সেনসিটিভ ত্বকের যত্নে মুলতানি মাটির ফেসপ্যাকগুলো এইভাবে ব্যবহার করলে অসাধারন ফলাফল পাবেন

সেনসিটিভ ত্বকের যত্নে মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আজকে আপনাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করব। সাথে সাথে মুলতানি মাটির চমৎকার কিছু ফেইসপ্যাক নিয়ে আলোচনা করবো। যার মাধ্যমে সেনসিটিভ ত্বকের পরিপূর্ণ যত্ন আপনারা নিতে পারেন।

কিভাবে বুঝবেন আপনার ত্বক সেনসেটিভ কিনাঃ

সেনসিটিভ বলতে সে সকল ত্বক কে বুঝায় যা তৈলাক্ত ও নয়, আবার মিশ্র ত্বকের ও নয়। বরং এই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে যখন স্বাভাবিকের চেয়ে বেশি ভাবে রিএকশন দেখায় তখন আমরা তাকে সেনসিটিভ ত্বক বলি। অর্থাৎ যখন কোন ধরনের প্রসাধনী ব্যবহারের ফলে আমাদের চেহারা বা ত্বকে বিভিন্ন ধরনের রেশ বের হয় বা এলার্জির মতো সমস্যা দেখা দেয় বা রোদে বের হলে আমাদের ত্বক লালচে হয়ে যায়। তখনই আমরা তাকে সেনসিটিভ ত্বক বলি। অর্থাৎ স্বাভাবিক পরিবেশে ও বিরূপ আচরণ করে তাকে আমরা সেনসিটিভ ত্বক বলি।

কিভাবে সেনসেটিভ ত্বকের যত্ন নিবেনঃ

  • খুব সুন্দরভাবে এবং সতর্কতার সাথে সেনসেটিভ ত্বক হ্যান্ডেল করতে হয়।
  • এই ধরনের ত্বকের যত্ন নিতে মুলতানি মাটির কিন্তু জুড়ি নেই।

সেনসেটিভ ত্বকের যত্নে মুলতানি মাটি সেরা। মুলতানি মাটি কিভাবে চিনবেনঃ

  • মুলতানি মাটি কি? আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। বাজারে কিনতে পাওয়া যায়। কিন্তু আপনারা কি জানেন এটি আসলে কি?
  • বন্ধুরা, মুলতানি মাটি সরাসরি প্রকৃতিতে পাওয়া যায়। কোন রকমের কেমিক্যাল এর মিশ্রন ছাড়াই সরাসরি পাওয়ায় মুলতানি মাটি যা  আমরা ত্বকের বা চুলের যত্নে ব্যবহার করতে পারি।
  • পাকিস্তানের মুলতান নামক একটি জায়গা রয়েছে যেখান থেকে এই মুলতানি মাটি প্রাচীনকাল থেকে রূপচর্চার একটি উপকরণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যা সেনসিটিভ ত্বকের যত্ন নিতে দারুন কাজ করে থাকে।

১। সেনসিটিভ ত্বকের যত্ন নিতে মুলতানি মাটির ফেইসপ্যাকঃ

সেনসিটিভ ত্বকের যত্ন নিতে মুলতানি মাটির ফেইসপ্যাক বানাতে যে উপকরণ গুলো লাগবে……

  • ২ টেবিল চামচ মুলতানি মাটি।
  • ২ টেবিল চামচ গোলাপজল।
  • ২ চা চামচ টকদই।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • এই তিনটি উপকরণ একসাথে করে আমরা আমাদের ত্বকে এই ফেইসপ্যাকটি লাগাতে পারি।
  • এই ফেইসপ্যাক এ যে সকল উপকরণ ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা উপকরণ সেনসিটিভ ত্বক কে আলাদা আলাদাভাবে কন্ট্রোলে আনতে পারে। অর্থাৎ প্রত্যেকটি উপকরণ কিন্তু আমাদের ত্বককে স্বাভাবিক করতে সাহায্য করে। এবং সাথে সাথেই ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে।

২। মুলতানি মাটির সাথে এলোভেরা জেল কমলার রস দিয়ে সেনসেটিভ ত্বকের জন্য অসাধারণ একটি ফেইসপ্যাকঃ

এই ফেইসপ্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে……

  • ২ টেবিল চামচ মুলতানি মাটি।
  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ১ চা চামচ মধু।
  • ২ টেবিল চামচ কমলার রস।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • এই চারটি উপকরণ একসাথে করে চমৎকার একটি ফেইসপ্যাক তৈরি করে আমরা মুখে লাগাতে পারি।
  • এটি আমাদের সেনসেটিভ ত্বক কে নরমাল করার কাজ করে।
  • কমলার রস সেনসেটিভ কোষ গুলো কে স্বাভাবিক করতে খুব ভালো কাজ করে। ত্বকের উজ্জ্বলতা বারাতে কাজ করে। 

৩। মুলতানি মাটির সাথে আলুর পেস্ট ব্যবহার করে সেনসেটিভ ত্বক কে দ্রুত স্বাভাবিক করে নিনঃ

যে ফেইসপ্যাকটি আজ আপনাদের সাথে শেয়ার করব এই ফেইসপ্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ মুলতানি মাটি।
  • ২ টেবিল চামচ গোলআলুর পেস্ট।
  • ১ তেবিল চামচ গাজরের পেস্ট।
  • দুধ।

ব্যবহার পদ্ধতিঃ

  • উপকরণ গুলো একসাথে করে চমৎকার একটি ফেইসপ্যাক তৈরি করে মুখে লাগালে মুখের সেনসিটিভিটি দূর হয়।
  • পাশাপাশি আমাদের চেহারা অনেক বেশী সুন্দর এবং আকর্ষণীয় হয়ে ওঠে।

৪। সেনসেটিভ ত্বকে ব্রণ উঠা কমাতে মুলতানি মাটির সাথে মধুর ফেইসপ্যাকঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ মুলতানি মাটি।
  • ২ টেবিল চামচ চালের গুড়া।
  •  ১ চা চামচ মধু।
  • ২ টেবিল চামচ হলুদ বাটা।

ব্যবহার করবেন যেভাবেঃ

  • উপকরণ গুলো একসাথে করে চমৎকার একটি ফেইসপ্যাক তৈরি করার পর সেটি মুখে লাগালে মুখ এত সুন্দর হবে পাশাপাশি আমাদের চেহারার যে সেনসিটিভিটি সেটাও দূর হয়ে যাবে।

উপরে যে সকল প্যাক গুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদাভাবে আমাদের চেহারার যত্ন নিতে কার্যকরী। তাই আপনাদের পছন্দমত যেকোনো একটি ফেইসপ্যাক কে টার্গেট করতে পারেন এবং সেটি নিয়মিত ব্যবহার করতে পারেন অথবা উপরের উপকরণগুলো তৈরি করা হয়েছে তা আপনারা বিভিন্নভাবে আলাদা আলাদাভাবে এপ্লাই করে দেখতে পারেন। বন্ধুরা, তাহলে আর মুখের  সেনসিটিভিটি নিয়ে চিন্তা না করে আমাদের টিপস গুলো অনুসরণ করুন আর ত্বকের পরিপূর্ণ যত্ন নিয়ে নিন।