ছেলেদের ত্বক ফর্সা করার সহজ কিছু উপায়

রূপচর্চা এই কথাটি শুনলেই প্রথমে আমাদের মাথায় আসে মেয়েদের কথা। কিন্তু যুগ পাল্টাতে শুরু করেছে, বর্তমান সময়ে ছেলে বা মেয়ে কোন ক্ষেত্রে কেউ কারো থেকে পিছিয়ে নয়। একইভাবে রূপচর্চার ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা যে পিছিয়ে তা কিন্তু মোটেও নয়। কারন ছেলেরাও আজকে নিজেকে সুন্দর দেখানোর ব্যাপারে অনেক সচেতন।

আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে আমরা হাজির হয়েছি সেটি হল ছেলেদের সুন্দর ও উজ্জ্বল করতে সহজ উপায় গুলো নিয়ে।  

ছেলেদের ত্বক ফর্সা করার সহজ উপায়গুলোঃ

ছেলেদের ত্বক ফর্সা করার উপায়

আজকে যে সকল উপায়ে ফেইসপ্যাক আপনাদের সাথে শেয়ার করবো এগুলো ব্যবহারের মধ্য দিয়ে আমার ছেলে বন্ধুরা নিজেদের ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা করতে পারবেন। সাথে সাথে সুন্দরের মধ্য দিয়ে আপনার ব্যক্তিত্বকে অনেক গুণে বাড়িয়ে তুলতে পা্রবেন।

  • মেয়েদের তুলনায় ছেলেরা রোধে যায় বেশি এবং ত্বকের যত্ন নেয় কম। তাদের রোদে পোড়া ভাব টা থেকে যায়। সাথে সাথে বিভিন্ন ধরনের কারন আছে… ছেলেদের মুখে ব্রণ বেশি দেখা যায়।  
  • অর্থাৎ যে সকল ছেলেদের ব্রণ হয় তাদের কিন্তু ব্রণের এ প্রবণতা অনেক বেশি তাই বন্ধুরা সব সমস্যার সমাধান ঘটিয়ে কিভাবে আপনারা আপনাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে পারবেন সে বিষয়ে একটু জেনে নিই।

ছেলেদের ত্বকের যত্নে যা যা করনীয়ঃ

  • যখন আপনারা বের হবে তখন যে কোন সিজনে আপনাকে ছাতা নিয়ে বের হতে হবে অর্থাৎ আপনার ত্বকের সৌন্দর্যের প্রধান শত্রু রোদ। রোদকে কিছুতে কাছে আসতে দেওয়া যাবেনা।
  • জুতা পড়ার সময় পা ডেকে রাখা যায় এরকম জুতা পরতে হবে।
  • বাইরে বের হওয়ার সময় ছেলে হোক মেয়ে হোক আমাদের সানস্ক্রিম অবশ্যই লাগাতে হবে।
ছেলেদের শরীর ফর্সা করার উপায়
  • এসব কিছুর পাশাপাশি যে কাজটা আমাদের করতে হবে তা হলো আমাদের ছেলেবন্ধুরা খাবারের ব্যাপারে তেমন একটা সচেতন নয়।  তাদেরকে স্বাস্থ্যসম্মত খাবারের পাশাপাশি প্রচুর পরিমাণে পানি খেতে হবে।  

ঘরোয়া উপায়ে ছেলেদের ত্বক ফর্সা করার উপায়ঃ

১। ছেলেদের ত্বকের যত্নে এলভেরা ও মধুঃ

এ ফেইসপ্যাক টি তৈরি করার জন্য যে সকল উপকরণ লাগবে……

  • ২ চা চামচ এলোভেরা জেল।
  • ১ চা চামচ লেবুর রস।
  • মধু।  

যেভাবে ব্যবহার করবেনঃ

  • উপকরণ তিনটি একসাথে করে আপনারা যদি মুখে লাগান তাহলে আমাদের মুখ থেকে যত ধরনের অবাঞ্ছিত দাগ রয়েছে তা দূর হয়ে যাবে।
  • সাথে সাথে আমাদের মুখ অনেক বেশি উজ্জ্বল ও ফর্সা দেখাবে।

২। ছেলেদের মুখ থেকে দাগ ও ময়লা দূর করার জন্য পাকা ট্মেটো ও চিনিঃ

এই ক্ষেত্রে যে কাজটি করতে হবে…………

  • ১ টি পাকা টমেটো।
  • কিছু পরিমাণ চিনি।

যেভাবে তৈরি করবেনঃ

  • পাকা টমেটো কেটে চিনির উপর বসিয়ে রেখে কিছুক্ষণ তারপরে ট্মেটো দুটি মুখে মাসাজ করবেন।
  • এই প্যাকটি মুখের ফেসওয়াশ এর মত কাজ করে এবং হোয়াইট হেডস দূর করতে কিন্তু মারাত্মকভাবে কাজ দেয়।

৩। ছেলেদের ত্বক উজ্জ্বল করতে মুলতানি মাটি ও তরল দুধঃ

এই প্যাকটি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে…………

  • ২ টেবিল চামচ মুলতানি মাটি।
  • ১টেবিল চামচ তরল দুধ।

যেভাবে ব্যবহার করবেনঃ

ছেলেদের রূপচর্চা করার উপায়
  • উপকরণ একসাথে মিক্স করে মুখে আপনারা লাগিয়ে নিবেন।
  • অন্ততপক্ষে ২০ মিনিটের জন্য।
  • শুকিয়ে গেলে ভালোমতো ধুয়ে ফেলবেন।
  • তারপরে আপনারা ছেলেবন্ধুরা যে যেরকম ক্রিম ইউজ করেন তারা লাগিয়ে নেবেন।
  • আপনাদের মুখে যখন কোন ব্রণ বা কোন বিচি উঠবে তখন মুখ দিয়ে সেটাকে গেলে ফেলতে বা উঠিয়ে নিতে চাইবেন না। এতে করে ব্রণ ওঠার চারিপাশের জায়গায আপনি ডেমেজ করে ফেলতে পারেন।  
৪। ছেলেদের ত্বকের যত্নে কেস্টর অয়েল ও গোলাপ জলঃ

এটি ব্যবহারের মধ্য দিয়ে আপনি আপনার ত্বককে অনেক বেশি উজ্জ্বল ও নরম তুলতুলে করতে পারেন।

  • স্বাভাবিকভাবে আমরা জানি ছেলেদের ত্বক মেয়েদের ত্বকের চেয়ে  একটু বেশি শক্ত হয়। কিন্তু বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহারের মধ্য দিয়ে ছেলে বন্ধুরা আপনারাও আপনাদের ত্বকে একটি আকর্ষণীয় লুক আনতে পারেন।
  • এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে প্রথমেই নিতে হবে…………
  • ২ চামচ কেস্টর অয়েল
  • ১ চা চামচ গোলাপ জল।

যেভাবে ব্যবহার করবেনঃ

উপকরন গুলো মিক্স করে মুখে লাগান। মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন ।

ফলাফল নিজের চোখে দেখতে পাবেন।

এই প্যাকগুলো ব্যবহারের মধ্য দিয়ে যে কোন ছেলে খুব সহজে নিজেকে সুন্দর ও কোমল ত্বকের অধিকারী করতে পারেন।