্যাকঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

ব্রণের দাগ দূর পদ্ধতি ,
  • ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো।
  • ২ চা চামচ চিনি।
ত্বক ফর্সা করার ফেসিয়াল
  • ২ চা চামচ লেবুর রস। 
  • অল্প কিছু গরম পানি।  

যেভাবে প্যাকটি ব্যবহার তৈরি করবেনঃ

  • প্রথমে একটি পাত্রে চিনি ও কাঁচা হলুদের মিশ্রণটি নিয়ে ভালোমতো মিক্স করে নিবেন। কোন রকমের পানি এতে এড করবেন না।
কুনুইয়ের দাগ দূর করার উপায়
  • এরপরে লেবু দিয়ে এই মিশ্রণ থেকে কিছু অংশ তুলে নিয়ে হাঁটুর উপরে লাগাতে হবে এবং সেটা সার্কুলার মোশনে ৫-১০ মিনিট ম্যাসাজ করতে হবে।
  • ম্যাসাজ করা শেষ হয়ে গেলে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।  গরম পানি হালকা উষ্ণ হবে। ধুয়ে ফেলার পর ভালো মানের ক্রিম লাগিয়ে নিতে হবে।

মাত্র ১৫ মিনিটে ডিম ও চায়ের লিকারের মাধ্যমে হাঁটু ও কুনুই এর দাগ দূর করার প্যাকঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ৩ টেবিল চামচ চায়ের লিকার।
ব্রণ দূর করতে মধুর ফেসপ্যাক
  •  ১ টি ডিম।
  • কিছু তুলো। 

যেভাবে তৈরি ব্যবহার করবেনঃ

  • প্রথমে একটু ভালোমতো করে তুলোর সাহায্যে চায়ের লিকারে ভিজিয়ে ভিজিয়ে অনেকক্ষণ হাঁটুতে ও কুনুই এ ম্যাসাজ করতে হবে।
  • ৮-১০ মিনিট ম্যাসাজ করার পর একটি কাপড় নিয়ে মুছে নিতে হবে।
  • তারপরে ওই জায়গাটিতে একটি ডিমের হলুদ অংশটি ফেলে দিয়ে শুধু সাদা অংশটি ঐ জায়গায় লাগাতে হবে।
হাঁটুর দাগ দূর করার উপায়
  • ৫ মিনিট পরে যখন ত্বক টানটান হয়ে যাবে এরপরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে।
  • যখন সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন একটি ভালো মানের লোশন লাগিয়ে নিতে হবে।
হাঁটুর কালো দাগ দূর করার উপায়

মাত্র ১৫ মিনিটে ইনস্ট্যান্ট হাঁটু ও কুনুই এর দাগ দূর করতে এলোভেরা ও আলুর রস এর প্যাকঃ

  • এই প্যাক টা কিন্তু দারুন ভাবে কাজ করে থাকে এবং এটির ব্যবহারে ইনস্ট্যান্ট আপনি ফলাফল পাবেন।

এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

ত্বক ফর্সা করার উপায়
  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ২ টেবিল চামচ আলুর রস।
কুনুইয়ের কালো দাগ দূর করার উপায়
  • ১ চা চামচ মধু।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ গুলো একসাথে ব্লেন্ড করে আমাদের কুনুই এবং হাঁটুর কালো দাগের উপর লাগাতে হবে।
  • অন্ততপক্ষে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
কুনুইয়ের কালো দাগ দূর করার উপায়
  • এই প্যাকটি ধুয়ে ফেলার পরে পছন্দমত বা ত্বকের সাথে যায় এরকম একটি ময়েশ্চারাইজ ক্রিম লাগিয়ে নিতে হবে।

উপরের দেওয়া এই প্যাকগুলো ছাড়াও আরও বিশেষ কিছু প্যাক রয়েছে যেগুলো ব্যবহারের মাধ্যমে খুব সহজেই আমরা কুনই ও হাঁটুর কালো দাগ দূর করতে পারি।

মুলতানি মাটি এবং কফি পাউডার গোলাপ জলের মিশ্রণে হাঁটু ও কুনুই এর দাগ দূর করার প্যাকঃ

  • বন্ধুরা, কফি পাউডার, মুলতানি মাটি এবং গোলাপজল একসাথে মিক্স করে জায়গাগুলোতে দিলে এবং শশার একটি টুকরো দিয়ে তা যদি সারকুলার মোশনে বারবার ম্যাসাজ করা যায় তাহলে এই ধরনের কালো দাগ দূর হয়ে যাবে।
কুনুইয়ের কালো দাগ দূর করার উপায়
  • এর সাথে সাথে চিনি সারকুলার মোশনে ম্যাসাজ করে এ ধরনের কালো দাগ দূর করা যায়।

উপরে যে প্যাক গুলো আপনাদের সাথে শেয়ার করলাম পছন্দ মতো বা হাতের উপকরণ এর উপর ভিত্তি করে যে কোন একটি প্যাক আপনি ব্যবহার করতে পারেন।

হাঁটু ও কুনুইয়ের দাগ দূর করার উপায়

এই ব্যবহারে আপনি কিন্তু ১৫ মিনিটের মধ্যে ঝটপট একটি ফলাফল পাবেন। আর এগুলো নিয়মিত ব্যবহারের মাধ্যমে এই ধরনের দাগ চিরতরে বিদায় নিবে। এবং আপনার শরীরের সব ত্বকে একটা সামঞ্জস্যতা চলে আসবে।