সুপ্রিয় বন্ধুরা, মাত্র ৭ দিনে চুল পড়া বন্ধ করতে চমৎকার কিছু প্রাকৃতিক উপকরণ এর সমন্বয়ে ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। পেঁয়াজের মাধ্যমে তৈরি করা কিছু ঘরোয়া টিপস এর মধ্য দিয়ে খুব সহজে অর্থাৎ মাত্র ৭ দিনে আমরা চুল পড়া বন্ধ করে ফেলতে পারি। তার আগে একটি বিষয় আমাদের জেনে নেওয়া উচিত সেটি হল কেন আমাদের চুল পড়ে যায় ? সে বিষয়টির কারণ যদি ভালোভাবে আইডেন্টিফাই করা না যায় তাহলে এর সলিউশন আমরা বের করতে পারবোনা, এবং আজকে যে টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই টিপসগুলো আপনারা যথাযথ ভাবে এপ্লাই করতে পারবেন না। তাই আপনাদের প্রথমে জেনে নেওয়া উচিত কেন আমাদের চুল পড়ে যায়।
চুল পড়ে যাওয়ার কারণঃ
- চুল বিভিন্ন কারণে পড়ে যেতে পারে এবং স্বাভাবিক দৈনিক মাথা থেকে ১০০ টি চুল পড়া স্বাভাবিক।
- কিন্তু ১০০ টার অধিক যদি দৈনিক চুল পড়ে তখন বুঝতে হবে আমাদের চুল পড়া রোগ হয়েছে। বিভিন্ন কারণে চুল পড়ে যেতে পারে……
- জেনেটিক্স বা বংশগত কারণ, দীর্ঘদিন চুলের অপরিচর্যার কারণ, আমাদের চুলের গুঁড়ায় বিভিন্ন জৈবিক তৈলাক্ত পদার্থ এবং ময়লা জমে গিয়ে ব্লাড সার্কুলেশন ঠিকমত না হলে চুল পড়ে যেতে পারে।
- খুশকি ও এলার্জি জনিত সমস্যার ইনফেকশনের কারণে চুলের গোড়া নরম হয়ে যেতে পারে। প্রসাধনী এবং কেমিক্যাল ব্যবহারের কারণে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে।
বন্ধুরা, এখন জানা গেল কি কি কারণে আমাদের চুল পড়ে যেতে পারে। তাই এই সকল বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। কিন্তু চুল পড়া যখন শুরু হয়ে যাবে এই চুল পড়া বন্ধ করতে ঘরোয়া পদ্ধতিতে কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করা যাবে।
১। চুল পড়া রোধ করতে পেঁয়াজের হেয়ারপ্যাকঃ
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে………
- ২ টেবিল চামচ পেঁয়াজের রস।
- ২ চা চামচ এলোভেরা জেল।
যেভাবে ব্যবহার ও তৈরি করবেনঃ
- একটি পাত্রে এলোভেরা জেল এবং পেঁয়াজ একসাথে মিক্স করে যদি আমরা মাথার তালুতে ভালোমতো লাগায় এবং এমন ভাবে লাগানো উচিত যাতে প্রত্যেকটি চুলের গোড়ায় এই মিশ্রণটি ভালোমতো গিয়ে পৌঁছে।
- অন্ততপক্ষে গোসলের আগে ৩০ মিনিট এই মিশ্রণটি মাথায় রেখে দিয়ে গোসলের সময় শ্যাম্পু দিয়ে একসাথে ধুয়ে ফেলতে হবে।
- এটি নিয়মিত সাতদিন ব্যবহারের মধ্য দিয়ে চুলপড়া ১০০% কমে যাবে।
২। চুলের গোঁড়া শক্ত করতে পেঁয়াজের হেয়ারপ্যাকঃ
এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…..
- ২ টেবিল চামচ পেঁয়াজের রস।
- ২ চা চামচ চায়ের লিকার।
- ২ চা চামচ লেবুর রস।
যেভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ
- উপকরণ গুলো একসাথে ভালোমতো মিক্স করতে হবে। এভাবে এই প্যাকটি তৈরি করে ফেলতে হবে।
- এরপরে হাত দিয়ে এই মিশ্রণ থেকে মাথার স্কাল্পের উপর এমন ভাবে লাগাতে হবে যাতে করে প্রত্যেকটি চুলের গোড়ায় মিশ্রণটি যায়।
- অন্ততপক্ষে এক ঘন্টা পর্যন্ত এই মিশ্রণটি মাথায় রেখে গোসলের সময় একসাথে ধুয়ে ফেলতে হবে এবং শ্যাম্পু ব্যবহার করতে হবে।
৩। চুল পড়া রোধ করে চুলকে ঘন কালো করতে পেঁয়াজের হেয়ারপ্যাকঃ
এ প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে………
- ২ টেবিল চামচ পেঁয়াজের রস।
- ২ টেবিল চামচ মুলতানি মাটি।
- ১ চা চামচ কফি পাউডার।
- ১ চা চামচ ক্যাস্টর অয়েল।
যেভাবে ব্যবহার করবেনঃ
- উপকরণ সবগুলো একসাথে মিক্স করে এই প্যাকটি তৈরি করতে হবে এবং তা মাথার স্কাল্পে লাগাতে হবে।
- অন্ততপক্ষে ২০ মিনিটের জন্য এটি মাথায় রেখে গোসলের সময় ধুয়ে ফেলতে হবে।
৪। চুল পড়া রোধ করে চুলকে সিল্কি করতে পেঁয়াজের সাথে আমলকীর আসাধারন হেয়ারপ্যাকঃ
- এখন যে প্যাক টি আপনাদের বলব সেটি এক সপ্তাহের মধ্যে আপনাদের চুল পড়া বন্ধ করবে।
- পাশাপাশি আপনাদের নতুন চুল গজাতে এবং অপুষ্টি চুলকে পুষ্টি জোগাতে দারুন কাজ করে।
যেভাবে তৈরি করবেনঃ
- খাঁটি নারিকেল তেলের সাথে পেঁয়াজের তেল,ক্যাস্টর অয়েল এবং আমলকীর তেল একসাথে যোগ করবেন। সাথে কালোজিরা দিবেন এবং তাতে কয়েকটি লং এবং দারুচিনি ফেলে দিবেন।
- এই মিশ্রণটি আপনি যতদিন ইচ্ছা ততদিন সংরক্ষন করে মাথায় ব্যবহার করতে পারেন। আমরা যে স্বাভাবিক তেল ব্যবহার করি তার পরিবর্তে চুলের যত্নে যদি এই তেল ব্যবহার করি তা আমাদের চুল পড়া বন্ধ করতে ১০০% কাজ করবে।
উপরে যে হেয়ারপ্যাক গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই প্যাকগুলো নিয়মিত ব্যবহারের মধ্য দিয়ে মাত্র ৭ দিনে খুব সহজে আপনারা চুল পড়া বন্ধ করে ফেলতে পারবেন। এবং চুল পড়া বন্ধ করে চুল লম্বা ঘন ও কালো করে নিজের চুলের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন। ধন্যবাদ।