কাল এবং ফর্সা মানুষের ভেদাভেদ শুধু বাহ্যিক দিক দিয়ে। অভ্যন্তরীণ দিক দিয়ে সবকিছুই এক। কিন্তু এই সামান্য বিষয়টি এত সভ্য জাতি হয়েও আমাদের মাথায় কিন্তু থাকেনা। আমেরিকার মত এত উন্নত এবং শিক্ষিত সমাজের কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ পার্থক্য চোখে পড়ার মতো।
বন্ধুরা, বর্তমান বিশ্বে কালো রঙের মানুষ কি পরিমান অবহেলিত তা আমাদের কাছে অজানা নয়। বাস্তবে এটাই সত্য যে আমাদের সুন্দর ত্বকের অধিকারী মানুষ গুলো আলাদা প্রিভিলেজ সমাজে পেয়ে থাকে। আমরা কিন্তু সবাই চাই নিজেদের কে একটু বাড়তি ফর্সা ও সুন্দর দেখাতে।
বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার চমৎকার কিছু ঘরোয়া টিপস যার মাধ্যমে আপনারা আপনাদের ত্বককে ফর্সা করে তুলতে পারবেন। ঠিক আমার পরামর্শ মত আপনারা যদি আমার টিপস গুলো ফলো করেন রাতারাতি আপনাদের কালো ত্বক ফর্সা হয়ে উঠবে।
রাতারাতি ফর্সা ত্বক পেতে আকর্ষণীয় কিছু টিপসঃ
- আমরা সবাই জানি প্রতিনিয়ত হেনস্তার শিকার হয় কালো রঙের মানুষ গুলাই। বাস্তবতার সাথে তাল মেলাতে আমরা সাদা রঙের মানুষকে অগ্রাধিকার দিয়ে থাকি।
- বন্ধুরা সাদা রং মানে ফর্সা বা সুন্দর এটা আমাদের মাথায় যেন সেট হয়ে আছে। তাহলে বন্ধুরা ঐদিকে কথা না বাড়িয়ে আমরা আসি প্রকৃত বাস্তবতার সাথে তাল মেলাতে।
- আর সেটি হল যে কোনো মূল্যে কাল কে ফর্সা করতেই হবে। আর এটা কিন্তু যুগ যুগ ধরে মানুষ করে আসছে। কালো ত্বক কে ফর্সা করতে আজকাল মানুষ প্লাস্টিক সার্জারির মত পথ বেছে নেয়। সেটা সবারই অজানা নয়।
বন্ধুরা, এই ধরনের কাজে না গিয়ে শুধুমাত্র ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আমরা যদি আমাদের কালো ত্বক ফর্সা করতে পারি কোন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার না করে। এর চেয়ে ভালো কিন্তু আর কিছু হতে পারেনা।
- আজকে আপনাদের জন্য যে ঘরোয়া টিপস আমি শেয়ার করতে যাব প্রত্যেকটি ধাপ কিন্তু মনোযোগ দিয়ে আপনারা অনুসরণ করবেন যদি আপনারা আপনাদের কালো ত্বক ফর্সা করতে চান।
১। কালো ত্বক কে ফর্সা করতে এবোকাডো, লেবু ও কফি পাউডার এর মিশ্রণঃ
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ২ টেবিল চামচ এবোকাডোর পেস্ট।
- ১ চা চামচ চা পাতার লিকার,
- ১ চা চামচ লেবুর রস,
- ২ চা চামচ কফি পাউডার।
- ২ টেবিল চামচ গোল আলুর পেস্ট,
- ২ টেবিল চামচ টকদই,
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো একসাথে ভালোমতো ব্লান্ডার করে আমরা আমাদের ত্বকে লাগালে, আমাদের ত্বকের নিচের যে স্তর থাকে যা আমাদের ত্বকে মেলানিন এর উৎপাদন কে নিয়ন্ত্রণ করে, এই প্যাকটি ব্যবহারে সেই কার্যক্রমকে বাধাগ্রস্ত করে অর্থাৎ মেলানিন উৎপাদন কমিয়ে ফেলে আর মেলানিন উৎপাদন কমানো মানে হলো ত্বক ফর্সা করে ফেলা।
- এই প্যাকটি একবার ব্যবহারে চোখে পড়ার মতো ফলাফল আপনি কিন্তু দেখতে পাবেন এবং নিয়মিত ব্যবহারে কেমন পরিবর্তন হবে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন।
২। রাতারাতি ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে মুলতানি মাটির সাথে তরল দুধ ব্যবহার করুনঃ
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে……
- আধা কাপ চাল ধোয়া পানি,
- ৩ টেবিল চামচ মুলতানি মাটি,
- ২ টেবিল চামচ গরুর দুধ,
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো সব একসাথে যোগ করে আমরা ত্বকে লাগালে আমাদের ত্বক কিন্তু চোখ পড়ার মতো ফর্সা হয়ে যাবে।
- চোখের পলকে মাত্র ১০ মিনিটে কার্যকর এবং উপকারী একটি ফলাফল আপনি পেয়ে যাবেন।
৩। এক পলকে কাল ত্বক ফর্সা করতে ভাতের মাড়ের সাথে মসুর ডালের মিশ্রণঃ
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………
- আধা কাপ ভাতের মাড়,
- ২ টেবিল চামচ মসুরের ডালের পেস্ট,
যেভাবে ব্যবহার করতে হয়ঃ
- বন্ধুরা, আতপ চাল রান্না করে মাড় আপনারা গেলে নিবেন।মাড় এর সাথে আমরা যদি মসুরের ডালের পেস্ট মিক্স করে ত্বকে লাগাতে পারি, আমাদের ত্বকের কি পরিমান পরিবর্তন আসবে এবং ত্বক কি পরিমাণ ফর্সা হবে আপনারা চিন্তাও করতে পারবেন না।
৪। কালো ত্বক ফর্সা করতে চন্দনের গুঁড়া ও নারকেল বাটার মিশ্রণঃ
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………
- ৩ টেবিল চামচ চন্দনের গুঁড়া,
- ২ টেবিল চামচ নারকেল বাটা,
- ২ টেবিল চামচ বেসন,
- ২ টেবিল চামচ গরুর দুধ,
ব্যবহার করবেন যেভাবেঃ
- উপকরণ গুলো একসাথে করে আমরা যদি নিয়মিত ব্যবহার করি তাহলে আমাদের ত্বক দুধে আলতা রঙের হয়ে যাবে।
- ত্বক এত বেশি ফর্সা হবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না।
বন্ধুরা, তাহলে কালো ত্বককে মাত্র ১০ মিনিটে ফর্সা, উজ্জ্বল ও সুন্দর করে তুলতে উপরে দেওয়া প্যাকগুলো নিয়মিত অনুসরণ করবেন এবং কালো ত্বক নিয়ে আর হতাশায় ভোগবেন না।
তাহলে আমরা আশা করব আমাদের যে সকল বন্ধুরা গায়ের রং কালো এ বিষয়টি নিয়ে হতাশায় ছিলেন তাদের যেন আজ কোন চিন্তাই রইল না। আমরা আশা করব নিয়মিতভাবে আমাদের প্যাকগুলো আপনারা ব্যবহারের মধ্য দিয়ে আপনাদের সমস্যার সমাধান করবেন।