চুলের যত্নে এলোভেরা জেলের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, কিন্তু এলোভেরার তেল এ শব্দটির সাথে নিশ্চয়ই আপনারা খুব পরিচিত নন।
বন্ধুরা চুলের যত্নে এলোভেরা কতটা কার্যকরী তা আমরা সবাই জানি। কিন্তু এলোভেরার তেল এর চেয়ে হাজারগুণ কার্যকরী ভূমিকা রাখতে পারে সে সম্পর্কে আমি নিশ্চিত আপনাদের কোনো ধারনাই নেই।
বন্ধুরা চুলের যত্নে এলোভেরার তেল কিভাবে কাজ করে তা জানার আগে আপনাদেরকে জানতে হবে এলোভেরার তেল কিভাবে তৈরি করে।
যেমনটা আপনারা সরাসরি প্রকৃতি থেকে এলোভেরা জেল পেয়ে যান , সেটা কিন্তু এলোভেরা তেলের বেলায় সম্পূর্ণটা হয় না, কারণ এলোভেরা তেল কিন্তু সরাসরি প্রকৃতিতে পাওয়া যায় না বরং নিজেদের ঘরে বসে করে নিতে হয়।
চলুন জেনে নিই
ছোট চুল লম্বা করতে এলোভেরার তেল কিভাবে বানাবেনঃ
এলোভেরার তেল তৈরির উপকরণঃ
- ২টি ফ্রেশ এলোভেরার পাতা
- ৪ টি বড় সাইজের পেঁয়াজ
- ৩০০ মিলিলিটার নারিকেল তেল
এলোভেরার তেল যেভাবে তৈরি করে নিবেনঃ
- প্রথমে এলোভেরার পাতা ও পেঁয়াজ টুকরো করে কেটে নিতে হবে ।
- এলোভেরার পাতা ও পেঁয়াজ টুকরো করে কাটার পর একটি ৩০০ মিলিলিটার নারিকেল তেল ঢেলে চুলায় বসিয়ে দিতে হবে।
- চুলার আঁচ মাঝারি করে রেখে তেল গরম করে নিতে হবে।
- তেল গরম হয়ে এলে টুকরো করা এলোভেরার পাতা ও পেঁয়াজ ঢেলে দিতে হবে এবং যতক্ষণ না বাদামী রং ধারণ করে ততক্ষণ চুলায় রেখে দিতে হবে।
- এরপর তেল যখন বাদামী রং ধারণ করবে তখন চুলা বন্ধ করে তেল ঠান্ডা হতে দিন ।
- এরপর মিশ্রণটি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি কাঁচের বোতলে তেল সংরক্ষণ রেখে দিন ।
যেভাবে ব্যবহার করবেনঃ
তেল মাথার তালু মধ্যে ১০ মিনিট ম্যাসাজ করুন । এটি চুলের আগায়ও লাগাবেন ।
১০ মিনিট পর তেল চুলের মধ্যে ১ ঘন্টা রেখে দিন ।
১ ঘন্টা পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ।
নোটঃ
- এই মিশ্রণটি যদি আপনারা নিয়মিতভাবে অন্ততপক্ষে সপ্তাহে তিনবার ব্যবহার করেন তাহলে আপনাদের চুলের সব ধরনের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। চুল লম্বা হবে, পাশাপাশি চুলের গোড়া শক্ত হবে, চুল কালো রঙের হয়ে যাবে এবং অপুষ্টি জনিত কোন সমস্যা থাকলে তা চির বিদায় নেবে।
- বন্ধুরা ভালো মতো করে মিশ্রণটি আপনারা সংরক্ষন করতে পারলে ৩ মাস পর্যন্ত মিশ্রণটি আপনার সংরক্ষণে থাকবে এবং নিয়মিত এলোভেরার তেলটি ব্যবহার করতে পারবেন ।
- এই প্যাকটি জাদুর মত কাজ করবে আপনাদের মাথার চুল এত দ্রুত বৃদ্ধি পাবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না।
তাহলে বন্ধুরা, চুলের যত্নে আর চিন্তিত না হয়ে আর চুল কেন লম্বা হচ্ছে না সেই চিন্তায় ঘুম হারাম না করে আমাদের দেওয়া আজকের এই এলোভেরার তেল আপনারা ঘরে বসে তৈরি করে ফেলুন এবং নিয়মিত ব্যবহার করার চেষ্টা করুন।
আপনারা বিশ্বাস করতে পারবেন না এই এলোভেরার তেল এর মাধ্যমে আপনাদের ছোট চুল কতটুকু লম্বা হতে পারে ।
তাই নিয়মিতভাবে এগুলো ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন আর নিজের ইচ্ছার উপর চুলের লম্বা হওয়া ছেড়ে দিন। যতটুকু ইচ্ছে ততটুকুই চুলকে লম্বা করে ফেলুন।
ধন্যবাদ।