ব্রণের দাগ দূর করতে চারকোল পাউডার ব্যবহারের বিশেষ কৌশল সমূহ

আমাদের সৌন্দর্যের অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে ব্রণ এবং ব্রণের দাগ। প্রায় সব বয়সের মানুষের সৌন্দর্যে  ব্রণের দাগ বিষয়টি অত্যন্ত দুশ্চিন্তায়। ব্রণের দাগ দূর করতে আমরা অধিকাংশ সময়ই অনেকেই বিভিন্ন ধরনের কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করে থাকি। কিন্তু এর ফলে সাময়ীকভাবে লাভবান হলেও দীর্ঘস্থায়ীভাবে আমাদের ত্বকের অনেক ধরনের ক্ষতি সাধন করে বসেছি। ব্রণের দাগ দূর করতে লাগবে কিছু প্রাকৃতিক উপাদান। ঠিক তেমনি একটি কার্যকরী প্রাকৃতিক উপাদান হচ্ছে চারকোল বা সক্রিয় কয়লা । অবাক হওয়ার কিছুই নেই বন্ধুরা এই কয়লা থেকে রয়েছে ব্রণ  এবং ব্রণের দাগ সম্পূর্ণরূপে দূর করার অত্যন্ত কার্যকরী কিছু উপাদান। চারকোল পাউডার  এর সঠিক ব্যবহার পদ্ধতি জেনে আপনি আপনার ত্বকের ব্রণের দাগ, বলিরেখা এবং বিভিন্ন দাগ দূর করতে পারেন। তাই আমাদের এই আলোচনা সাজিয়েছি চারকোল পাউডার ব্যবহার করে কিভাবে ব্রণের দাগ দূর করবেন তার কিছু বিশেষ কৌশল নিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক ব্রণের দাগ দূর করতে চারকোল পাউডার ব্যাবহারের  বিশেষ কৌশল সমূহ।

চারকোল পাউডার কি?

  সাধারণ কয়লা এবং চারকোল পাউডার বা সক্রিয় কয়লার মধ্যে অসংখ্য  পার্থক্য রয়েছে। সক্রিয় কয়লা বা চারকোলে কোন ধরনের ক্ষতিকারক উপাদান থাকে না। পাটকাঠি,  হাড়,  নারকেলের শক্ত আবরণ, জলপাই কাঠ ইত্যাদি উপাদান পুড়িয়ে তৈরি করা হয় চারকোল। বিশেষ প্রক্রিয়ায় অক্সিডাইজ করে ফাঁপিয়ে তৈরি হয়  চারকোল।অ্যাক্টিভেটেড কার্বন নামেও সক্রিয় কাঠকয়লা বা চারকোল পরিচিত।

 ব্রণের দাগ দূর করতে চারকোল পাউডার ব্যাবহারের বিশেষ কৌশল সমূহঃ

 চারকোল পাউডার এর সাথে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান  এভাবে ব্যবহার করলে ব্রণের দাগ অতিশীঘ্রই দূর হবে।

 চারকোল পাউডার এবং মধুঃ

  একটি পরিষ্কার পাত্রে 1 চা-চামচ চারকোল পাউডার বা কয়লা এবং এক চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন চারকোল পাউডার এর বিশেষ ফেসপ্যাকটি। এরপর মুখ পরিষ্কার করে হাতের সাহায্যে মিশ্রণটি মুখে ভালভাবে লাগিয়ে নিন। দুই থেকে তিন মিনিট হাতের সাহায্যে আলতোভাবে স্ক্রাব করে নিন। এরপর 7 থেকে 10 মিনিট সময় দিয়ে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দু’বার এই চারকোল পাউডার এর  মিশ্রণটি ব্যবহার করলে আপনার ত্বক থেকে ব্রণ এবং ব্রণের দাগ সম্পূর্ণরূপে দূর হবে।

 চারকোল এবং অ্যালোভেরাঃ

 আধা কাপ এলোভেরা জেলের 1 চা চামচ চারকোল পাউডার ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন ব্রণের দাগ দূর করতে চারকোল পাউডার এর বিশেষ ফেসপ্যাকটি।

 এরপর মিশ্রণটি আপনার ত্বকে  তুলা বা মুখের ব্রাশের সাহায্যে ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।

 10 মিনিট পর ভেজা কাপড় দিয়ে মাস্ক টি তুলে নিল।

 চারকোল এর এই ফেসপ্যাকটি শুধুমাত্র ব্রণের দাগ দূর করে ক্ষান্ত হয় না বরং ত্বককে রাখে সব সময় আদ্র।  ত্বকের বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সম্পূর্ণ দূর করে ত্বককে রাখে সতেজ, কোমল ও আকর্ষণীয়।

 এই চাকুলিয়া ফেসপ্যাকটি স্কিন কেয়ার হিসেবেও ব্যবহার করা যাবে।

 চারকোল এবং লেবুঃ

 1 চা চামচ চারকোল পাউডার এর সাথে দুই থেকে তিন ফোঁটা লেবুর রস এবং পরিমাণমতো গোলাপজল ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন চারকোল পাউডার এর এই বিশেষ ফেসপ্যাক।

  এরপর পরিষ্কার পানিতে মুখ ধুয়ে নিয়ে পরিস্কার  হাতের সাহায্যে আলতোভাবে স্ক্রাব করে উপরোক্ত ফেসপ্যাক টি লাগিয়ে নিন।

 7 থেকে 10 মিনিট পর্যন্ত রেখে দিয়ে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

 ফেসপ্যাকটি ব্রণের দাগ দূর করার সাথে সাথে ত্বকের কালচে দাগ ছোপ ছোপ দাগ এবং বুড়িয়ে যাওয়া ভাব দূর করতে অত্যন্ত কার্যকরী।

চারকোল, নারিকেল তেল এবং  বেকিং সোডাঃ

  একটি পরিষ্কার পত্রের একটা চামচ চারকোল পাউডার আধা চা চামচ নারকেল তেল একটা চামচ বেকিং সোডা এবং পরিমাণমতো এসেনশিয়াল অয়েল নিয়ে ভালোভাবে গুলিয়ে চারকোল এর ফেসপ্যাক টি তৈরি করে নিন।

  এরপর পরিষ্কার মুখে তোলা বা হাতের সাহায্যে মিশ্রণটি মুখে এবং গলায় ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।

  5 থেকে 10 মিনিট ভালোভাবে শুকানোর জন্য সময় দিয়ে ঠান্ডা জলে ত্বক পরিষ্কার করে নিন।

  চারকোলের এই ফেসপ্যাকটি ত্বক থেকে ব্রণের দাগ কালচে দাগ বলিরেখা ইত্যাদি দূর করে।

 ব্ল্যাকহেডস দূর করতে চারকোলের এই ফেসপ্যাকটি অত্যন্ত কার্যকরী।

 ত্বকের দাগ দূর করে ত্বককে গভীর থেকে ফর্সা ও উজ্জ্বল করে তুলতে সাহায্য করে।

 চারকেল পাউডার এবং আপেল সিডার ভিনেগারঃ

 এক চা চামচ এক্টিভেটেড চারকোল এবং 1 চা-চামচ আপেল সিডার ভিনেগার ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন চারকোলের বিশেষ ফেসপ্যাকটি।

  পরিষ্কার  মুখে ও গলায় এটি ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।

 5 মিনিট অপেক্ষা করে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন।

 এটি ত্বক হতে  ব্রণের দাগ দূর করে ত্বককে গভীর থেকে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে।

চারকোল এবং গোলাপজলঃ

 এক চা চামচ চারকোল পাউডার এর সাথে পরিমাণমতো গোলাপজল ভালোভাবে মিশিয়ে পরিষ্কার মুখে লাগিয়ে  ভালো কবে স্ক্রাব করে নিন।

  এরপর পাঁচ মিনিট মতো অপেক্ষা করে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

 এটি ত্বকে ব্রণের দাগ দূর করে ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করে তোলে।

 বিশেষ দ্রষ্টব্যঃ

 চারকোল পাউডার কারো ত্বকের জন্য এলার্জিক হলে এর ফেসপ্যাক সমূহ ব্যবহারে বিরত থাকুন।

  চারকোল পাউডার এর বিভিন্ন মিশনসমূহ মুখে লাগিয়ে রোদে, গরম স্থানে বা ধুলাবালিতে যাবেন না।

  অতিরিক্ত তৈলাক্ত ত্বকে চারকোল পাউডার এর সাথে মিশ্রিত তেল এর ফেস প্যাক টি ব্যবহার করবেন না।

  চার কুল এবং লেবুর মিশ্রণে তৈরি ফেসপ্যাক ব্যবহারের পর পরেই ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।

 চারকোল কোথায় পাওয়া যায়?

 ফার্মাসিতে ক্যাপসুল আকারে চারকোল পাউডার পাওয়া যায়।

  বিভিন্ন অনলাইন শপে এখন চারকোল পাউডার বিক্রি হয়।

 বেশ কিছু ভেষজ পণ্যের দোকান এবং প্রসাধনীর দোকানেও চারকোল পাওয়া যায়।

 চারকোল পাউডার বা অ্যাক্টিভেটেড কয়লায় রয়েছে বিভিন্ন প্রাকৃতিক উপাদান যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের ত্বক থেকে বলিরেখা, দাগ, বুড়িয়ে যাওয়া ভাব, ব্রণের দাগ এবং ব্রণ দূর করে আমাদের ত্বককে করে তোলে উজ্জ্বল কোমল এবং আকর্ষণীয়। তাই সুস্থ, সুন্দর, উজ্জ্বল, দাগহীন এবং ফর্সা ত্বক পেতে আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে ঘরে বসেই চারকোল পাউডার ব্যবহার করুন।

 ধন্যবাদ