এই ফেইসমাস্কটি ব্যবহার করে দেখুন, মাত্র ১৫ মিনিটে পাবেন উজ্জ্বল ফর্সা দাগহীন ও চকচকে ত্বক!১০০ % গ্যারান্টি

বন্ধুরা আপনারা বাজার থেকে কেনা বিভিন্ন ফেইসমাস্ক ব্যবহার করে থাকেন। কিন্তু ঘরোয়া ফেইসমাস্ক কখনো ব্যবহার করেননি। যার কারনে আপনারা মনে করেন বাজার থেকে কেনা দামী দামী ফেইসমাস্ক ব্যবহার করে ও কেন কোন উপকার দেখা যায়না।

ফর্সা দাগহীন ও চকচকে ত্বক পেতে ফেইসমাস্ক

বন্ধুরা বাজারে যে ফেইসমাস্ক পাওয়া যায়, এই সকল ফেইসমাস্ক গুলার মারাত্মক সাইডইফেক্ট থাকে । কিন্তু আমি আজকে আপনাদের সাথে যে সকল ঘরোয়া ফেইসমাস্ক শেয়ার করতে যাচ্ছি এই ফেইস মাস্ক ব্যবহারের মধ্য দিয়ে আপনারা পাবেন সুন্দর চকচকে কাঁচের মতো উজ্জ্বল ত্বক মাত্র ১৫ মিনিটে।

বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই ফেইসমাস্ক গুলো কি কি ?

১। মাত্র ১৫ মিনিটে ফর্সা ও চকচকে ত্বক পেতে অসাধারণ ফেইসমাস্কঃ

প্রথমে যে ফেইসমাস্ক টি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি,এই ফেইসমাস্ক টি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

দাগহীন ত্বক পাবার ফেইসমাস্ক
  • একটি ডিম,
  • ২ টেবিল চামচ শশার পেস্ট,

যেভাবে ব্যবহার করবেনঃ

  • একটি বাটিতে শশার পেস্টের সাথে ডিমের সাদা অংশ একসাথে ভালোমতো ব্লেন্ডার করে নিতে হবে।
ত্বক ফর্সা করার উপায়
  • এরপর এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা পর দারুন একটি ফেইসমাস্ক মুখে ক্রিয়েট হবে।
  • যখন বন্ধুরা ২০ মিনিট সময় অতিবাহিত হবে তখন ঠান্ডা জল দিয়ে আস্তে আস্তে আলতোভাবে আপনার মুখটি পরিষ্কার করে ফেলতে হবে।
ত্বকের দাগ দূর করার উপায়
  • প্রথম ব্যবহারে আপনি দেখবেন আপনার চেহারাটা ফর্সা এবং চকচকে হয়ে গেছে।

২। দারুণ উজ্জ্বল ও দাগহীন ত্বক পেতে ফেইসমাস্কঃ

এই ফেইস মাস্কটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

ত্বক ফর্সা করার রেমেড়ি
  • ২ টেবিল চামচ ময়দা,
  • ২ টেবিল চামচ বিটরুটের রস,
  • ২ টেবিল চামচ পাকা পেঁপের পেস্ট,

ব্যবহার করবেন যেভাবেঃ

  • এই উপকরণ তিনটি একসাথে মিশিয়ে চমৎকার একটি ফেইসমাস্ক তৈরি করে নেওয়া যায় ।
  • এবং তা আমাদের মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষার পর হালকা ভাবে ধুয়ে ফেললে বন্ধুরা দারুন ফলাফল আপনি পাবেন।
ত্বকের দাগ দূর করার উপায়
  • ত্বক এত ফর্সা এবং টানটান হবে যে আপনি ভাবতেও পারবেন না।

৩। ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে ফেইসপ্যাকঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে……

ত্বকের দাগ দূর করার উপায়

২ চা চামচ কফি পাউডার,

২ টেবিল চামচ পাকা পেঁপের পেস্ট,

মুখের দাগ দূর করার উপায়

২ টেবিল চামচ এলোভেরা জেল,

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ গুলো একসাথে মিশিয়ে চমৎকার একটি ফেইসমাস্ক তৈরি করে নেওয়া যায়।
ফেইসমাস্ক
  • এ ফেইস মাস্ক মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলতে হবে।

৪। ত্বকের রং ফর্সা রাখতে ফেইসমাস্কঃ

এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

মুখের দাগ দূর করার রেমেড়ি
  • ২ টেবিল চামচ ভাতের মাড়,
  • ২ টেবিল চামচ টক দই,
ত্বক ফর্সা করার ফেইসমাস্ক
  • ২ টেবিল চামচ কাঁচা হলুদবাটা,

যেভাবে ব্যবহার করতে হয়ঃ

  • এই তিনটি উপকরণ একসাথে ব্লান্ডার করে আমরা যদি মুখে লাগায় তাহলে ২০ মিনিট সময় পর্যন্ত রেখে দেওয়ার পর আপনি দেখবেন কত সুন্দর একটি মাস্ক আপনার চেহারায় গঠিত হয়ে গেল।
ত্বক ফর্সা করার ফেইসমাস্ক
  • ২০মিনিট পরে ঠান্ডা জল দিয়ে আলতো আলতো ভাবে আপনার মুখ থেকে এটি ধুয়ে ফেলতে হবে।

বন্ধুরা, আজকে যে ফেইস মাস্ক গুলো আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটি ফেইস মাস্ক এত বেশি কার্যকরী, এত বেশি ইফেক্টিভ যে আপনাদের ত্বক চকচকে ফর্সা করতে এই ফেইস মাস্ক গুলো ছাড়া আর কোন উপকরণ বা বাজারের প্রোডাক্ট আপনারা কিনবেন না। আমাদের দেওয়া এই ফেইস মাস্ক গুলো নিয়মিত ব্যবহার করবেন এবং নিজের ত্বককে টানটান ও সুন্দর রাখবেন।

ধন্যবাদ