মাত্র ১০ মিনিটে গরমে দাগহীন,ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে এই উপায় ব্যবহার করুণ

গরম মানেই ত্বকের ওপর আলাদা একটি টর্চার। কারণ এই গরমে বাতাসের আদ্রতা অনেক কম থাকে। ধুলোবালি নিত্যদিনের সঙ্গী। এর পাশাপাশি অতিরিক্ত মাত্রায় গরমের কারণে দুর্গন্ধ বিভিন্ন অ্যালার্জিজনিত সমস্যা এবং ত্বকে বিভিন্ন ধরনের ব্রণ বেড়ে যায়।

দাগহীন,ফর্সা ও উজ্জ্বল ত্বক মাত্র ১০ মিনিটে

আর রোদে পোড়া দাগ না হলে যেন চলে না। বন্ধুরা, সব সমস্যার মধ্য দিয়ে ত্বককে সুস্থ রাখতে আমাদের দরকার ত্বকের সঠিক পরিচর্যা করা এবং ত্বককে তার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য ত্বকের বাড়তি যত্ন নেওয়া।

দাগহীন,ফর্সা ও উজ্জ্বল ত্বক পাবার উপায়

কিন্ত ব্যস্ত জীবনে তো সবকিছু মেনটেইন করে ত্বককে ঠিক রাখা সম্ভব হয়ে উঠে না। যার কারণে আমাদের ত্বক অনেক বেশি রাফ হয়ে যায় এই গরমের দিনে।

তাই গরমের দিনে আপনারা যাতে এই ধরনের সমস্যায় আক্রান্ত না হোন সে জন্য আমরা নিয়ে এসেছি অল্প সময়ে গরমের দিনে ত্বক ফর্সা ও উজ্জ্বল দেখাতে প্রাকৃতিক সব উপকরণের সমন্বয়ে দারুন দারুন কিছু টিপস এবং ফেইসপ্যাক।

ত্বকের দাগ দূর করার রেমেড়ি

যদি আমদের নিয়ম অনুসারে আপনারা এই টিপস গুলো মেনে চলেন তাহলে গরমের দিনে মাত্র ১০ মিনিটে ত্বকের সমস্যা ভুলে যেতে পারবেন।

গরমের দিনে ত্বকের যত্ন নিতে সহজ কিছু উপায়ঃ

১। গরমের দিনে মাত্র ১০ মিনিটে ত্বক কে ফর্সা ও উজ্জ্বল দেখাতে পাকা টোমেটো ও এলোভেরার ফেইসপ্যাকঃ

  • এই প্যাকটি ব্যবহারের মাধ্যমে ত্বকের কালো দাগ দূর হয়ে গিয়ে ত্বক ফর্সা হয়ে যাবে। 
  • গরমের দিনে আমরা বের হলে গরমের তীব্র তাপে আমাদের ত্বক জ্বলে যায়। অতিবেগুনি রশ্মি আমাদের শরীরে এসে ত্বকের ক্ষতি করতে চায়। আর ত্বক এই রশ্মিকে বাধা দেওয়ার জন্য মেলানিন নামক উপাদান তৈরি করে। আর মেলানিন যত বেশি উৎপাদন হয় ততবেশি ত্বক কালো হয়ে যায়।
ত্বক ফর্সা করার উপায়
  • এই সমস্যার সমাধান করতে ১০ মিনিটের চমৎকার একটি প্যাক আজকে আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন প্রাকৃতিক ঘরোয়া উপকরণ এর মাধ্যমে। খুব সহজেই গরমের সব ধরনের সমস্যার সমাধান ঘটিয়ে ত্বকের পরিপূর্ণ যত্ন নেওয়া সম্ভব এই প্যাকটির মাধ্যমে।  

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

দাগহীন ত্বক পাবার উপায়
  • ১ টি পাকা টমেটোর পেস্ট।
  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ২ টেবিল চামচ মুলতানি মাটি।
দাগহীন ত্বক পাবার উপায়
  • ২ চা চামচ লেবুর রস।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • এই উপকরণগুলোর মিশ্রণ ঘটিয়ে আমরা ত্বকে ব্যবহার করলে ১০ মিনিটে আমাদের ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর হয়ে যাবে। এবং ত্বক অনেক বেশি ফর্সা হয়ে যাবে।  

গরমের দিনে ত্বকের কালো দাগ ১০ মিনিটে উজ্জ্বল ও ফর্সা ত্বক পেতে চা পাতার লিকার এইভাবে ব্যবহার করুনঃ

  • এই প্যাকটি ব্যবহার করলে আমাদের ত্বকে গরমের কারণে যে কালো দাগ সৃষ্টি হয়, আমাদের ঘাড়ে, বগলের নিচে, চোখের নিচে,  এসব কালো দাগ দূর হয়ে যাবে।
ব্রণ দূর করার উপায়
  • গরমের দিনে সরাসরি সূর্যের নিচে থাকলে অথবা অতিরিক্ত পরিমাণে ফিটিংস জামা পড়লে তার ঘর্ষণে আমাদের বিভিন্ন অংশে কালো দাগের সৃষ্টি হয় যা আমাদের সৌন্দর্যকে ব্যাঘাত ঘটায়। তাই নিচে দেওয়া এই প্যাকটি ব্যবহার করলে খুব সহজেই আপনি আপনার ত্বক থেকে বিভিন্ন ধরনের কালো দাগ দূর করতে পারবেন।  

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ চা চামচ কফি পাউডার,
দাগহীন,ফর্সা ও উজ্জ্বল ত্বক মাত্র ১০ মিনিটে
  • ২ চামচ চা পাতার লিকার,

ব্যবহার করবেন যেভাবেঃ

  • উপকরণ গুলো একসাথে যোগ করে আমরা আমাদের ত্বকের দাগের উপর লাগালে আমাদের ত্বকের কালো দাগ খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে।

গরমের দিনে ত্বক থেকে ধুলোবালি দূর করতে শশার রসের সাথে গাজরের পেস্টঃ

  • ধুলোবালি থেকে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। কারণ ধুলোবালি জীবাণুর খাদ্য হিসাবে যেন যোগান দেয়।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

দাগহীন,ফর্সা ও উজ্জ্বল ত্বক মাত্র ১০ মিনিটে
  • ২ টেবিল চামচ পাকা পেঁপের পেস্ট,
  • ২ টেবিল চামচ গাজরের পেস্ট,
ত্বকের কালো দাগ দূর করার উপায়
  • ২ টেবিল চামচ শশার রস,

যেভাবে ব্যবহার করবেনঃ

  • সব গুলো উপকরণ একসাথে মিক্স করে ত্বকে লাগালে ত্বকে বিভিন্ন ধরনের ধুলোবালি দূর হয়ে যাবে। এবং আমাদের ত্বক অনেক বেশি ফর্সা এবং ময়লা ও ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা পাবে।
  • আর এই পরিচর্চা টি মাত্র ১০ মিনিটে আমাদের ত্বক থেকে আমাদের এই সমস্যা দূর করবে।
  • গরমের দিনে আমরা যদি আমাদের ত্বককে অনেক বেশি ঠান্ডা রাখতে চায় পাশাপাশি সব ধরনের সমস্যা থেকে দূরে রাখতে চায় তাহলে যে কাজটি করতে হবে তা হলো অ্যালোভেরা মিশিয়ে ফ্রিজে আমরা বসিয়ে রেখে সংরক্ষণ করতে পারি ।
ত্বকের কালো দাগ দূর করার উপায়
  • এবং প্রতিদিন একটা করে আইসবার্গ ব্যবহার করলে আমাদের ত্বক থেকে সব ধরনের ধুলো ময়লা দূর হয়ে যাবে এবং গরমের কারণে যে ধরনের সমস্যা আমাদের ত্বক সাধারণত ফেইস করে তা দূর হয়ে যাবে।

আমরা আশা করব গরমের দিনে ত্বকের ওপর বাড়তি উপদ্রব নিয়ে আর চিন্তিত না হয়ে আমাদের টিপসগুলো আপনারা যথাযথভাবে অনুসরণ করবেন এবং ব্যবহার করবেন এবং ফলাফল অবশ্যই আপনাদের আশা অনুরূপ হবে।