চুলকে আমাদের সৌন্দর্যের বাহ্যিক প্রতীক বললে খুব একটা ভুল বলা হবে না । ঘন, কালো,মসৃণ এবং স্বাস্থ্যজ্জ্বল চুলের জন্য নারী-পুরুষ নির্বিশেষে চুলের যত্নে কত কিছুই না করে থাকেন। কিন্তু তার পরেও আমাদের সবার চুল প্রত্যাশা অনুযায়ী হয় না।
অনেকেই চুল নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে চুল পড়ে যাওয়া। চুলের গোড়ায় বিভিন্ন পুষ্টি উপাদানের অভাবে সাধারণত চুল পড়ে যায়। আর সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে চুলের গোড়ায় পুষ্টি উপাদানের যোগান দেয় আমলকি।
বন্ধুরা ভিটামিন সি সমৃদ্ধ আমলকি ফল ছোট হলেও এর যেমন আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক তেমনি এটি আমাদের ত্বক ও চুলের যেত্নও এটি অত্যন্ত কার্যকরী।
তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক শতভাগ চুল পড়া রোধে আমলকীর বিশেষ এবং অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাক ।
শতভাগ চুল পড়া বন্ধ করতে আমলকির অত্যন্ত কার্যকরী ব্যবহার পদ্ধতি সমূহঃ
আমলকি ও মেহেদি পাতাঃ
1 টেবিল -চামচ আমলকির গুঁড়া।
2 থেকে 3 টেবিল-চামচ মেহেদি পাতা বাটা।
একটি ডিম ও
2 চা চামচ লেবুর রস
একটি পরিষ্কার পাত্রে সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে মিহি করে নিয়ে আমলকির মিশ্রণটি তৈরি করে নিন।
এবার প্রথমে কুসুম গরম নারিকেল তেল 5 থেকে 10 মিনিট চুলে এবং মাথার ত্বক এর উপর ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে দিন।
এবার চুলের গোড়ায় এবং সম্পূর্ণ চুলে ব্রাশের সাহায্যে মিশ্রণটি লাগিয়ে নিন।
ভালোভাবে শুকানোর জন্য এক ঘণ্টা সময় দিয়ে শ্যাম্পু করে নিন।
চুল পড়া রোধে আমলকির মিশ্রণটির উপকারিতাঃ
মিশ্রণটিতে বিদ্যমান মেহেদি পাতা চুলের গোড়া মজবুত করে। ফলে শতভাগ চুল পড়া বন্ধ হয়।
ডিমে বিদ্যমান প্রোটিন মাথার ত্বক এবং চুলে পুষ্টি যোগিয়ে চুল পড়া কমিয়ে আনবে ।
বিশেষ দ্রষ্টব্যঃ
১। শতভাগ চুল পড়া বন্ধ করতে সপ্তাহে অন্তত দুবার মিশ্রণটি ব্যবহার করুন।
২। আমলকী বা আমলকির মিশ্রণে কোন উপাদান যদি আপনার ত্বকের জন্য এলার্জিক হয়ে থাকে তাহলে সেটি ব্যবহার বন্ধ করুন।
৩। আমলকির মিশ্রন লাগিয়ে রোদে বা গরম স্থানে যাবেন না।
৪। চুল ধোয়ার পরে বা শ্যাম্পু করার পরে বেশি সময় ভিজিয়ে রাখবেন না। যত দ্রুত সম্ভব চুল শুকিয়ে নেবেন।
কোথায় পাওয়া যাবে?
আমলা পাউডার এবং আমলকির তেল বাজারের যেকোন প্রসাধনীর দোকানে পাওয়া যাবে।
আমলকি এবং আমলা পাউডার যেকোনো ধরনের ভেষজ ফলের দোকানে পাওয়া যাবে।
শতভাগ চুল পড়া বন্ধ করতে আমলকি একটি অনন্য প্রাকৃতিক গুণাবলী সম্পন্ন উপাদান। দ্রুত এবং কার্যকর ফলাফল পেতে আমলকির মিশ্রন সমূহ সপ্তাহে কমপক্ষে দুইবার ব্যবহার করুন। শতভাগ চুল পড়া বন্ধ করে ঘন, কালো, উজ্জ্বল মসৃণ এবং আকর্ষণীয় চুল পেতে আমাদের নির্দেশিত পন্থা সমূহ অনুসরণ করে আমলকির মিশ্রণ গুলো ব্যবহার করুন।