বন্ধুরা আজ আমরা থাইরয়েড গ্রন্থি সম্পর্কে বিস্তারিতভাবে জানব।
থাইরয়েড গ্রন্থি কিঃ
থাইরয়েড গ্রন্থি একটি নালীবিহীন গ্রন্থি যা শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। থাইরয়েড শব্দটি গ্রিক শব্দ যার অর্থ যার অর্থ বর্ম। এটি গলার সামনে নিচের দিকে ও দুই পাশে থাকে।
দেখতে প্রজাপতির মতো এই হরমোন শরীরের বিপাকক্রিয়া শারীরিক ও মানসিক বৃদ্ধি ক্যালসিয়ামের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে।
থাইরয়েড রোগের উপসর্গ ও লক্ষণঃ
বন্ধুরা যেসকল লক্ষণ গুলো দেখলে আমরা খুব সহজে বুঝতে পারব আমরা থাইরয়েড রোগে ভুগছি কিনা, তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক থাইরয়েড রোগের লক্ষণ গুলো কি কি…………
- কাজ করতে এনার্জি না পাওয়া বা ক্লান্ত বোধ হওয়া।
- খাবারের রুচি কমে যাওয়া বা পর্যাপ্ত খাবার না খাওয়ার পরেও শরীরের ওজন বেড়ে যাওয়া।
- ঠান্ডা একদমই সহ্য করতে না পারা।
- মেয়েদের মাসিকের সময় প্রচুর রক্ত যাওয়া ও অনিয়মিত মাসিক হওয়া।
- মুখ বা গলা ফুলে যাওয়া।
- হতাশাগ্রস্ত হওয়া।
- মাংসপেশিতে ব্যথা
- পায়খানা কষা হওয়ার পর মানসিক অবসাদে ভোগা।
- যৌন চাহিদা কমে যাওয়া
- হার্ট এর গতি কমে যাওয়া
- থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়া বা গোটা গোটা ওঠা,
এ সমস্ত লক্ষণ গুলো দেখলে আমরা খুব সহজে বুঝতে পারব আমরা থাইরয়েড রোগে আক্রান্ত হয়েছি। আমাদের খুব দ্রুত চিকিৎসার দরকার। এ ধরনের লক্ষণগুলো দেখলে আমাদের উচিত খুব দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করা।