মাত্র ৩ দিনে চকচকে ফর্সা উজ্জ্বল ত্বক পেতে শশাকে এই ভাবে ব্যবহার করে দেখুন

সুপ্রিয় বন্ধুরা, সুন্দর আকর্ষণীয় ত্বক বলতে তো ফর্সা চকচকে এবং লাবণ্যময়ী ত্বককেই বোঝায়। আর এই ধরনের ত্বকের ইচ্ছা তো সবারই থাকে। নিজেকে সুন্দর ও আকর্ষণীয় দেখাতে কার না ভালো লাগে। আর এ জন্য মানুষ সবকিছু করতে রাজি থাকে।

ত্বক ফর্সা করার উপায়

হাজার হাজার টাকা এর  পিছনে মানুষ খরচ করে। প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে কসমেটিক সার্জারি বিভিন্ন ধরনের সার্জারির মাধ্যমে ত্বকের লাবণ্য ফিরিয়ে আনার চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করে।

যদিও জানে এই ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহারে খুব অল্প দিন পর্যন্ত নিজেকে সুন্দর দেখা যায়। এরপরে এর ফলাফল কিন্তু কমে যায়। তারপরেও মানুষ সব জেনে বুঝেও নিজেকে সাময়িক সুন্দর দেখানোর জন্য হলেও এ ধরনের কেমিক্যাল প্রোডাক্ট গুলো ব্যবহার করে থাকে।

Cucumber beauty girls

এসব কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার বাদ দিয়ে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আমরা সবচেয়ে সুন্দর চকচকে ও লাবণ্যময়ী ত্বক পেতে আজ আপনাদের সাথে শেয়ার করব শশার অসাধারণ কিছু ফেইসপ্যাক।  

চকচকে ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে শশার দারুন সব ফেইসপ্যাকঃ

  • প্রাকৃতিক উপকরণ এর সমন্বয়ে শশার বিভিন্ন ধরনের ব্যবহার এর মাধ্যমে দীর্ঘস্থায়ীভাবে আমরা আমাদের ত্বকের যত্ন নিতে পারি।  এবং ত্বক চকচকে ও ফর্সা করে তুলতে পারি।
ত্বকের কালো দাগ দূর করতে শসা
ত্বকের কালো দাগ দূর করতে শসা

তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক, শশার বিভিন্ন ধরনের প্যাকের মিশ্রণে কিভাবে আমরা আমাদের ত্বককে চকচকে ফর্সা ও উজ্জ্বল করে তুলতে পারি।

১। চকচকে ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে শসার সাথে ডিমের প্যাকঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে………

  • ২ টেবিল চামচ শশার রস।
চুল ঘন করার সবচেয়ে বেশি কার্যকরী উপায়
  • ১ টি ডিম।

যেভাবে প্যাকটি তৈরি ব্যবহার করবেনঃ

  • প্রথমে একটি বাটিতে ডিমের হলুদ অংশ না নিয়ে শুধু সাদা অংশটি নিবেন। তার সাথে শশার রস মিক্স করে নিবেন।
  • ভালোমতো মিশ্রণটি তৈরি হয়ে গেলে আমাদেরকে এই মিশ্রণটি ত্বকে লাগাতে হবে।
  • বন্ধুরা ২০ মিনিট পর্যন্ত সময় নিয়ে এই প্যাকটি ত্বকের উপর লাগালে আমাদের ত্বক থেকে বিভিন্ন ধরনের দাগ ছোপ দূর হয়ে যাবে।
  • সাথেসাথে ত্বকের প্রাকৃতিক লাবণ্যতা ফিরিয়ে নিয়ে আসবে।
  • শশার এই প্যাকটি কিন্তু আমাদের ত্বকে একটি কচি কচি ভাব নিয়ে আসতে সহায়তা করে।

২। চকচকে ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে শশার সাথে গাজরের ফেইসপ্যাকঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে………

  • ২ টেবিল চামচ শশার পেস্ট।
  • ২ টেবিল চামচ গাজরের পেস্ট।
মুলতানি মাটি চেনার উপায়
  • ২ টেবিল চামচ মুলতানি মাটি।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • সবগুলো উপকরণ একসাথে যোগ করে নিয়ে আমাদেরকে এই প্যাক টি আমাদের ত্বকে লাগাতে হবে।
  • চকচকে ফর্সা ত্বক পেতে শশার এই প্যাকটি আমাদের ত্বকেরমেলানিন এর উৎপাদন কমিয়ে দেয়। আর ত্বকে মেলানিন এর উৎপাদন কমে গেলে আমাদের ত্বক কিন্তু অনেক ফর্সা হয়ে যায়।

৩। মাত্র ৩ দিনে ত্বক ফর্সা ও চকচকে করতে শশার সাথে এলোভেরা জেল এর ফেইসপ্যাকঃ

এই প্যাকটি তৈরি করতে শশার পাশাপাশি আর যেই সকল উপকরণ আপনাদের লাগবে………

  • ২ টেবিল চামচ শশার পেস্ট।
  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
এলোভেরা জেল এর ফেইসপ্যাক
  • ১ চা চামচ কফি পাউডার।

ব্যবহার পদ্ধতিঃ

  • এই তিনটি উপকরণ একসাথে ভালোমতো ব্লেন্ডার করে নিবেন। এরপর এই প্যাকটি আমরা যদি আমাদের ত্বকের উপর লাগাতে পারি, তাহলে আমাদের ত্বক কিন্তু অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও চকচকে হয়ে যাবে।

৪। ত্বক ফর্সা ও চকচকে করতে শশার সাথে টমেটোর ফেইসপ্যাকঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ শশার পেস্ট।
ট্মেটোর ফেসপ্যাক
  • ২ টেবিল চামচ পাকা টমেটোর পেস্ট।
  • ১ টেবিল চামচ গুল আলুর পেস্ট।
মুখের দাগ দূর করার উপায়,
  • ২ চা চামচ টকদই।

যেভাবে ব্যবহার করবেনঃ

ত্বক ফর্সা করার রেমেড়ি
  • সব গুলো উপকরন একসাথে মিক্স করে ভালো মতো করে আমরা যদি আমাদের ত্বকে লাগায় এবং ২০ মিনিট পরে ধুয়ে ফেলবেন ।
  • তাহলে আমাদের ত্বক কিন্তু নতুনত্ব ফিরে পাবে।
  • শশার এই ফেইসপ্যাকের মাধ্যমে ত্বক থেকে বিভিন্ন ধরনের মৃতকোষ চলে যাবে এবং ত্বকে রক্ত সঞ্চালন অনেক গুণে বেড়ে গিয়ে আমাদের ত্বককে সুন্দর ও মোলায়েম করে দিবে।

মাত্র ৩ দিনে ফর্সা চকচকে ও উজ্জ্বল ত্বক পেতে উপরে আপনাদের সাথে শশার যে ফেইসপ্যাক গুলো শেয়ার করলাম প্রত্যেকে আলাদা আলাদা ভাবে আমাদের ত্বক কে উজ্জ্বল করার কাজ করে থাকে।

তাই আপনার হাতের কাছেই যখন যেই উপকরণগুলো থাকবে তা দিয়ে আপনারা পছন্দমত যেকোনো একটি প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। তাহলে ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্য নিয়ে আর চিন্তিত না হয়ে আমাদের দেওয়া শশার এই প্যাকগুলো নিয়মিত ব্যবহার করুন। আর দেখুন কতটা সুন্দর লাবণ্যময়ী আপনি হয়ে উঠেছেন।