আমাদের সুন্দর ত্বক আমাদের অনেক শক্তি যোগায়। আর সুন্দর ত্বক মানে তো এটি আমাদের ব্যক্তিত্বকে রিপ্রেজেন্ট করে। তাই আমরা সুন্দর হতে ও ত্বক ফর্সা করার কাছে কোন কিছু কম্প্রমাইজ করতে চাইনা।
কিন্তু কাজের চাপে ত্বকের যত্ন নিতে না পারার কারণে আমাদের চেহারা দিন দিন ফ্যাকাসে হয়ে যায়। ত্বকের যত্ন নিব নিব করেও ব্যস্তময় জীবনে ত্বকের যত্ন নেওয়া হয়ে ওঠে না অনেকের । কেননা ব্যস্তজীবনে যেখানে প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ সেখানে ত্বক সুন্দর করার বাড়তি সময় দেওয়া অনেকের জন্য বিলাসিতার মত ।
তবে আমাদের ব্যস্তজীবনেও রুপচর্চা করে ত্বকের যত্ন নেওয়াকে মন আমাদেরকে তখনই হ্যাঁ বলতে সাহায্য করে, যখন আমরা দেখি অল্প পরিশ্রমে অল্প সময়ে ত্বকের যত্নের ক্ষেত্রে অধিক কার্যকারিতা পাই।
তাই ,ব্যস্ততম জীবনের কথা বিবেচনায় রেখে আজ আমি আপনাদের সাথে এমন ২ রেমেড়ি শেয়ার করব যে রেমেড়িগুলো মাত্র ৪ মিনিট সময় এর মধ্যে তৈরি করে ত্বকের যত্ন নিয়ে আপনারা আপনাদের ত্বককে দুধে-আলতা ফর্সা করতে পারবেন ।
মাত্র ৪ মিনিটে যাদুর মত ত্বক ফর্সা করার রেমেড়িঃ
রেমেড়ি-১
প্রথমে যে রেমেড়িটি আমি আপনাদের সাথে আজ শেয়ার করব এই রেমেডিটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…
- ২ টেবিল চামচ চন্দনের গুঁড়া
- ২ টেবিল চামচ টকদই ও
- ২টি ভিটামিন ই
- ২ টেবিল চামচ এভোকাডোর পেষ্ট
যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ
- একটি পরিস্কার বাটিতে সব উপকরণ একসাথে খুব ভাল করে মিশিয়ে নিন।
- রেমেড়িটি তৈরি করার পর ব্রাশের সাহায্যে মুখে লাগিয়ে নিন। তবে ঠোঁটে ও চোখে লাগাবেন না।
- রেমেড়িটি লাগিয়ে ত্বকের মধ্যে পুরুপুরি শুকিয়ে যাবার জন্য অপেক্ষা করুণ ।
- এটি পুরুপুরি শুকিয়ে গেলে ত্বক পরিস্কার জল দিয়ে দিয়ে ধুয়ে নিন
রেমেড়ি-২
এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…
- ২ টেবিল চামচ এলোভেরা জেল
- ২ টেবিল চামচ মুলতানি মাটি
- ২ টেবিল চামচ কাঁচা হলুদের পেস্ট
- ৫ টেবিল চামচ কাচাঁ তরল দুধ,
যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো একটি পরিস্কার বাটিতে নিয়ে খুব ভাল করে মিশিয়ে চমৎকার একটি রেমেড়ি তৈরি করে নিন ।
- এই রেমেড়িটি তৈরি হয়ে যাবার পর মুখ ভালো মতো পরিষ্কার করে এই রেমেড়িটি মুখে লাগাতে হবে।
- রেমেড়িটি লাগিয়ে ত্বকের মধ্যে পুরুপুরি শুকিয়ে যাবার জন্য অপেক্ষা করুণ ।
- এটি পুরুপুরি শুকিয়ে যাবার জন্য অপেক্ষার পরে আপনারা ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন।
নোটঃ
১। যাদের ত্বক সেনসিটিভ তারা এই প্যাকটির সাথে লেবুর রস যোগ না করে মধু ব্যবহার করতে পারেন।
২। এই প্যাকগুলোকে সপ্তাহে ৩ বার ব্যবহার করতে পারেন ।
৩। এটি রেমেড়ি গুলো রাতে ব্যবহার করলে ম্যাজিকের মত কার্যকর ফলাফল দেখতে পাবেন । এটি ব্যবহারে এত সুন্দর দুধে-আলতা আমাদের গায়ের রঙ হয়ে যাবে যে আপনারা চিন্তাও করতে পারবেন।
তাহলে উজ্জ্বল চকচকে ত্বকের জন্য চিন্তিত না হয়ে আমাদের দেওয়া এই রেমেডি দুইটি অনুসরণ করে দেখুন আর ফলাফল কেমন হয় তা নিজেরাই যাচাই করে দেখুন।