কাঁচা হলুদ ও এলোভেরা জেল দিয়ে কালো ত্বক ফর্সা ও উজ্জ্বল করে নিন মাত্র ৪ মিনিটে | ফর্সা হওয়ার সহজ উপায়

বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি ফেইসপ্যাক শেয়ার করব যেটি মাত্র ২ থকে ৩ বার ব্যবহারে আপনি আপনার ত্বক হতে রোদেপোড়া দাগ সহ সকল ধরণের কালোদাগগুলোকে দূর করে ফেলতে পারবেন।

চেহারা দাগমুক্ত করার উপায়

রোদেপোড়ার কারণে ও ত্বকে মেছতা দেখা দিলে আমাদের ত্বক আগের চেয়ে দিন দিন কালো হয়ে পড়ে। এই ফেইসপ্যাকটি নিয়মিত কিছুদিন ব্যবহার করলে রোদে পোড়া দাগের পাশাপাশি ত্বক হতে মেছতা ও ব্রণের দাগগুলো দূর হয়ে যাবে এবং আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে । আর এটি ফর্সা হওয়ার সব থেকে সহজ উপায় ।

টমেটোর সেরা ফেইসপ্যাক

বন্ধুরা চলুন ,

কালো ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে কাঁচা হলুদ ও এলোভেরার এই ১০০% কার্যকর এই ফেইসপ্যাকটি কিভাবে তৈরী করবেন তা দেখে নেয়া যাক। 

আমাদের ত্বকের যত্নে হ্লুদ কি কি কাজ করে এবং কিভাবে এই হলুদ প্যাক মুখে ব্যবহার করতে হয় আজকে সে সম্পর্কে বিস্তারিতভাবে বলব।

ত্বকের দাগ দূর করার উপায়

ত্বককে ফর্সা ও উজ্জ্বল করতে কাঁচা হলুদ ও এলোভেরা জেলের ফেসপ্যাকঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে………

ত্বক ফর্সা করার ফেইসমাস্ক
  • ২ চা চামচ কাঁচা হলুদ বাটা
  • ২ চামচ গোল চালের গুড়া
  • ৪ চামচ কাঁচা তরল দুধ
  • ১ চামচ এলোভেরা জেল

তৈরি ও ব্যবহার করবেন কিভাবেঃ

  • সবগুলো উপকরণ একসাথে করে ভালোমতো মক্স করে নিন ।
  • এরপরে এটি মুখের মধ্যে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করবেন ।
ত্বক ফর্সা করার উপায়
  • ৩০ মিনিট লাগানোর পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
  • এরপর মানের সুতির কাপড় বা তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।
ত্বক উজ্জ্বল করার নাইট ক্রিম
  • মুখ মুছে নেবার পর ভালো মানের একটি ময়েশ্চারাইজ লাগিয়ে নিন।

এই প্যাকটি কতটা কার্যকর প্রথম ব্যবহারে আপনি বুঝতে পারবেন। কোন ধরনের সাইডএফেক্ট ছাড়াই এটা আমাদের ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও সুন্দর করে তুলবে ।

ত্বক ফর্সা করার উপায়
ত্বক ফর্সা করার উপায়

মুখ ধুয়ে ফেলার পর আপনি নিজেই প্রত্যক্ষ করে দেখবেন কি চমৎকার একটি পরিবর্তন আপনার ত্বকে হয়েছে।

এই ফেসপ্যাক কালো ত্বক ফর্সা ও উজ্জ্বল করার সাথে সাথে আরো যে সকল উপকার দিবেঃ

মুখের দাগ দূর করার উপায়

১। স্থায়ীভাবে উজ্জ্বল হবার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্রণের দাগ থেকে আপনাকে মুক্তি দিবে।

বয়সের ছাপ দূর করতে হলুদের ফেসপ্যাক

২। এই প্যাকটি ব্যবহারে আমাদের ত্বকের বিভিন্ন ধরনের বলিরেখা বয়সের ছাপ ও কুচকানো যে ভাব থাকে তা দূর হয়ে যাবে। তাই এই ধরনের সমস্যাগুলো দূর করতে এই প্যাকটি আপনাদের খুব বেশি কার্যকরী ফলাফল দেবে।

ত্বকের দাগ দূর করতে হলুদের ফেইসপ্যাক

৩। পাশাপাশি চোখের নিচের কালো দাগ, ঘাড়ের পিছনে কালো দাগ, বগলের নিচের কালো দাগ এগুলো দূর করতে কাজ করে।

৪। এই প্যাকটি শরীরে ব্যবহার করলে শরীরও ফর্সা হবে ।

নোটঃ

১। অয়েলি ত্বক বা মুখে চুলকানি থাকলে এলোভেরার পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন।

২। পুরু বডিকে ফর্সা করার জন্য এই প্যাকটি আপ্দেনার পুরো শরীরেও লাগাতে পারেন।

প্রশ্ন-উত্তরঃ

প্রশ্নঃ হ্লুদের এই ফেইসপ্যাক কখন ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় ???

উত্তরঃ গোসলের আগে বা রাতে ঘুমানোর আগে এই প্যাক ব্যবহারে ভাল ফল পাওয়া যায়।

এই ফেইসপ্যাক আপনাদেরকে স্থায়ীভাবে সুন্দর, উজ্জ্বল ও ফর্সা ত্বক পেতে সাহায্য করবে। তাহলে আর ত্বকের সৌন্দর্য নিয়ে চিন্তিত না হয়ে নিয়মিতভাবে এই প্যাক ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন।