ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করতে গোলাপের পাপড়ির অত্যন্ত কার্যকরী কিছু ফেইসপ্যাক।

ত্বকের যত্নে বহুকাল ধরেই গোলাপের পাপড়ির ব্যবহৃত হয়ে আসছে। গোলাপের পাপড়িতে বিদ্যমান বিভিন্ন ধরণের এন্টি-অক্সিডেন্ট জনিত উপাদান আমাদের  ত্বককে ভেতর থেকে রিফ্রেশ রাখে এবং ত্বককে করে তোলে উজ্জ্বল ফর্সা ও আকর্ষণীয়।

কয়েকটা গোলাপের পাপড়িই ত্বককে গ্লোয়িং,রেডিয়েন্ট ও হেলদি করতে তুলতে সাহায্য করে।  তাই আপনারা যারা কেমিক্যাল ব্যবহার করতে করতে নিজের অজান্তেই ত্বকের বিভিন্ন ধরনের ক্ষতি সাধন করে আসছেন এবং।

সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করার উপায় খুঁজছেন তাদের জন্যই এই কার্যকরী ফেইসপ্যাক।

তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে ঘরে বসেই সুন্দর ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে গোলাপের পাপড়ির অত্যন্ত কার্যকরী কিছু ফেইসপ্যাক।

ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করতে গোলাপের পাপড়ির কার্যকরী ফেসপ্যাক সমূহঃ

কমলালেবুর খোসা ,মধু এবং গোলাপের পাপড়ির ফেসপ্যাকঃ

এই ফেসপ্যাকটি ত্বকের কালো দাগ দূর করে ত্বককে অতিমাত্রায় ফর্সা করবে।

প্রয়োজনীয় উপাদানঃ

  • ২ চামচ গোলাপের পাপড়ির পেস্ট
  • ২ চামচ কমলালেবুর খোসার গুড়ো
  • ২ চামচ মধু
  • ৪ চামচ কাঁচা তরল দুধ

প্যাকটি কিভাবে তৈরী ও ব্যবহার করবেনঃ

ধাপঃ

১। সবার প্রথমে কমলালেবুর খোসা ভালোভাবে রোদে শুকিয়ে গুড়ো করে নিন।

২। এরপর একটি পরিষ্কার পাত্রে ২ চামচ গোলাপের পাপড়ির পেস্ট ২ চামচ কমলালেবুর খোসার গুড়ো এবং ২ চামচ মধু ও ৪ চামচ কাঁচা তরল দুধ ভালোভাবে মিশিয়ে গোলাপের পাপড়ির ফেসপ্যাকটি তৈরি করে নিন।

মেছতা দূর করার উপায়

৩।  এবার প্রথমেই পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

৪। তারপর তুলা বা মুখের ব্রাশের সাহায্যে গোলাপের পাপড়ির ফেসপ্যাকটি মুখ এবং গলায় ভালোভাবে লাগিয়ে নিন।

 ৫। শুকানোর জন্য ২০ থেকে ২৫ মিনিট সময় দিয়ে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

ত্বক ফর্সা করার উপায়

 ৬। এরপর ত্বক ময়েশ্চারাইজ করে নিন।

নোটঃ

 সপ্তাহে অন্তত ২ বার এই গোলাপের পাপড়ির ফেসপ্যাকটি ব্যবহার করুন।

বেসন , দইগোলাপের পাপড়ির ফেসপ্যাকঃ

ত্বককে উজ্জ্বল ও ফর্সা করার পাশাপাশি ত্বকের ধুলোবালি, ময়লা এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে ত্বককে পরিষ্কার এবং রোগমুক্ত রাখতে এই গোলাপের পাপড়ির ফেসপ্যাকটি অত্যন্ত কার্যকরী হবে ।

প্রয়োজনীয় উপাদানঃ

  • ২ চামচ গোলাপের পাপড়ির গুড়া
  • ২ চামচ বেসন
চুলের আগা ফেটে যাওয়া দূর
  • ২ চামচ দই
  • পরিমাণ মত গোলাপ জল

প্যাকটি কিভাবে তৈরী ও ব্যবহার করবেনঃ

ধাপঃ

১। প্রথমেই একটি পাত্রে সব উপাদান এক সাথে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

গোলাপের পাপড়ির কার্যকরী ফেসপ্যাক

২। এরপর তোলা বা হাতের সাহায্যে পেস্টটি মুখ এবং গলায় ভালোভাবে স্ক্রাব করে নিন।

৩। ১৫ থেকে ২০ মিনিট শুকানোর জন্য দিন ।

৫। এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

নোটঃ

 দাগমুক্ত উজ্জ্বল এবং ফর্সা ত্বক পেতে সপ্তাহে কমপক্ষে ৩ বার প্যাকটি ব্যবহার করুন।

 বিশেষ দ্রষ্টব্যঃ

 গোলাপের পাপড়ি অথবা গোলাপের পাপড়ির ফেসপ্যাকে বিদ্যমান কোন ধরনের উপাদান যদি আপনার ত্বকের জন্য এলার্জিক হয়ে থাকে তাহলে এটির ব্যবহার বন্ধ করুন।

 ফেস মাস্ক লাগিয়ে রোদে বা ধুলাবালি যুক্ত স্থানের যাবেন না।

 যথাসম্ভব সতেজ অথবা তাজা গোলাপের পাপড়ি সগ্রহ করবেন।

ফেসপ্যাক তৈরি করে সংগ্রহ করবেন না। তৈরি করার সাথে সাথেই সেটি ব্যবহার করে নিবেন।

 গোলাপের পাপড়ির সংগ্রহের সময় গোলাপের কাটা যেন না আসে সে বিষয়ে খেয়াল রাখবেন।

 গোলাপের পাপড়ির পেস্ট মুখে স্ক্রাব করার সময় অতিরিক্ত চাপ দিবেন না।

 গোলাপের পাপড়ির ফেইসপ্যাক

দাগ মুক্ত,উজ্জ্বল এবং ফর্সা ত্বকের জন্য উপযুক্ত গোলাপের পাপড়ির ফেসপ্যাক গুলো অত্যন্ত কার্যকরী। তাই উজ্জ্বল এবং ফর্সা ত্বক পেতে আমাদের নির্দেশিত নিয়ম অনুযায়ী গোলাপের পাপড়ির ফেসপ্যাক গুলো ঘরে বসেই সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি করে ব্যবহার করুন।