সাধারণত যে ত্বক অতিরিক্ত তেল চিক চিকে ভাবের হয় তাকেই আমরা তৈলাক্ত ত্বক বলে থাকি। তৈলাক্ত ত্বকের ত্বক তৈলাক্ত হওয়ার কারণে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন অতিরিক্ত ধুলাবালি, ময়লা ত্বকে আটকে গিয়ে আটকে যায়। তৈলাক্ত ত্বকে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে অতিরিক্ত ব্রণ প্রবণতা এবং ব্রণের দাগ। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা তৈলাক্ত ত্বকের অধিকারী এবং ব্রণ সমস্যার সমাধান খুঁজছেন। অনেকেই আবার বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করছেন কিন্তু তাতে কোন লাভ পাচ্ছেন না। বরং নিজের অজান্তেই নিজেদের ত্বকের ক্ষতি করে আসছেন। তাই আমাদের এই আলোচনাটি সাজিয়েছি কিভাবে সম্মান ও প্রাকৃতিক উপায়ে তৈলাক্ত ত্বকের ব্রণ সমস্যার সমাধান করা যায় তার বিস্তারিত আলোচনা নিয়ে। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান এলোভেরাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট সহ ব্রণ নির্মূল এর অত্যন্ত কার্যকরী কিছু উপাদান । যা আমাদের তৈলাক্ত ত্বক থেকে দ্রুত সময়ে ব্রণ দূর করবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক দ্রুত সময়ে মাত্র 7 দিনে মুখের ব্রণ দূর করতে এলোভেরার অত্যন্ত সেরা কিছু ফেসপ্যাক।
মাত্র 7 দিনে তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করতে এলোভেরার সেরা ফেসপ্যাক সমূহঃ
অ্যালোভেরা এবং মুলতানি মাটিঃ
তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার জন্য অ্যালোভেরা ফেসপ্যাক টি অত্যন্ত কার্যকরী।
2 চা চামচ অ্যালোভেরার জেল 2 চা চামচ মুলতানি মাটি তিন থেকে চার ফোঁটা লেবুর রস এবং পরিমাণমতো গোলাপজল একটি পরিষ্কার পাত্রে নিন। তার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন এলোভেরার ফেস প্যাক টি।
পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
তোলা বা মুখের সাহায্যে অ্যালোভেরার ফেসপ্যাক টি সম্পূর্ণ মুখে ভালভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।
শুকানোর জন্য 20 থেকে 25 মিনিট সময় দিন।
মিশ্রণ টি সম্পূর্ণ শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ পরিষ্কার করে নিন।
উপকারিতাঃ
মিশ্রণটিতে বিদ্যমান অ্যালোভেরার জেল এবং মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেবে।
ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখবে।
যার ফলে ব্রণ সম্পূর্ণরূপে দ্রুত সময়ে দূর হবে।
লেবুর রস ত্বকে বিভিন্ন ধরনের দাগ এবং ব্রণেরদাগ সম্পূর্ণরূপে দূর করবে।
ত্বক কে ব্রণ মুক্ত উজ্জ্বল ফর্সা এবং আকর্ষণীয় করে তুলবে।
অ্যালোভেরা এবং বেসনঃ
2 চা চামচ অ্যালোভেরার জেল 2 চা চামচ বেসন সাথে পরিমাণমতো গোলাপজল একটি পরিস্কার পাত্রে নিন।
এবার উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন ব্রণ দূর করতে অত্যন্ত কার্যকরী অ্যালোভেরার ফেসপ্যাক টি।
পরিষ্কার মুখে তোলার অথবা ব্রাশের সাহায্যে মিশ্রণটি ভালোভাবে মুখে স্ক্রাব করে লাগিয়ে নিন।
এভাবে 3 থেকে 5 মিনিট ক্রাব করার পর 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন।
তারপর কুসুম গরম পানিতে তুলা ভিজিয়ে ঘষে ঘষে মিশ্রণটি তুলে নিন।
পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন।
উপকারিতাঃ
তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখবে।
অ্যালোভেরায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের ব্রণ সম্পূর্ণরুপে দূর করবে।
ত্বক কে সতেজ কোমল এবং মসৃণ করে তুলবে।
ওকে গভীর থেকে উজ্জ্বল ফর্সা ও আকর্ষণীয় করে তুলবে।
অ্যালোভেরা এবং চন্দন পাউডারঃ
মাত্র 7 দিনে তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করতে এলোভেরার এই ফেসপ্যাকটি অত্যন্ত কার্যকরী।
2 চা চামচ এলোভেরা জেল 2 চা চামচ চন্দন পাউডার 2 চা চামচ টক দই ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন অ্যালোভেরার ফেসপ্যাক টি।
পরিষ্কার মুখের সম্পূর্ণ মিশ্রণটি তুলা অথবা মুখের ব্রাশের সাহায্যে ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।
প্রথমে ক্লক এবং তারপর এন্টি ক্লক স্টাইলে ঘুরিয়ে ঘুরিয়ে ভালভাবে মাসাজ করুন 3 থেকে 5 মিনিট।
এরপর 25 থেকে 30 মিনিট ভালোভাবে শুকানোর জন্য সময় দিন।
তারপর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।
উপকারিতাঃ
ত্বক গভীর থেকে উজ্জ্বল এবং ফর্সা হয়ে উঠবে।
অতি দ্রুত ব্রণ দূর হবে।
ত্বকের বলিরেখা দূর হবে।
বিভিন্ন ধরনের দাগ ব্রণের দাগ সম্পূর্ণরূপে দূর হবে।
ত্বক কে করে তুলবে সতেজ, কোমল এবং মসৃণ।
অ্যালোভেরা এবং চালের গুড়াঃ
2 চা চামচ এলোভেরা জেল দুই চা চামচ চালের গুঁড়া এবং ২ চা চামচ কাঁচা হলুদের গুঁড়া একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করতে অত্যন্ত কার্যকরী অ্যালোভেরার ফেসপ্যাক টি।
ত্বকে ব্যবহারের জন্য উপরে উল্লেখিত ব্যবহার পদ্ধতি গুলো অনুসরন করুনঃ
উপকারিতাঃ
ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করবে।
ব্রণ দূর করবে।
ব্রণের দাগ সহ বিভিন্ন ধরনের দাগ দূর করবেন।
ত্বক কে অতিমাত্রায় ফর্সা এবং উজ্জ্বল করে তুলবে।
ত্বকের buy real stanozolol যৌবন ধরে রাখবে।
অ্যালোভেরা এবং বিটরুটঃ
2 চা চামচ এলোভেরা জেল 2 চা চামচ বিটরুট এর রস আধা চা চামচ মধু এবং 1 চা চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন এলোভেরার ফেস প্যাক টি।
পরিষ্কার মুখে সম্পূর্ণ মিশ্রণটি ভালভাবে মাসাজ করে লাগিয়ে নিন।
3 থেকে 5 মিনিট ম্যাসাজ করে 25 থেকে 30 মিনিট অপেক্ষা করুন।
তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
উপকারিতাঃ
ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমূহ দূর করবে।
ত্বকের কোষ সমূহ সতেজ এবং সজীব রাখবে।
ব্রণ এবং ব্রণের দাগ সম্পূর্ণরূপে দূর করবে।
ত্বক কে গভীর থেকে উজ্জ্বল এবং ফর্সা করে তুলবে।
ত্বক থেকে বিভিন্ন ধরনের দাগ, বলিরেখা, কালো ছোপ ছোপ দাগ সম্পূর্ণরূপে দূর করবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
অ্যালোভেরা অথবা অ্যালোভেরা ফেসপ্যাক এ ব্যবহৃত কোন উপাদান আপনার ত্বকের জন্য এলার্জিক হলে সেটি ব্যবহারে সম্পূর্ণ বিরত থাকুন।
অ্যালোভেরা ফেসপ্যাক মুখে লাগিয়ে রোদে, গরম স্থানে এবং ধুলাবালিতে যাবেন না।
অপ্রাপ্তবয়স্কদের ত্বকে অ্যালোভেরা ফেসপ্যাক ব্যবহার করা থেকে বিরত থাখুন।
অ্যালোভেরা ফেসপ্যাক তৈরি করে তা সংরক্ষন করে ব্যবহার করবেন না। তৈরি করেই ব্যবহার করে নিন।
দ্রুত সময়ে তেলাক্ত ত্বকের ব্রণ দূর করতে সপ্তাহে অন্তত দুবার অ্যালোভেরা ফেসপ্যাক আপনার তৈলাক্ত ত্বকে ব্যবহার করুন।
শুধুমাত্র ব্রণ এবং ত্বক ফর্সাকারী উপাদান হিসেবেই নয় অ্যালোভেরার জেল আমাদের স্কিন কেয়ার হিসেবেও ব্যবহৃত হয়। বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ থেকে মুক্তির জন্য অ্যালোভেরার জেল অত্যন্ত কার্যকরী। তাই ব্রণমুক্ত, উজ্জ্বল এবং ফর্সা ত্বক পেতে দ্রুত সময়ে ব্রণ দূর করতে আমাদের নির্দেশিত পন্থা সমূহ অনুসরণ করুন। মাত্র 7 দিনে তৈলাক্ত ত্বকের ব্রণ সম্পূর্ণরূপে দূর করে হয়ে উঠুন আকর্ষণীয়, উজ্জ্বল, ফর্সা এবং মসৃণ ত্বকের অধিকারী।
ধন্যবাদ