আমরা চাই বিভিন্নভাবে বা যেকোনো মূল্যে আমাদের ত্বক থেকে বিভিন্ন ধরনের দাগ দূর করে নিজেকে আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তুলতে।
আমরা নিজেদেরকে যতটা সুন্দর দেখতে চাই তার চেয়ে বেশি আমরা চেষ্টা করি অন্যদের চোখে নিজেদেরকে আকর্ষণীয় করে তুলতে। অনেকে চেষ্টা করেন তাদের সুন্দর চেহারার মাধ্যমে অন্যদেরকে ঘায়েল করতে। আর এটা তখনই সম্ভব হয় যখন একটি চেহারা একেবারে দাগহীন এবং অনেক বেশি লাবণ্যময়ী হয়।
আর সেই লাবণ্যময়ী ত্বক পেতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর করে ত্বককে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে টমেটোর ফেসপ্যাক।
আপনারা যদি সঠিক নিয়ম মেনে এই ফেসপ্যাক গুলো ব্যবহার করেন তাহলে আপনারা গ্লাস স্কিন ত্বক পাবেন ।
চলুন গ্লাস স্কিন ত্বক পেতে টমেটোকে কিভাবে এপ্লাই করব তা জেনে নিই।
3 দিনের দাগ মুক্ত দুধের মত ফর্সা ও গ্লাস স্কিন ত্বক পেতে টমেটোর ফেসপ্যাকঃ
টমেটোর এই ফেসপ্যাক দুটি স্টেপে এপ্লাই করতে হবে ।
স্টেপ-১
যে সকল উপকরণ লাগবে
- ১ টি পাকা এবং তাজা টমেটো
- ২ চামচ চালের গুড়া
যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ
- প্রথমে টমেটোকে ২ টুকরো করে কটে নিন ।
- তারপর টমেটোর টুকরোর মধ্যে চালের গুড়া লাগিয়ে ত্বকের মধ্যে ৫ মিনিট স্ক্রাব করুণ । স্ক্রাব করার সময় টমেটো চাপ দিয়ে দিয়ে স্ক্রাব করবেন যেন টমেটোর ভিতরের রস বের হয়ে আসে।
- এইভাবে ৫ মিনিট স্ক্রাব করার পর এটি ত্বকের মধ্যে ১০ মিনিট রেখে দিন ।
- ১০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ।
স্টেপ-২
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে
- ১ টি পাকা এবং তাজা টমেটো
- ২ চা চামচ চিনি,
- ২ টেবিল চামচ ময়দা
- ১ চা চামচ অলিভ অয়েল,
যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ
টমেটোটিকে পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে বেটে নিন। ব্লান্ডার থাকলে ব্লেন্ড করে নিতে পারেন ।
একটি পরিস্কার বাটিতে ১ টেবিল চামচ টমেটো পেষ্ট,২ চা চামচ চিনি, ২ টেবিল চামচ ময়দা ও১ চা চামচ অলিভ অয়েল নিয়ে সবগুলো উপাদান একসাথে ভাল করে মেশান।
মিশ্রণটি সারা মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন।
২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ত্বককে গ্লাস স্কিন করার সাথে সাথে এটি ত্বকের অন্যান্য সে সকল সমস্যার সমধান করবেঃ
এই প্যাকটি ব্যবহার করলে আপনার মুখ থেকে ছোট ছোট বিচির দাগ দূর হয়ে যাবে ।
পাশাপাশি ত্বকের রোদে পোড়া দাগ দূর করে ত্বককে অনেক বেশি আকর্ষণীয় করে তোলবে ।
আমাদের ত্বক থেকে যেকোনো ধরনের দাগ দূর হয়ে যাবে পাশাপাশি রোদেপোড়া কিন্তু একেবারে বিদায় হবে।
চোখের নিচের কালো দাগ দূর করবে,
ত্বকের বলি রেখার দাগ, বয়সের ছাপ দূর করবে।
নোটঃ
যাদের ত্বক তৈলাক্ত তারা অলিভ অয়েলের পরিবর্তে
লেবুর রস ব্যবহার করুন ।
উপরে টমেটোর যে প্যাকটি আজ আপনাদের সাথে শেয়ার করলাম এটি এত বেশি কার্যকরী হবে যে আপনাদের ত্বক একেবারে দাগহীন হয়ে যাবে।
তাহলে বন্ধুরা, আর দেরি না করে ত্বককে গ্লাস স্কিন করতে টমেটোর এই প্যাক যথাযথ নিয়ম এবং যথাযথ উপকরণ এর মাধ্যমে ব্যবহার করুন।