আমরা সেই কাজটি করতে বেশি ভালোবাসি যে কাজের ফলাফল খুব দ্রুত আমরা পায়। অর্থাৎ হাতেনাতে কোন একটা ফলাফল চোখে দেখলে তখনই আমরা বিশ্বাস করি এবং তখন সে কাজটি করার আগ্রহ আমাদের জন্মে যায়। ধৈর্য ধরে দীর্ঘদিন ব্যবহারের পর কোন ফলাফল পাব সেই আশায় কোন কাজ করতে আমাদের তেমন ভালো লাগে না। আমরা যদি হাতেনাতে তার ফলাফল পেয়ে যায় তা করতে আমাদের আগ্রহটা দ্বিগুণ হয়ে যায়। তাই আজ আপনাদের ত্বক ফর্সা করার জন্য এমন একটি উপায় আপনাদের সাথে শেয়ার করব যে প্যাকটি ব্যবহারে মাত্র ১ দিনে আপনার ত্বক ফর্সা হবার ফলাফল টি হাতের কাছে পাবেন। আর পরবর্তীতে এই প্যাক টি ব্যবহার করতে আপনাকে আর বলা লাগবে না আপনি নিজ থেকেই এটি ব্যবহারে মরিয়া হয়ে উঠবেন। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক ১ দিনে কিভাবে আপনি আপনার ত্বককে উজ্জ্বল চকচকে ফর্সা করে ফেলতে পারেন।
মাত্র ১ দিনে ত্বক ফর্সা করার উপায়ঃ
- মাত্র ১ দিনে ত্বক ফর্সা করতে এই উপায়ে আমাদের কাজ করতে হবে ঠিক যেমন টা আমি বলব।
- এই প্যাকটি তৈরি করতে আমাদেরকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। ধাপ গুলো নিন্মরুপ………
১ম ধাপঃ
প্রথমে যে কাজটি করতে হবে তা হলো আমাদের ত্বক ভালো মতো পরিষ্কার করতে হবে। এই কাজটি করতে যে সকল উপকরণ দরকার হবে………
- ১ টি পাকা টমেটো,
- ২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা,
- ১ টি লেবু,
ব্যবহার করবেন যেভাবেঃ
- লেবু ছাড়া বাকি উপকরণগুলো একসাথে ব্লেন্ড করবেন এবং এরপর ২ টেবিল চামচ লেবুর রস মিক্স করবেন।
- এই উপকরণগুলো দিয়ে আমাদের মুখে স্ক্রাব এর কাজটি করে ফেলবেন। এতে করে আমাদের ত্বক থেকে বিভিন্ন ধরনের ধুলোবালি এবং ময়লার সাথে সাথে ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সংক্রমণ দূর হবে।
২য় ধাপঃ
- ত্বক ফর্সা করতে যে কাজটি এখন আপনাদের করতে হবে তা হল আমাদের ত্বককে টানটান করার জন্য আরেকটি প্যাক ব্যবহার করতে হবে।
এই প্যাকটি ব্যবহার করার জন্য নিচের উপকরণগুলো আমাদের হাতের কাছে থাকতে হবে…………
- ২ টেবিল চামচ শশার রস।
- ১ টি ডিম।
যেভাবে ব্যবহার করবেনঃ
- বন্ধুরা, শশা ও ডিমের মিশ্রণে যে প্যাকটি তৈরি হবে তা আমরা পুরো ত্বকে লাগিয়ে অন্ততপক্ষে ২০ মিনিট অপেক্ষা করবো।
- এর পরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে আমরা ধুয়ে ফেলব। এই প্যাকটি তৈরি বা ব্যবহারের পর আপনি দেখবেন আপনার ত্বক টানটান হয়ে গেছে।
- এই কাজটি করার পরে ৩০ মিনিট বিরতি দিয়ে আমাদের ৩য় ধাপ শুরু করতে হবে।
৩য় ধাপঃ
ত্বক ফর্সা করতে এই ধাপে যে কাজটি করতে হবে তা করতে যে সকল উপকরণ লাগবে………
- ১ টি পাকা টমেটো,
- ২ টেবিল চামচ গাজরের পেস্ট,
- ২ টেবিল চামচ গোলআলুর পেস্ট,
- ২ টেবিল চামচ বেসন বা চালের গুঁড়ো,
- ৩ টেবিল চামচ দুধ,
ব্যবহার পদ্ধতিঃ
- সব উপকরণ একসাথে যোগ করে দারুন একটি প্যাক তৈরি করে ফেলতে হবে।
- এরপর এই প্যাকটি আমাদের পুরো ত্বকের উপর লাগিয়ে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
- এটি সাথে অবশ্যই গরুর দুধ যোগ করতে হবে। কারণ গরুর দুধ না হয়ে অন্য কোন দুধ যদি আমরা ব্যবহার করি পাউডার বা বাজার থেকে কেনা কোন দুধ তাহলে আপনি ফলাফল টা ভাল পাবেন না। বলতে গেলে পুরো কার্যকারিতার ৩০% আপনি হারিয়ে ফেলবেন শুধু গরুর দুধ ব্যবহার না করলে।
- তাহলে বন্ধুরা বোঝাই যাচ্ছে এই প্যাকটির সাথে গরুর দুধের সম্পর্কটা কতটুকু। খাঁটি গরুর দুধ নেওয়ার চেষ্টা করবেন।
- এই প্যাকটি লাগিয়ে ২৫ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললে আপনার ত্বকে কতটা আমূল পরিবর্তন চলে আসবে তা আপনারা নিজের চোখেই দেখতে পাবেন।
নোটঃ সপ্তাহে তিনবারের বেশি এই প্যাকটি ব্যবহার করবেন না। কারণ এই প্যাকটির কার্যকারিতা একবার ব্যবহারের ফলে তিনদিন পর্যন্ত থাকে। তাই অন্ততপক্ষে দুইবার এটি সপ্তাহে ব্যবহার করবেন।
মাত্র ১ বার ব্যবহারে ত্বক থেকে আপনি আপনার প্রত্যাশার চেয়ে ভাল ফলাফল পাবেন যদি সঠীক নিয়ম মেনে আপনারা এই উপায় গুলো মানেন।
তাই ত্বকের যত্নে ত্বক ফর্সা করতে, উজ্জ্বল দেখাতে, আর চিন্তিত না হয়ে এই প্যাকটি একবার ব্যবহার করে আপনি ট্রায়েল টা দিয়ে দেন। কারণ ১ বার ব্যবহারে যে পরিবর্তন আপনি চোখে দেখবেন এর পরে এই প্যাকটি ব্যবহার করতে আপনাকে আর কিছু বলা লাগবে না। আপনি নিজ থেকে নিজ উদ্যোগে এটি ব্যবহার করতে মরিয়া হয়ে উঠবেন।
তাহলে বন্ধুরা, আমরা আশা করব এই প্যাকটি আপনারা নিয়মিত ভাবে এবং কার্যকর উপায়ে ব্যবহার করবেন এবং প্রত্যেকটি ধাপ যথাযথভাবে অনুসরণ করবেন।