কেন আমাদের চোখ দিয়ে পানি পড়ে

আজকে আমরা আলোচনা করব চোখ দিয়ে পানি পড়ে কেন এবং এর প্রতিকার।

তাহলে বন্ধুরা আসুন জেনে নেই কেন আমাদের চোখ দিয়ে পানি পড়ে।  হঠাৎ চোখ দিয়ে পানি পড়ার সমস্যা অনেকেরই দেখা যায় বিভিন্ন জনের বিভিন্ন রকম। 

চোখ থেকে পানি পড়া কি……

আমাদের চোখ তার স্বাভাবিক কার্যকারিতা এবং সুরক্ষার জন্য ক্রমাগত কিছু পরিমাণ শ্লেষ্মা উৎপাদন করে চলে অনবরত। চোখের প্রতিটা পলক পড়ার সঙ্গে সঙ্গে এই শ্লেষ্মা অশ্রু হয়ে বেরিয়ে আসে। এটি একটি পাতলা আচ্ছাদন তৈরি করে। তাই কোন ব্যক্তির ঘুমের সময় পলক পড়ে না তাই শ্লেষ্মা চোখের কোনায় এবং আশেপাশে চোখের পাতায় জমা হয় এবং শুকনো আবরণ তৈরি করে। যদিও অনেক সময় এটা বিরক্তিকর মনে হয়। তবে অল্প পরিমাণ চোখ দিয়ে জল পড়ার পর তা স্বাভাবিক হয়ে যায়।

আমরা এখন জানবো চোখ থেকে পানি পড়ার লক্ষণ ও উপসর্গগুলো, অর্থাৎ কোন কোন উপসর্গ গুলো চোখ দিয়ে জল পরার সাথে যুক্ত

  • চোখ দিয়ে নির্গত জল  যা হলুদ রঙ্গের হতে পারে।
  • চোখের পাতায় এবং পলকের ওপর শুকনো জল থাকবে।
  • ঘুম থেকে ওঠার পর একজন ব্যক্তির চোখের পাতা দুটো একসাথে লেগে থাকার অভিজ্ঞতা হতে পারে।
  • চোখের সাদা অংশে লাল গোলাপি রঙের বিবর্ণতা উপস্থিত থাকতে পারে। সাধারণত চোখের পাতায় লাল দেখা বিপদের সংকেত।  
  • যদি ১০৪ ডিগ্রি ফারেনহাইট এর বেশি জ্বর আসে, তাহলে চোখে ব্যাথা, চোখের পাতা ফোলা বা লালচে হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে।
  • দৃষ্টিতে স্পষ্ট দেখা যায় না।

আমরা এখন জানব কেন আমাদের এই ধরনের লক্ষণগুলো দেখা যায়…………

  • চোখ দিয়ে জল পড়ার প্রধান কারন গুলোর মধ্যে একটি হলো চোখের কোনায় বিভিন্ন শ্লেষ্মা উপস্থিত হয়ে শুকিয়ে যায়। আমাদের তা অসস্থি লাগে। তাই এইসব বিষয় আমরা হাত দিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু নোংরা হাত যখনই চোখে লাগাই তখনই আমাদের চোখ দিয়ে পানি বের হতে থাকে। কারণ এই নোংরা হাতের সাথে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া চোখে পড়ে যা পরবর্তীতে চোখে আক্রমণ করে এসব দিয়ে পানি বের করে।
  • চোখের জলের পথ বন্ধ হয়ে যায়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের চোখ সবসময় ভেজা থাকে। এর কারণ হলো প্রতিটি অঙ্গাণু যেহেতু একটি আরেকটির সাথে খুব ভালোমতো জড়িত তাই যদি সেখানে পানির পরিমাণ না থাকতো থাকতো তাহলে একটি অঙ্গ আরেকটি অঙ্গের সাথে ঘষা খেয়ে বা ঘষা লেগে ঘায়ের সৃষ্টি হয়ে যেত। তাই চোখের যত্নে চোখের ভেতরের  পানি এত গুরুত্বপূর্ণ। সে পানি আসার পথ যখন বন্ধ হয়ে যায় তখন বাইরের যে জল থাকে সেগুলা চোখের বাইরে পড়ে যায়।
  • ব্যাকটেরিয়া,  এলার্জি, ভাইরাসের কারণে। কোন ভাইরাসের আক্রমণে আক্রান্ত হয়ে চোখে জল পড়তে পারে।
  • চোখে আঘাত লাগলে, চোখে কোন কিছুর আঘাত লাগলে চোখ দিয়ে পানি পড়তে পারে। অথবা কোনো কিছুর আঘাত লাগলো বা কোনোভাবে চোখ ক্ষতিগ্রস্ত হলো কিন্তু তার চিকিৎসা যদি ঠিকমত না করায় তা থেকেও চোখে অনবরত পানি পড়তে পারে। চোখের বাইরের কোন বস্তু যদি চোখের ভিতরে প্রবেশ করে তখনও চোখ থেকে পানি পড়তে পারে, যতক্ষণ না সে বস্তুটি চোখ থেকে নিয়ে নেওয়া হয়।
  • সবশেষে যে কারণে চোখ থেকে পানি পড়ে সেই কারণটি হলো চোখের পাতায় হাত দিলে।
  • তাছাড়াও নিয়মিত ঘুমের অভাবে, অথবা দীর্ঘক্ষন ঘুমের অভাবে আমাদের চোখ দিয়ে পানি পড়তে পারে।
  • নির্দিষ্ট যতটুকু আলোতে আমাদের কোন কাজ করা উচিত বা পড়ালেখা করা উচিত ঠিক ততটুকুর চেয়ে কম বা বেশি আলোতে যদি আমরা পড়ালেখা করি তাহলে আমাদের চোখ দিয়ে পানি পড়তে পারে।
  • এছাড়াও বাইরের ধুলাবালি থেকে ভাইরাস ব্যাক্টেরিয়ার আক্রমণ যদি চোখে হয় তা থেকেও আমাদের চোখ দিয়ে পানি পড়তে পারে।  

বন্ধুরা এখন আমরা জানবো চোখ দিয়ে পানি পড়ার যে রোগ ও তার চিকিৎসা পদ্ধতি কিরকম তা সম্পর্কে ………

প্রাথমিকভাবে আপনার চিকিৎসক আপনার উপসর্গের বিবরণ নিবেন এবং নিখুঁত ভাবে আপনার চোখের পরীক্ষা করবেন।

চোখ দিয়ে পানি পড়ার চিকিৎসা টা সম্পূর্ণভাবে নির্ভর করবে আমাদের উপসর্গের উপর। তাই একজন রোগী হিসেবে আমাদের উচিত আমাদের উপসর্গ গুলো ভালো মত পর্যবেক্ষন করা এবং তা ডাক্তারের সাথে শেয়ার করা। আমরা যদি ঠিকঠাক মত উপসর্গগুলো উপলব্ধি করে ডাক্তার কে বলতে পারি তাহলে ডাক্তার থেকে সুনিশ্চিত চিকিৎসা আমরা পেতে পারব।

এখন আসা যাক ডাক্তার এই ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে থাকে………

  • জল বা ময়লা যদি থেকে থাকে তা ভেজা তুলোর ব্যবহার করে পরিষ্কার করে নিতে হবে এবং পরবর্তীতে ও যদি এই ধরনের জল  আসতে থাকে ততোবারই আমাদের ভেজা তুলোর ব্যবহার করতে হবে।
  • পুনরায় সংক্রমণ থেকে বাঁচতে চোখকে সবসময় পরিষ্কার করে রাখতে হবে।
  • চোখের পাতা স্পর্শ এবং চোখের সাজ সজ্জা এড়িয়ে চলা উচিত।  
  • যদি সংক্রমণ দেখা যায় তাহলে ডাক্তার আমাদেরকে এন্টিবায়োটিক বা  এন্টিভাইরাল চোখের ড্রপ দিবে।
  • লেন্স এড়িয়ে চলা উচিত। আমরা সাধারণত বর্তমানে স্মার্টনেশ দেখানোর জন্য ড্রেস আপের সাথে সাথে পোশাকের রংয়ের জন্য ম্যাচ করে চোখের লেন্স ব্যবহার করি, এটা আমাদের সৌন্দর্য যেমন বাড়ায় এটা আমাদের অনেক ক্ষতি করে।
  • চোখ দিয়ে জল পড়ার সময় আমাদের চশমা ব্যবহার করা উচিত।  কন্টাক্ট লেন্স পরিত্যাগ করা উচিত।

উপরে যে ধরনের পরামর্শ এখন আমি আপনাদের দিলাম এগুলো যদি আপনারা ঠিকমতো পালন করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই চোখের জল পড়া রোগ থেকে নিজেদেরকে পরিত্রান করতে পারবেন। বন্ধুদের জন্য একটাই পরামর্শ হলো আমাদের প্রতিটা শরীরের অঙ্গ অনেক গুরুত্বপূর্ণ তাই আমাদের চলাফেরার ক্ষেত্রে খুব সাবধান ভাবে চলাফেরা করতে হবে যাতে করে মূল্যবান এই শরীরের অঙ্গ গুলো আমরা আমাদের অসতর্কতার কারণে ক্ষতির সম্মুখিন না করতে পারি।  ধন্যবাদ।