ত্বকের যত্নে মুলতানি মাটি ও টমেটোর কার্যকরী ফেইসপ্যাক

ত্বকের যত্নে মুলতানি মাটি ও টমেটোর কার্যকরী ব্যবহার সম্পর্কে আজ আমরা জানবো। টমেটোর মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ‘ জিংক,আয়রন,  ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সিলিকন টমেটোর মধ্যে থাকা উপাদানগুলো ত্বকের পরিচর্যায় অসাধারণ ভূমিকা রাখে।

ত্বকের দাগ দূর করতে মুলতানি মাটি

মুলতানি মাটির সাথে টমেটোর রস মিশিয়ে মুখে লাগালে ত্বককে গভীর ভাবে পরিষ্কার করার পাশাপাশি ত্বকের নানান সমস্যার সমাধান করে দেয়।

সানস্ক্রিন হিসাবে মুলতানি মাটির সাথে টমেটোর ফেইসপ্যাকঃ

প্রাকৃতিক সানস্ক্রিন হিসাবে টমেটো অনেক কার্যকরী ভূমিকা রাখে। ত্বকের যত্নে অত্যন্ত ক্ষতিকর রশ্মি হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি।

এটি হতে রক্ষা করার জন্য প্রয়োজন সানস্ক্রিন, কিন্তু আমরা কৃত্রিম অনেক ফেসিয়াল বা অনেক সানস্ক্রিম ইউজ করে থাকি, যা আমাদের ত্বকের জন্য মাঝে মাঝে অনেক খারাপ কিছু নিয়ে আসে।মুলতানি মাটির সাথে ট্মেটো ব্যবহারের ফলে এটি প্রাকৃতিক সানস্ক্রিম হিসেবে কাজ করে।  

তাহলে এখন দেখা যাক কিভাবে মুলতানি মাটির সাথে টমেটোকে আমরা প্রাকৃতিক সানস্ক্রিম হিসেবে ব্যবহার করতে পারি………

যে সকল উপাদান গুলো লাগবেঃ

ত্বক ফর্সা করতে টমেটোর ফেসপ্যাক
  • টমেটোর রস ২ টেবিল চামচ
  • বাটার মিল্ক বা দুধের ছানা ৪ টেবিল-চামচ
মুলতানি মাটি চেনার উপায়
  • মুলতানি মাটি ১ বাটি।

কিভাবে এই প্যাকটি তৈরি ও ব্যবহার করবেনঃ

উপাদান গুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।

এরপর এই মিশ্রণটি মুখে লাগাতে হবে মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করা লাগবে।

ত্বক ফর্সা করার রেমেড়ি

৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

এরপর একটি ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

মসরাইজার ব্যবহারের ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই যার যেরকম ময়েশ্চারাইজার মুখের সাথে মানানসই ওই রকম ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

ব্লেক হেডস দূর করতে মুলতানি মাটি ও টমেটোঃ

ত্বকের সৌন্দর্যকে ম্লান করে দেয় ব্ল্যাকহেডসের মত সমস্যাগুলো। তাই ব্ল্যাকহেডসের মতো সমস্যা সবার জন্য একটি আতংকের বিষয়। তাই আমাদের উচিত কোন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার না করে ত্বকের কোনোভাবে ক্ষতি না করে এই ধরনের ব্ল্যাকহেডস দূর করার।

এটি দূর করার জন্য সবচেয়ে সহজ ও ঘরোয়া উপাদান হলো টমেটোর সাথে মুলতানি মাটি ও অন্যান্য উপকরণ মিশিয়ে আমরা খুব সহজে আমাদের মুখের ব্ল্যাকহেডস দূর করতে পারি।

ত্বককে উজ্জ্বল করার জন্য টমেটোর কার্যকরী ব্যবহার এখন আমরা আপনাদের সাথে শেয়ার করব। এজন্য যে প্যাক টি তৈরি করতে হবে ।

যে সকল উপাদান গুলো লাগবেঃ

একটি পাকা টমেটো

১ টবিল চামচ মুলতানি মাটি

কিভাবে এটি তৈরি ও ব্যবহার করবেনঃ

প্রথমে একটি প্লেটে মুলতানি মাটি নিন।

ত্বক ফর্সা করার উপায়

এরপর টমেটো কেটে দুই টুকরো করে নিতে হবে।

এক টুকরো টমেটো নিয়ে এর মধ্যে মুলতানি মাটি লাগিয়ে ত্বকের ব্ল্যাকহেডস প্রভাবিত এলাকা মাসাজ করতে হবে।

ত্বক টানটান করার রেমেড়ি

১০ মিনিট সময় নিয়ে এটা ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করার পর ৫ মিনিট সময়ের জন্য রেখে দিয়ে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলতে হবে।

বন্ধুরা আজকে অনেক গুরুত্বপূর্ণ প্যাক আপনাদের সাথে শেয়ার করলাম । ত্বকের যত্নে টমেটো এমন একটি উপাদান যেটি ত্বকের হাজারো সমস্যার সমাধান করে।

ফর্সা ত্বক পেতে ভিটামিন ই

মুলতানি মাটির সাথে এটির মিশ্রণে এর ফলাফল আরো অনেক গুণ বেড়ে যায় । তাই ত্বকের যে কোন সমস্যা সমাধানে মুলতানি মাটি ও টমেটোর ফেইসপ্যাক ব্যবহার করুন।