মাত্র ২ দিনে স্থায়ীভাবে ত্বক ফর্সা করবে টমেটোর ফেসপ্যাক । টমেটো দিয়ে কালো ত্বক ফর্সা করে নিন

আপনাকে দেখে একপলকে যাতে আপনার উপর ক্রাশ খায় অথবা আপনার সৌন্দর্য দেখে অন্যজন যেন অভিভূত হয়ে যায়, এটা আমদের সবারই অন্তরের একটি বাসনা।

টমেটোর সেরা ফেইসপ্যাক

আর এ কারণে বিভিন্ন ধরনের প্রসাধনী ও বিভিন্ন ধরনের রূপচর্চা ব্যবহার করে থাকি,আর এই সৌন্দর্য আমাদের তখনই অন্যজনকে আকৃষ্ট করতে পারে যখন আমাদের চেহারা অনেক বেশি সুন্দর লাবণ্যময়ী ও উজ্জ্বল থাকে।

ত্বক ফর্সা করতে টমেটোর ফেইসপ্যাক

বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহারের ফলে আমাদের যে বাড়তি সৌন্দর্য আমরা ফুটিয়ে তুলি তা কিন্তু অনেকটা আর্টিফিশিয়াল। আমরা যদি নিজেদেরকে প্রাকৃতিক ভাবে সুন্দর ও লাবণ্যময় করে তুলতে চাই এবং হারিয়ে যাওয়া মাধুরয্যতা ফিরে পেতে চায়, তাহলে সম্পূর্ণ ঘরোয়া ভাবে ত্বকের যত্ন নেওয়া উচিত।

ত্বক ফর্সা করতে টমেটোর ফেইসপ্যাক

তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি টমেটোর ফেসপ্যাক যা ত্বককে প্রাকৃতিক ভাবে সুন্দর উজ্জ্বল ও লাবণ্যময় করে তুলতে। যা কালো ত্বক ফর্সা করতে আপনার ত্বকে ম্যাজিকের মত কাজ করবে।

চলুন দেখে নিই

মাত্র ২ দিনে স্থায়ীভাবে ত্বক ফর্সা করবে টমেটোর ফেসপ্যাক

টমেটোর ফেসপ্যাকঃ -১

প্রথমে টমেটোর যে প্যাকটি আপনাদের সাথে শেয়ার করব এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

ত্বক ফর্সা করতে টমেটোর ফেইসপ্যাক
  • ২ টেবিল চামচ পাকা টমেটোর পেস্ট।
ত্বক ফর্সা করতে আলু
  • ২ টেবিল চামচ গোল আলুর পেস্ট
  • ২ চা চামচ মধু।
ত্বকের কালো দাগ দূর করার উপায়
  • ১ চামচ ময়দা

ব্যবহার করবেন যেভাবেঃ

ধাপঃ

  • ১. টমেটো ও আলুর পেষ্ট করে নিন। ( শীলনোড়া অথবা ব্লান্ডার যে কোন একটি ব্যবহার করতে পারেন পেষ্ট তৈরী করার জন্য) । টমেটো ও আলুর পেষ্ট আলাদা আলাদা ভাবে তৈরি করবেন ।
  • ২. ১ টি পরিস্কার বাটিতে ১ টেবিল চামচ টমেটো পেষ্ট, গোল আলুর পেস্ট,মধু ও ময়দা নিয়ে সবগুলো উপাদান একসাথে ভাল করে মেশান।
  • ৩. মিশ্রণটি সারা মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন।
  • ৪. ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২। অল্প সময়ে ত্বকের হারিয়ে যাওয়া মাধুরয্যতা ফিরিয়ে আনতে টমেটোর সাথে গাজরের ব্যবহারঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ পাকা টমেটোর পেস্ট
ত্বক ফর্সা করার উপায়
  • ২ টেবিল চামচ চালের গুড়া
  • ২ চামচ শশার পেস্ট
মুখের দাগ দূর করার উপায়,
  • ২ চামচ টকদই

ব্যবহার প্রণালিঃ

  • বিচি ফেলে দিয়ে টমেটোর খোসা নিয়ে পেষ্ট তৈরী করে ২ টেবিল চামচ টমেটোর পেষ্ট , চালের গুড়া , শশার পেস্ট ও টকদই পরিস্কার বাটিতে নিন।
  • এবার উপাদান গুলো খুব ভাল করে মিশিয়ে নিন.
  • এরপর মিশ্রণটি ঠোঁট ও চোখ ব্যতিত সারা মুখে লাগান। এটি লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন।
মেছতার দাগ দূর করার উপায়
  • ১৫ মিনিট পর পরিস্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

নোটঃ

  •  সপ্তাহে ৩ বার ব্যবহার করুন।

সব ধরণের ত্বকের জন্য উপকারী ।

মুখের দাগ দূর করার উপায়

তাহলে বন্ধুরা, আর ত্বক ফর্সা উজ্জ্বল ও চকচকে করতে চিন্তিত না হয়ে  ঘরোয়া পদ্ধতিতে টমেটোর এই প্যাকগুলো ব্যবহার করে ফেলুন।  আপনারা ১০০% কার্যকরী ফলাফল পেয়ে যাবেন। নিয়মিতভাবে এবং যথাযথ পদ্ধতি অনুসরণ করে এই প্যাকগুলো ব্যবহার করে ফেলুন।