মাত্র ৩ দিনে ত্বকের বলিরেখা দূর করে ত্বক ফর্সা করতে শশার চমৎকার কিছু ফেইসপ্যাক

বন্ধুরা, আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব তা হল আমাদের ত্বকের বলিরেখা দূর করতে শশার চমৎকার কিছু ফেইসপ্যাক নিয়ে। তার আগে আমাদের জেনে নিতে হবে বলিরেখা কেন হয় এবং বলিরেখা দেখতে কি রকম। বন্ধুরা, বিভিন্ন কারণে বলিরেখা আমাদের চেহারায় হতে পারে।

চেহারায় বলিরেখা হওয়ার কারণঃ 

১।বংশগত কারণে,

২।বয়সের কারণে,

৩।দীর্ঘদিন ধরে চেহারার কোনো ধরনের পরিচর্চা না নেওয়ার কারণে।

৪।অতিরিক্ত পরিমাণ পরিশ্রমের কারণে।

৫। ঘুমের অভাবের কারণে বা পর্যাপ্ত ঘুমের অভাবের কারণে,

এছাড়াও যে কারণে বলিরেখা বেশি হতে পারে তা হল ও পর্যাপ্ত পরিমাণে না খাওয়ার কারণে,

এবং খাদ্যভ্যাসের পরিমাণ ঠিক না থাকার কারণে।

বন্ধুরা, আমরা এখন জানতে পারলাম কি কি কারণে আমাদের চেহারার মধ্যে বলিরেখা হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব এই বলিরেখা গুলা দেখতে কেমন হয় এবং কিভাবে আপনারা চিনতে পারবেন আপনাদের চেহারায় বলিরেখা হয়েছে।

বলিরেখা চেনার উপায়ঃ

  • বন্ধুরা, চোখের নিচে বা কপালে, ঠোঁটের উপরে, নাকের নিচে এই ধরনের বলিরেখা গুলো সাধারণত হয়ে থাকে।
  • বলিরেখা বলতে সাধারণত চামড়ার উপরে হয়ে থাকে।

শশার মাধ্যমে যেভাবে বলিরেখার সমস্যাগুলো সমাধান করা যায়ঃ

  • এখন আমরা আলোচনা করব শশার মাধ্যমে কিভাবে বলিরেখার মত সমস্যাগুলো আমরা আমাদের চেহারা থেকে দূর করে ফেলতে পারি।  বলিরেখা দূর করতে শশার চমৎকার চমৎকার কিছু ফেইসপ্যাক রয়েছে যার মাধ্যমে আমরা খুব সহজেই মুখের বলিরেখার দাগগুলো দূর করে ফেলতে পারি।

তাহলে চলুন আলোচনা করা যাক সেই ফেইসপ্যাক গুলো নিয়ে………

ত্বকের বলিরেখা দূর করতে শশার ফেইসপ্যাকঃ

এই ফেসপ্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগে………

  •  ১ টি শশা।
  • ১ টি ডিম।

যেভাবে তৈরি ব্যবহার করবেনঃ

  • একটি পাত্রে পরিমাণমতো শশা ব্লান্ডার করে নিবেন।
  • তারপরে ডিম থেকে হলুদ অংশ বাদ দিয়ে ডিমের সাদা অংশটি শশার সাথে ভালো মতো মিক্স করে নিবেন।
  • তার পরে এটি ফেইস মাক্স এর মত মুখের উপর লাগিয়ে নিবেন।  লাগানোর সময় চোখ এবং ঠোট দুটো বাদ দিয়ে তারপরে লাগাবেন।
  • অন্ততপক্ষে ২০ মিনিট মত এই প্যাকটি মুখে লাগানোর পর হালকা উষ্ণ গরম পানি দিয়ে আপনারা ফেসপ্যাকটি ধুয়ে ফেলবেন।

নোটঃ গ্রীষ্মকালে হলে এই ধরনের হালকা উষ্ণ পানি দিয়ে ধোয়ার দরকার নেই। তখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে পারবেন।

ত্বকের বলিরেখা দূর করে ত্বক টান টান করতে শশার ফেইসপ্যাকঃ

এই প্যাকটির জন্য যে সকল উপকরণ লাগবে………

  • ১ টি ব্লেন্ড করা শশা।
  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ দুটি একসাথে মিক্স করে আমরা এই প্যাকটি তৈরি করে ফেলতে পারি। এভাবে ও লাগাতে পারি। আবার আইস বার নিয়ে ও মুখে লাগাতে পারি।     
  • বন্ধুরা, ফ্রিজে শশার রস ও এলোভেরা জেল এর মিশ্রণ গুলো দিয়ে  আইসবার তৈরি করে আমরা প্রতিদিন সেখান থেকেই ব্যবহার করতে পারি।  

ত্বকের কালো দাগ দূর করতে শশা,মুলতানি মাটি টমেটো দিয়ে সেরা একটা ফেইসপ্যাকঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ১ টি ব্লেন্ড করা শশার রস।
  • ২ টেবিল চামচ মুলতানি মাটি।
  • ১ টি ব্লেন্ড করা পাকা টমেটো।
  • ২ চা চামচ গোলাপ জল। 

যেভাবে তৈরি ব্যবহার করবেনঃ

  • একটি পাত্রে শশা ও মুলতানি মাটি ও পাকা টমেটোর ব্লান্ডার করা মিশ্রণটি নিতে হবে। সাথে সামান্য পরিমাণ গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি হওয়ার পর মুখে লাগাতে হবে।
  • অন্ততপক্ষে ২০-২৫ মিনিটের জন্য এই প্যাকটি মুখে লাগানোর পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৪।ত্বকের বলিরেখা দূর করে ত্বক ফর্সা করতে শশার ফেইসপ্যাকঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে………

  • ১ টি শশার ব্লেন্ডার করা রস।
  • ২ টেবিল চামচ কফি পাওডার।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • শশার সাথে কফি পাউডার ভালোমতো ব্লান্ড করার পরে আমরা যদি এই প্যাকটি মুখে লাগায় এবং ২০ মিনিট পরে ধুয়ে ফেলি তাহলে আমাদের মুখের বলিরেখা চলে যাবে। এবং এটি নিয়মিত ব্যবহারে আমাদের মুখ থেকে বলিরেখা চিরতরে চলে যাবে সেই সাথে সাথে ত্বক অনেকাংশে ফর্সা হয়ে যাবে।

ত্বকের বলিরেখা এড়াতে শশার সাথে মিষ্টি কুমড়ার ফেইসপ্যাকঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………

  • ১ টি শশার ব্লেন্ডার করা রস।
  • ৩ টেবিল চামচ মিষ্টি কুমড়ার পেস্ট।
  • ২ চা চামচ টক দই।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ তিনটি একসাথে করে চমৎকার একটি মিশ্রণ তৈরি করার পর এটি আমরা মুখে লাগাতে পারি।
  • এবং মুখে লাগানোর পরে ১৫ মিনিটের মত অপেক্ষার পর ধুয়ে ফেলতে হবে।
  • এরপর আপনারা দেখবেন আপনাদের মুখের বলিরেখা দাগ কত সহজেই চলে যাচ্ছে।  
ত্বকের বলিরেখা দূর করতে শশার রসের সাথে এবাকেডোর ফেইসপ্যাকঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ১ টি শশার ব্লেন্ড করা রস।
  • ২ টেবিল চামচ এবাকেডোর পেস্ট।
  • ২ চা চামচ মধু।
  • ২ চা চামচ জবা ফুলের রস। 

ব্যবহার পদ্ধতিঃ

  • উপকরণ গুলো একসাথে করে চমৎকার একটি ফেইসপ্যাক তৈরি করে নেওয়া যায়।
  • এরপরে ফেইসপ্যাকটি মুখে লাগিয়ে অন্ততপক্ষে ২০ মিনিটের জন্য রাখতে হবে।
  • একটু একটু শুকিয়ে যাওয়ার পর হালকা উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
  • এরপরে অন্ততপক্ষে সপ্তাহে তিনবার এটি ব্যবহার করলে এর ব্যবহারে চমৎকার একটি ফলাফল কিন্তু পাওয়া যায়।
বলিরেখা দূর করে মুখের লাবন্যতা ধরে রাখতে শশার ফেইসপ্যাকঃ

এখন যে ফেইসপ্যাকটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ফেইসপ্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগে………

  • ১ টি শশার ব্লেন্ড করা পেস্ট।
  • ২ টেবিল চামচ কাঁচা পেঁপের রস।
  • ২ টেবিল চামচ অলিভ অয়েল।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • শশা ও কাঁচা পেঁপের রস আর গোলাপজল একসাথে করে আমরা চমৎকার একটি ফেইসপ্যাক তৈরি করতে পারি। এবং এই ফেইসপ্যাকটির সাথে সামান্য পরিমাণ ময়দা যোগ করলে ফেইসপ্যাকটি আরো বেশি কার্যকরী হয়ে ওঠে।
  • ফেইসপ্যাক টি অন্ততপক্ষে সপ্তাহে তিন থেকে চারবার লাগানোর মধ্য দিয়ে আমাদের মুখে বলিরেখা সম্পূর্ণরূপে চলে যাবে।
ত্বক থেকে বলিরেখার পরিপূর্ণ সমাধান পেতে চাইলে শশা এই ভাবে ব্যবহার করুনঃ

এই ফেইসপ্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ১ টি শশার ব্লেন্ড করা রস।
  • ২ টেবিল চামচ নিমপাতার রস।
  • ২ টেবিল চামচ বেসন।
  • ২ চা চামচ কমলার রস।
  • ১ চা চামচ লেবুর রস।
  • ১ চা চামচ দুধ।  

ব্যবহার প্রণালিঃ

  • উপকরণ গুলো একসাথে ব্লান্ডার করার পর মুখে লাগালে এবং ২০ মিনিট পর্যন্ত মুখে লাগিয়ে রাখার পর ধুয়ে ফেললে আমরা বলিরেখার দাগ ত্বক থেকে খুব সহজে দূর করতে পারি।

খুব সহজে দূর করতে পারি।

মুখের বলিরেখা দুর করে মুখ কচি দেখাতে শশার ব্যবহারঃ

এটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে……

  • ১ টি শশা বেল্ডার করা।
  • ২ টেবিল চামচ কাঁচা হলুদ বাটা।
  • ২ চা চামচ চিনি।

যেভাবে তৈরি ব্যবহার করবেনঃ

  • প্রথমে চিনি এবং লেবু একসাথে করে মুখে ভালো মতো ম্যাসাজ করে নিবেন।
  • এরপরে হালকা উষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন।
  • এটি অন্ততপক্ষে ৫ মিনিট সময় ধরে আপনাকে করতে হবে।  সারকুলার মোশনে ম্যাসাজ করলে আপনার ত্বক অনেক বেশি সফট হবে।
  • পাশাপাশি ত্বক থেকে বলিরেখা দূর করার সাথে সাথে  ধুলো-ময়লা চলে যাবে।
  • এরপরে শশা ও কাঁচা হলুদের তৈরি ফেইস প্যাকটি মুখে লাগাতে হবে।
  • এই ফেইসপ্যাকটি লাগানোর পরে ২০ মিনিট সময় নিতে হবে তারপর ধুয়ে ফেললে কত ভালো একটা গ্লো আসবে।
  • এই ফেইসপ্যাক গুলো ব্যবহারের মধ্য দিয়ে আপনারা খুব সহজেই মুখ থেকে দীর্ঘমেয়াদি বলিরেখা দাগ দূর করে ত্বকের সৌন্দর্য এবং উজ্জলতা ফুটিয়ে তুলতে পারেন।

তাহলে বন্ধুরা আমরা আশা করব আমাদের দেওয়া এই ফেইসপ্যাক  গুলো আপনারা নিয়মিত এবং পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। এবং নিজেদের বলিরেখার দাগ দূর হচ্ছে কিনা সেটা অবশ্যই অবজারভেশন করবেন এবং কি রকম ফলাফল আপনারা পেলেন আমাদেরই পরামর্শের মাধ্যমে তা অবশ্যই আপনারা বুঝতে পারবেন।