ফেসিয়াল দিয়ে আপনারা আপনাদের ত্বককে করে তুলতে পারবেন অনেক সুন্দর, আকর্ষণীয় ও জেল্লাদায়ক।
কি পার্লারে গিয়ে ফেসিয়াল করার কথা ভাবছেন?
না বন্ধুরা, ত্বককে ঝকঝকে ও সুন্দর করে তুলতে আজ আপনাদের এমন একটি মধুর ফেসিয়াল শেয়ার করছি যাতে মধুর মাধ্যমে দারুন ভাবে ঘরোয়া পদ্ধতিতে ফেসিয়াল করা যায় ।
আর মধুর এই ফেসিয়াল দিয়ে আপনারা আপনাদের ত্বককে ফর্সা ও কাঁচের মত করতে পারবেন।
তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক মধু দিয়ে ফেসিয়াল করার ধাপগুলোতে……
আজকের ফেসিয়াল এর প্রধান উপকরণ মধু। তারপরেও ফেসিয়াল সম্পন্ন করতে মধুর সাথে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ আমরা ব্যবহার করব।
ভয়ের কিছু নেই এ ক্ষেত্রে যে যে উপকরণ আমরা ব্যবহার করব তা অবশ্যই আপনাদের হাতের কাছেই থাকবে।
আর এই পদ্ধতি ঠিকমত ব্যবহারের মাধ্যমে হাতের কাছে পাওয়া উপকরণের সাথে মিশ্রণ ঘটিয়ে আপনারা খুব সহজেই ফেসিয়াল করে নিতে পারবেন।
মধুর ফেসিয়ালটি করার ধাপঃ
মধু দিয়ে ঘরে বসে ফেসিয়াল করতে এই প্রক্রিয়াকে আমরা ৪ ভাগে ভাগ করে নিব। এর ফলে আপনাদের ফেসিয়াল টি করতে সুবিধা হবে।
১ম ধাপঃ ক্লিনজিং
২য় ধাপঃস্টিমিং
৩য় ধাপঃম্যাসাজিং
৪র্থ ধাপঃফেসপ্যাক
১ম ধাপঃ ক্লিনজিং
প্রথমে ত্বককে ক্লিন করতে যে উপকরণগুলো হাতের কাছে রাখতে হবে……
- মধু,
- পানি,
ত্বক ক্লিন করার জন্য মুখে সামান্য পরিমাণ পানি দিয়ে মুখ ধুয়ে নিবেন।
এরপরে হাতে অল্প পরিমাণ মধু নিয়ে তা মুখে মেখে অন্ততপক্ষে ১০ মিনিটের জন্য বিশ্রাম নেবেন। ১০ মিনিট পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলবেন।
২য় ধাপঃস্টিমিং
দ্বিতীয় ধাপ সম্পন্ন করার জন্য যে সকল উপকরণ আপনার লাগবে……
- হালকা গরম পানি,
- ১ টি তোয়ালে,
গামলায় গরম পানি নিয়ে একটি তোয়ালে মাথার উপর দিয়ে গরম পানি থেকে ৫ মিনিট মতো ভাপ নিতে হবে ।
গরম পানি থেকে ভাপ নেওয়ার সময় আমাদের ত্বককে নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে যেন অতিরিক্ত পানির গরমে ত্বক পুড়ে না যায়।
ভাব নেওয়া শেষ হয়ে গেলে আমাদের দ্বিতীয় ধাপটি সম্পন্ন হয়ে যাবে।
৩য় ধাপঃম্যাসাজিং
এই ধাপটি অনুসরণ করতে যে সকল উপকরণ লাগবে………
- ২ চামচ মধু
- ২ টেবিল চামচ টক দই
- ৫-৬ ফোটা লেবুর রস
মধুর সাথে টকদই এর একটি মিশ্রণ তৈরি করে তার সাথে সামান্য পরিমাণ লেবুর রস যোগ করে একটি চমৎকার মিশ্রণ তৈরি করতে হবে।
এই মিশ্রণটি ১০ মিনিটের জন্য মুখের উপর রেখে বিশ্রাম নিতে হবে।
চেয়ারে হেলান দিয়ে বিশ্রাম নিলে সবচেয়ে ভালো। এতে করে ত্বকের কোষ গুলো টান টান থাকে।
ফেসিয়ালের সময় যাতে কোনো কাজ না করি, কারণ এটি আমাদের ত্বকের সমস্যা করতে পারে।
ফেসিয়াল চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের উপাদান যখন মুখে লাগাবো এবং এর সাথে যখন বিশ্রামের দরকার হবে তখন অবশ্যই চেয়ারে হেলান দিয়ে আমরা বিশ্রাম নেব।
কারণ আমরা যদি কথা বলি বা ঝুকে থাকি, এতে আমাদের ত্বক কুঁচকে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু হেলান দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের মুখের ত্বক অনেক বেশি টান টান থাকে।
৪র্থ ধাপঃফেসপ্যাক
বন্ধুরা, তৃতীয় ধাপ যখন আমাদের শেষ হয়ে যাবে তখন চতুর্থ ধাপে আমাদের যেতে হবে। এখনে যে সকল উপকরন লাগবে তা হল…………
- ২ চা চা মচ মধু,
- ২ টেবিম চামচ এলোভেরা জেল।
- ১ চা চামচ কফি পাউডার,
- ১ টি পাকা কলার পেস্ট,
- ২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা,
যেভাবে মুখে লাগাবেনঃ
- সবগুলো উপকরণ একসাথে যোগ করার পরে অর্থাৎ ব্লান্ডার করে ফেলার পরে আমাদেরকে পরিমাণমতো গরুর দুধ যোগ করে নিতে হবে।
- এরপর এই প্যাকটি ২০ মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখতে হবে। ২০ মিনিট পরে এই প্যাকটি ধুয়ে ফেলতে হবে।
- 20 মিনিট সময় পরে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
সাবধানতাঃ
- মধুর এই ফেসিয়ালটি করার পর সাথে সাথে কোন ধরনের ভারী মেকআপ ৪৮ ঘণ্টার মধ্যে নেওয়া যাবে না।
- ফেসিয়াল করলে ত্বক এত বেশি নরম এবং নাজুক হয়ে যায় বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই আমরা যদি প্রাকৃতিক ভাবে এই মধুর ফেসিয়াল করে থাকি, আমাদের খেয়াল রাখতে হবে অন্য কোন ধরনের প্রসাধনী যাতে মুখে এই সময়ে না লাগায়।
- সাথে সাথে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে কোন ধরনের প্রাকৃতিক ঘরোয়া ফেইসপ্যাক অন্ততপক্ষে ৭২ ঘণ্টার মধ্যে লাগানো যাবেনা।
- এক্ষেত্রে আরো একটি বিষয় সতর্কতার সাথে মনে রাখতে হবে,
- ফেসিয়াল করার পরে ৭২ ঘন্টার মধ্যে কোন রকমের সাবান বা ফেইসওয়াশ ব্যবহার করা যাবে না।
তাহলে বন্ধুরা ঘরে বসে ঘরোয়া উপকরনের সমন্বয়ে দারুন একটি ফেসিয়াল আপনারা মধু দিয়ে করে নিতে পারবেন কোন ধরনের ঝামেলা ছাড়ায়।
তাহলে আর দেরি না করে চলুন হাতের নাগালে থাকা উপকরণ গুলো সংগ্রহ করে মধুর ফেসিয়াল করে ফেলুন। আর ত্বককে ঝকঝকে টানটান করে ফেলুন ।