চুলের ও ত্বকের পরিপূর্ণ যত্ন নিতে এলোভেরা এই ভাবে ব্যবহার করুন

সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সাথে আজ আলোচনা করতে যাচ্ছি চুলের ও ত্বকের পরিপূর্ণ যত্ন নিতে এলোভেরার ব্যবহার। শুধু এলোভেরা ব্যবহারের মধ্য দিয়ে আপনারা আপনাদের ত্বকের ও চুলের পরিপূর্ণ যত্ন নিতে পারবেন। তার আগে আমাদের জানতে হবে এই এলোভেরা কোথায় পাওয়া যায় এবং এই এলোভেরাতে কি কি উপাদান রয়েছে যা আমাদের ত্বক ও চুলের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করে ও আমাদের ত্বক ও চুলের যত্ন নিতে পারে।

এলোভেরা কোথায় ও কিভাবে পাওয়া যায়ঃ

  • এলোভেরা প্রকৃতিতে সরাসরি পাওয়া যায় অর্থাৎ আমরা যেভাবে ফসল চাষ করি একইভাবে এলোভেরার চারা গাছ চাষ করা যায়।
  • এ ধরনের চারা গাছ থেকে আমরা সরাসরি এলোভেরা ঢাল সংগ্রহ করে ব্যবহার করতে পারি।

ত্বকের যত্নে ও চুলের যত্নে এলোভেরার উপকারিতাঃ

  • এলোভেরা একটি ভেষজ উদ্ভিদ। এই কারণে এই এলোভেরা বিভিন্ন ধরনের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়। আর এলোভেরা এর সাথে সাথে ত্বক ও চুলের যত্নে কিন্তু দারুণ কাজ করে।
  • এই এলোভেরার মধ্যে যে এন্টিঅক্সিডেন্ট এবং এন্ট্রি এনার্জি রয়েছে তা আমাদের ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে।
  • যার কারণে চুলের যত্ন নিতে এলোভেরা সাহায্য করে। এবং সেটা বিজ্ঞানসম্মতভাবে বর্তমানে প্রমাণিত। এবং সব ধরনের রূপচর্চায় আমরা এখন কমবেশি এলোভেরা ব্যবহার করে থাকি।

চুলের যত্নে অ্যালোভেরার ব্যবহারঃ

প্রথমেই আমরা আলোচনা করব চুলের যত্নে অ্যালোভেরার ব্যবহার।  আর এই জন্য চমৎকার চমৎকার কিছু প্যাক আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি।

১। চুল থেকে খুশকি দূর করতে এলোভেরার হেয়ারপ্যাকঃ

খুশকি দূর করতে এলোভেরা
  • এই প্যাকটি আমাদের চুল থেকে বিভিন্ন ধরনের খুশকি দূর করে ও  চুলের যত্ন নিতে সাহায্য করে।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগে………

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ২ চা চামচ লেবুর রস।

যেভাবে তৈরি ব্যবহার করবেনঃ

  • লেবুর রস, এলোভেরা জেলের সাথে ভালো মতো মিক্স করে মাথার তালুতে লাগাতে হবে। এবং হাতের পাঁচ আঙ্গুল দিয়ে এত সুন্দর ভাবে লাগাতে হবে যেন প্রত্যেকটি চুলের গোড়ায় গিয়ে এই মিশ্রণটি পৌঁছে।
  • ২০-৩০ মিনিট এর মত এই মিশ্রণটি মাথায় রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হয়।
  • বন্ধুরা, এই নিয়মটি যদি প্রতি সপ্তাহে অন্তত তিনবার করা যায়, তাহলে দীর্ঘমেয়াদি মাথা থেকে খুশকি দূর হয়ে যায়। পাশাপাশি চুল অনেক সুন্দর দেখায়।

চুলকে অনেক বেশি সিল্কি এবং সাইনি দেখাতে এলোভেরার ব্যবহারঃ

চুল পড়া রোধ করে চুলকে সিল্কি করতে পেঁয়াজ
  • এই প্যাকটি ব্যবহারে আমাদের মাথার চুলগুলো অনেক বেশি সিল্কি এবং সাইনি দেখায়।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ২ চা চামচ টক দই।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • সব উপকরণ একসাথে মিক্স করে মাথায় লাগাতে হবে।
  • অন্ততপক্ষে আধা ঘন্টার মত এই মিশ্রণটি মাথায় রেখে ধুয়ে ফেলতে হবে।
  • এতে করে আমাদের চুল যেভাবে সিল্কি হবে, আপনি বাজার থেকে কেনা কন্ডিশনারের কথা ভুলে যাবেন।

মাথা থেকে বিভিন্ন ধরনের অ্যালার্জি জনিত সমস্যা দূর করতে এলোভেরার ব্যবহারঃ

  • এই প্যাকটি আমাদের মাথা থেকে বিভিন্ন ধরনের অ্যালার্জি জনিত সমস্যা দূর করে।

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগে……

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ২ চা চামচ মুলতানি মাটি।
  • ২ টেবিল চামচ নিমপাতার রস।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণগুলো একসাথে করে মাথায় লাগালে বিভিন্ন ধরনের এলার্জি ও ব্রণের সমস্যা যা আমাদের মাথার ত্বকে হয়ে থাকে তা চলে যাবে। এতে করে আমাদের চুল পুষ্টি ফিরে পাবে। এবং চুলের স্বাভাবিক বৃদ্ধি ত্বরান্বিত হবে।

চুল পড়া রোধ করতে এলোভেরার ব্যবহারঃ

চুল পড়া রোধ করতে এলোভেরা

এই প্যাকটি আমাদের চুল পড়া রোধ করতে সাহায্য করে। এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে……

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ২ টেবিল চামচ পেঁয়াজের রস।
  • ১ চা চামচ আমলকির রস।

যেভাবে তৈরি ব্যবহার করবেন

  • উপকরণ তিনটি একসাথে ভালোমতো মিক্স করে প্যাকটি তৈরি করে ফেলতে হবে। এরপর এটি মাথার তালুতে ভালো মতো লাগিয়ে আধাঘন্টা মত অপেক্ষা করে গোসলের সময় শ্যাম্পু করে ফেলতে হবে।
  • অন্ততপক্ষে সপ্তাহে তিনবার এটি ব্যবহার করতে হবে।তাহলে  চুলপড়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।

চুলের আগা ফাটা রোধ করতে এলোভেরার হেয়ারপ্যাকঃ

  • এই প্যাকটি আমাদের মাথার ত্বক স্বাভাবিক হতে সাহায্য করে এবং চুলের আগা ফাটা রোধ করে।

এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে………

  • ২ টেবিল চামচ এলোভেরা জেল।
  • ২ টেবিল চামচ খাঁটি নারিকেল তেল।
  • ২ টেবিল চামচ কালিজিরার তেল।
  • ২ টেবিল চামচ নারিকেল বাটা।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ গুলো একসাথে করে চমৎকার একটি প্যাক তৈরি করে ফেলতে পারবেন। এবং নিয়মিত এই প্যাক আমাদের চুলে লাগালে চুল অনেক বেশি লম্বা হবে। এবং আগা ফাটা দূর হয়ে যাবে।

উপরে চুলের যত্নে যে অ্যালোভেরার হেয়ারপ্যাক গুলোর কথা   আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটি অনেক বেশী কার্যকরী। এবং আমরা আশা করব প্রত্যেকটি প্যাক আপনারা যথাযথ নিয়ম এবং নিয়মিত ভাবে ব্যবহার করবেন। এবং খুব ভাল ফলাফল পাবেন।

এখন আসা যাক…

ত্বকের যত্নে এলোভেরা কতটা কার্যকরীঃ  

  • ত্বকের যত্নে এলোভেরা কতটা কার্যকরী সেটা আজ না জানা কোন বিষয় নয়।
  • ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে যত ধরনের আমরা রূপচর্চার প্যাক ব্যবহার করি প্রায় সব ধরনের প্যাক এ আমরা এই এলোভেরা কে রাখি। কারণ আমরা এর গুনাগুন টা জানি।

এখন ত্বকের যত্নে চমৎকার চমৎকার কিছু ফেইসপ্যাক নিয়ে আলোচনা করা হলঃ

ত্বক থেকে ব্রণের দাগ দূর করতে এলোভেরার ফেইসপ্যাকঃ

ব্রণের দাগ দূর করতে এলোভেরা

এটি আমাদের ত্বক থেকে ব্রণের দাগ দূর করতে সাহায্য করে। এই প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ গুলো লাগে………

  • ২ চা চামচ এলোভেরা জেল।
  • ১ চা চামচ লেবুর রস।
  • ২ চা চামচ টক দই।
  • ২ টেবিল চামচ মুলতানি মাটি।
  • ১ টি পাকা টমেটোর পেস্ট।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • সবগুলো উপকরণ একসাথে ব্লান্ডার করে ফেলার পরে ত্বকে লাগাতে হবে।
  • অন্ততপক্ষে ২০ মিনিটের জন্য ত্বকে রাখার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
  • নিয়মিত অন্ততপক্ষে তিনবার ব্যবহারে আমাদের ত্বক থেকে সম্পূর্ণরূপে ব্রণের সমস্যা দূর হয়ে যাবে। এবং ব্রণের দীর্ঘমেয়াদি যদি কোন কাল দাগ থেকে থাকে তাও চলে যাবে।
রোদে পোড়া দাগ দূর করতে এলোভেরার ব্যবহারঃ

এই প্যাকটি আমাদের ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে দারুন কাজ করে। এই প্যাকটি তৈরি করতে কি কি উপকরণ লাগে………

  • ২ চা চামচ এলোভেরা জেল।
  • ২ টেবিল চামচ পাকা পেঁপের রস।
  • ২ চা চামচ টক দই।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • সবগুলো উপকরণ একসাথে ব্লান্ডার করে আমাদের পুরো ত্বকে লাগাতে হবে।
  • এটি আমাদের ব্রণের কালো দাগের মতো সমস্যা দূর করে সাথে সাথে ত্বককে উজ্জ্বল করে তুলবে।
ত্বক থেকে বিভিন্ন ধরনের বলিরেখা দূর করতে এলোভেরার ব্যবহারঃ
বলিরেখা দূর করতে এলোভেরা

এই প্যাকটি আমাদের ত্বক থেকে বিভিন্ন ধরনের বলিরেখা দূর করে দেয়।  তার পাশাপাশি মাতৃত্ব জনিত যদি কোন দাগ থেকে থাকে তাও দূর করে দেয়।

এটি তৈরি করতে যে সকল উপকরণ লাগে………

  • ২ চা চামচ এলোভেরা জেল।

১ চা চামচ কফি পাউডার।

যেভাবে ব্যবহার করবেনঃ

  • বন্ধুরা সব উপকরণ একসাথে মিক্স করে ফেলার পর এটি ত্বকে লাগাতে হবে।  
  • অন্ততপক্ষে ২৫-৩০ মিনিটের জন্য রেখে দিবেন।
  • এরপর হালকা উষ্ণ গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

এলোভেরা আমাদের চুল ও ত্বকের জন্য এত বেশি উপকার করে যে আমরা এটি সবক্ষেত্রে ব্যবহার করতে পারি। তাই উপরে এলোভেরার যে সকল হেয়ারপ্যাক এবং ফেইসপ্যাক আপনাদের সাথে আলোচনা করলাম, আশা করব প্রত্যেকটি প্যাক নিয়মিত যত্ন সহকারে আপনারা ব্যবহার করবেন এবং ফলাফল কেমন হয় তা অবশ্যই অবশ্যই আপনারা নিজের চোখেই দেখবেন।