সুপ্রিয় বন্ধুরা, চুলকে সিল্কি করতে এলোভেরার চমৎকার সব প্যাক নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। চুল সিল্কি দেখতে সবাই ভালবাসে কারন সিল্কি চুলের সৌন্দর্য তো সবার আগে। তাই যেকোনো ধরনের চুলের অধিকারী লোকেরা চাই নিজের চুলকে একটু সিল্কি দেখাতে। বন্ধুরা, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে এই কথা কিন্তু দারুণভাবে সত্য। আর চুলের সৌন্দর্য আমাদের চেহারার সৌন্দর্যকে আরো অনেক গুণে বাড়িয়ে দেয়। এভাবে চুল কে সিল্কি করতে অনেকে পার্লারে গিয়ে অনেক কিছু করে থাকে। কিন্তু সবারতো আর পার্লারে যাওয়ার মত সময় বা সুযোগ হয়ে উঠেনা। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি চুল সিল্কি করার দারুন সব হেয়ার প্যাক। যে প্যাক গুলোর প্রধান উপকরণ হিসেবে আমরা আজ আপনাদের জন্য রেখেছি এলোভেরা জেল।
তাহলে বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক সেই হেয়ার প্যাক গুলো……………………
১। ঘরে বসে চুল কে সিল্কি করতে এলোভেরার অসাধারণ কিছু হেয়ারপ্যাকঃ
প্রথমে যেই হেয়ার প্যাক টি আপনাদের সাথে শেয়ার করবো এই হেয়ার প্যাক বানাতে যে সকল উপকরণ গুলো লাগবে………
- ২ টেবিল চামচ এলোভেরা জেল।
- ১ টি পাকা কলার পেস্ট।
- ২ চা চামচ গোলাপজল।
যেভাবে প্যাকটি তৈরি ও ব্যবহার করবেনঃ
- একটি বাটিতে একটি কলা কে ভালোমতো পেস্ট করে নিবেন তার সাথে এলোভেরা জেল মিশানোর পর হালকা পরিমাণ গোলাপজল দিয়ে প্যাক তৈরি করে ফেলতে হবে।
- এরপর এই প্যাকটি গোসলের আগে ভালোমতো করে মাথার তালুতে দিতে হবে।
- অন্ততপক্ষে ২০ মিনিটের জন্য এই প্যাকটি মাথায় রাখতে হবে। আধা ঘন্টা হলে ভালো হয়। গোসলের সময় শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।
- চুল এত চমৎকার ভাবে সিল্কি হয়ে যাবে যে আপনার চুলে আপনি কন্ডিশনার ব্যবহারের কথা ভুলেই যাবেন।
২। চুল কে ঝলমলে ও সিল্কি করতে এলোভেরার সাথে নারিকেল তেল মিশ্রিত হেয়ারপ্যাকঃ
এই হেয়ারপ্যাক টি বানাতে যে সকল উপকরণ গুলো লাগবে…………
- ২ টেবিল চামচ এলোভেরা জেল।
- আধা কাপ নারিকেল বাটা।
- ২ চা চামচ লেবুর রস।
যেভাবে প্যাকটি তৈরি ও ব্যবহার করবেনঃ
- একটি পাত্রে নারকেলবাটা ভালো মতো করে বেটে নিয়ে তার রস টি নিতে হবে। তার সাথে এলোভেরা জেল যোগ করে প্যাকটি তৈরি করার পর লেবুর রস যোগ করতে হবে।
- লেবুর রসের পরিমাণ আপনার মোট উপকরণের পরিমাণের চেয়ে অনেকাংশে কম হতে হবে।
- এরপর মিশ্রণটি ভালোমতো তৈরি করে আমাদের মাথায় যদি আমরা লাগাতে পারি তাহলে চমৎকার ফলাফল পাওয়া যাবে।
৩। এলোভেরা ব্যবহার করে চুলকে সিল্কি করতে এই প্যাক টি ব্যবহার করেনঃ
- এটা কিন্তু খুবই চমৎকার একটি প্যাক।
আপনাদের চুল সিল্কি করে তোলার জন্য এই প্যাকটি ব্যবহার করতে আপনার যে সকল উপকরণ লাগবে………
- ২ টেবিল চামচ এলোভেরা জেল।
- ২ চা চামচ ক্যাস্টর অয়েল।
- নারিকেল তেল।
- ২ চা চামচ কালি জিরা বাটা।
যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ
- প্রথমে এলোভেরা ছাড়া বাকি উপকরণগুলো একটি পাত্রে দিয়ে গরম করবেন। তেল গুলো এভাবে গরম করবেন যাতে বেশি পুড়ে না যায়।
- অল্প পরিমাণ গরম হলে তেল নামিয়ে রাখুন। পুরোপুরি ঠান্ডা করে ফেলবেন তার সাথে এলোভেরা মিক্স করে আপনার প্যাকটি তৈরি করে ফেলবেন।
- এই প্যাক টি যদি আমরা আমাদের গোসলের আগে মাথায় লাগায় এবং গোসলের পরে আমরা শ্যাম্পু করে ধুয়ে ফেলি তাহলে চমৎকার ফলাফল পাওয়া যায়।
- ভালো ফলাফল পেতে অন্ততপক্ষে দুই ঘন্টা ধরে এই প্যাকটি মাথায় রাখলে তাহলে ফলাফল আরো কিন্তু ভালো পাওয়া যাবে।
৪। এলোভেরার সাথে আমলকির রস মিশিয়ে চুল সিল্কি করবেন যেভাবেঃ
চুলকে সিল্কি করতে এটি কিন্তু আরো বেশি কার্যকরী। আমাদের চুলকে সিল্কি করার জন্য যে সকল উপকরণ লাগবে………
- ২ টেবিল চামচ এলোভেরা জেল।
- ২ চা চামচ টক দই।
- ১ চা চামচ লেবুর রস।
- আধা কাপ পরিমাণ আমলকি বাটার রস।
যেভাবে ব্যবহার করবেনঃ
- সবগুলো উপকরণ একসাথে ব্লান্ডার করে ফেলার পরে আমাদের মাথার চুলে লাগাতে হবে। গোড়া থেকে আগা পর্যন্ত আমরা ভালো মতো করে এই প্যাকটি লাগাবো।
- কারণ চুল সিল্কি করার জন্য যেগুলো আমরা লাগাবো তা আমাদের চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগাতে হবে। এবং তা ভালো করে এবং সময় নিয়ে করতে হবে।
উপরে যে এলোভেরার হেয়ারপ্যাক গুলো আপনাদের সাথে শেয়ার করলাম চুল সিল্কি করতে ঘরোয়া উপায়ে প্রাকৃতিক উপকরণ এর মাধ্যমে এর চেয়ে কার্যকরী কিন্তু আর কিছু হয় না।
তাহলে আর চুলের রাফ অবস্থা নিয়ে চিন্তিত না হয়ে খুব সহজে আপনার চুলকে ঘরে বসে আপনি সিল্কি করে ফেলতে পারেন। আমরা আশা করব আমাদের দেওয়া উপকরণগুলো আপনারা ভাল মত অনুসরণ করে নিয়মিতভাবে প্যাক গুলো ব্যবহার করবেন এবং আপনাদের চুলগুলোকে সিল্কি করে ফেলবেন।