১০০ % চ্যালেঞ্জ মাত্র ৫ মিনিটে রুক্ষ-শুস্ক-কালো ঠোঁটকে গোলাপী করার উপায়

আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ঠোঁটকে আরো বেশি সুন্দর ও গোলাপী করে তুলতে পারি। গোলাপী ঠোঁট ছেলে এবং মেয়ে উভয়ের পার্সোনালিটিকে অনেক বেশি বাড়িয়ে দেয়। শুধু আমাদের শরীরের এই একটা অংশ আমাদের সৌন্দর্যকে অনেক গুণ বৃদ্ধি করে।

ঠোঁটকে গোলাপী করার উপায়

প্রথমে আমাদের বন্ধুদের জানতে হবে যদি আমরা ঠোঁট সুন্দর ও গোলাপী করে তুলতে চাই, প্রথমে জানতে হবে …

আমাদের ঠোঁট কালো হওয়ার কারণ গুলো কি কি

যেন সকল কারণে আমাদের ঠোঁট কাল হতে পারে।

১। জন্মগতভাবে কারো কারো ঠোঁট কালো থাকে।

২। রোদের কারণে ঠোঁট কালো হয়ে যায়।

৩। ওজন বেশি হলে ঠোঁট কালো হয়ে যায়।

ঠোঁটকে গোলাপী করার উপায়

৪। আবার অনেকের স্মোকিং করলে।

বন্ধুরা,

এখন আমরা আপনাদের এই কালো ঠোঁট কিভাবে আপনারা সুন্দর করে নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবেন, সেটি জানিয়ে দিব।

ঠোঁটকে গোলাপী করার উপায়

বন্ধুদের জন্য আমার কিছু ঘরোয়া টিপস রয়েছে যেগুলো শতভাগ কার্যকরী। বন্ধুরা অনেকে পিংক কালার করার জন্য অনেক ধরনের মেডিসিন ব্যবহার করে থাকেন, আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে মেডিসিন ব্যবহার করা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি।

কারণ এ সকল মেডিসিন আপনাকে সাময়িকভাবে কিছু উপকারিতা দিলেও এগুলোর হাজার ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে এবং এগুলো আপনাকে দীর্ঘকালীন কোনো সফলতা দিতে পারবে না।

ঠোঁটকে গোলাপী করার উপায়

তাহলে বন্ধুরা কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে আপনাদের ঠোঁটের রং উজ্জল করতে পারবেন। আসুন জেনে নিই….

বন্ধুরা যে সকল উপাদান আমি আপনাদের সাথে শেয়ার করব এই উপাদানগুলো ব্যবসায়ীক মন মানসিকতা থেকে আমি শেয়ার করছি না।  সম্পূর্ণভাবে আপনাদের উপকারের জন্য শেয়ার করছি। যেগুলো আমি নিজে ব্যবহার করে আমি নিজে এর ফলাফল পেয়েছি। তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক, কিভাবে আপনারা  এই সকল উপকরণ গুলো ব্যাবহার করবেন।

প্রথম যে প্যাকটি  আপনাকে তৈরি করে নিতে হবে, আপনার ঠোঁটে লাগানোর জন্য সেই প্যাকটির জন্য আপনার হাতের কাছেই যে সকল উপকরণ গুলো রাখতে হবে সেটি হল

চুল শাইনী করতে কলার হেয়ার প্যাক
  • নারিকেল তেল
  • মধু
  • চিনি এবং এর সাথে সামান্য পরিমাণে
ব্রণ দূর করার উপায়
  • লেবুর রস।

প্রথমে আপনাকে একটি বাটিতে সামান্য পরিমাণে নারিকেল তেল নিতে হবে,

এরপরে এর মধ্যে চিনি মধু ও সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে।

ঠোঁট গোলাপি করার উপায়

তারপর এই উপকরণগুলোর মিশ্রনটিকে ভালোমতো মিক্স করে আপনি আপনার ঠোঁটের মধ্যে লাগাতে পারেন।

ঠোঁটের মধ্যে লাগালে আপনি একটু একটু করে স্ক্রাব বা ম্যাসাজ করবেন আপনার ঠোঁটের উপর।

ঠোঁট গোলাপি করার উপায়

এতে করে আপনার ঠোঁটের দাগ গুলো উঠে যাবে এবং আপনার ঠোঁটকে অনেক বেশি গোলাপি দেখাবে।

এই প্রক্রিয়াটি যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে আপনার ঠোট অনেক বেশি নরম বাচ্চাদের মত রঙ্গীন এবং পিংক কালার হয়ে যাবে।

বন্ধুরা এটি স্থায়ী ভাবে আপনার ঠোঁটের উপর দেখতে চাইলে আপনাকে এ উপকরণটি প্রতিদিন ব্যবহার করতে হবে।

যে টিপসটির কথা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হল, এই টিপসটি জন্য আলাদা কোনো সময়ের দরকার নেই।

ঠোঁট গোলাপি করার উপায়

সকালবেলা যখন আমরা দাঁত ব্রাশ করি তখন দাঁত ব্রাশ করার সময় আমরা আমাদের ঠোঁটটাকে একটু ব্রাশ করে নিব। কিন্তু দাঁতে যেভাবে প্রেসার দিয়ে আমরা ব্রাশ করি ঠোটে আমরা ওভাবে প্রেসার দিব না। আলতো আলতো ভাবে আমরা এক মিনিট ধরে আমাদের ঠোঁটগুলো ব্রাশ করে নিব।

ব্রাশ করার পরে আপনি দেখতে পাবেন আপনার ঠোঁট গোলাপি হয়ে গেছে।

কাল ঠোঁট গোলাপী করার উপায়

এর কারণ হলো আপনার ঠোঁটের উপর থেকে দাগগুলোর মৃতকোষগুলো উঠে গেছে।

এখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল মেডিকেল এর দোকান থেকে গ্লিসারিন সংগ্রহ করতে হবে। কসমেটিকসের দোকানে যে সকল খোলা গ্লিসারিন পাওয়া যায় সেগুলো ১০০% পিওর নাও হতে পারে। এজন্য আপনাকে মেডিকেল এর দোকান থেকে গ্লিসারিন সংগ্রহ করে রাখতে হবে।

ঠোঁট গোলাপি রাখার উপায়

গ্লিসারিন সংগ্রহ করে রাখার পর আপনাকে প্রতিদিন দুইবার করে গ্লিসারিন ঠোঁটে লাগাতে হবে। ব্রাশ করার পরে একবার আর রাতে ঘুমাতে যাবার আগে একবার এভাবে প্রতিদিন যদি আপনি গ্লিসারিন আপনার ঠোঁটে লাগান তাহলে আপনি দেখবেন আপনার ঠোঁট অনেক বেশি গোলাপী হয়ে গেছে।

কাল ঠোঁট গোলাপী করার উপায়

এই যে প্রক্রিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটি যদি আপনারা আপনাদের জীবন যাত্রার একটা অংশ করে ফেলেন, তাহলে আপনার ঠোঁটকে অনেক বেশী সুন্দর ও ঝলমলে উজ্জ্বল কচি ঠোঁট পাবেন।