১ বার ব্যবহারে চুল সিল্কি ও ঝলমলে করার কার্যকারী উপায়। চুল সিল্কি ও সুন্দর রাখতে চুল ধোয়ার আগে অবশ্যই ব্যবহার করবেন

চুলের সৌন্দর্য মেয়েদের পুরো শরীরের সৌন্দর্যের যেন কেন্দ্রবিন্দু। চুল সুন্দর থাকলে মেয়েদেরকে অনেক বেশী সুন্দরী ও আকর্ষণীয় লাগে।

চুল লম্বা করার উপায়

তাই বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র ১ বার ব্যবহারে চুল সিল্কি ও ঝলমলে করার কার্যকারী উপায়। চুল সিল্কি ও সুন্দর রাখতে চুল ধোয়ার আগে অবশ্যই এই উপায়টিকে ব্যবহার করবেন।

১ বার ব্যবহারে চুল সিল্কি ও ঝলমলে করার কার্যকারী উপায়

প্রয়োজনীয় উপাদানঃ

মুলতানি মাটি চেনার উপায়

৩ চামচ মুলতানি মাটি

২ চামচ এলোভেরা জেল

৪ টি ভিটামিন ই

চুল সিল্কি করার উপায়

১ কাপ কাঁচা তরল দুধ

তৈরী ও ব্যবহার পদ্ধতিঃ

  • প্রথমে এলোভেরা ছাড়া বাকি উপকরণগুলো একটি পাত্রে নিয়ে ভাল করে মিশিয়ে নিন।
  • এরপর এলোভেরা জেল দিয়ে এলোভেরা মিক্স করে প্যাকটি তৈরি করে ফেলবেন।
চুল সিল্কি করার উপায়
  • হেয়ার প্যাকটি তৈরি হয়ে চুলের মধ্যে লাগিয়ে নিন। ( মাথার স্কাল্পে লাগাবেন না )
  • হেয়ার প্যাকটি চুলে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন ।
চুল পড়া বন্ধ করার উপায়
  • এরপর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন ।

নোটঃ

এই প্যাকটি যদি আমরা আমাদের গোসলের আগে মাথায় লাগায় এবং গোসলের পরে আমরা শ্যাম্পু করে ধুয়ে ফেলি তাহলে চমৎকার ফলাফল পাওয়া যায়।

বন্ধুরা আপনারা সপ্তাহ অন্ততপক্ষে তিন দিন এই ভাবে ইউজ করতে পারেন।

কলার হেয়ার প্যাক

উপরে বলা এই প্যাকগুলো যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন, তাহলে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন সবচেয়ে বেশি স্বাস্থ্যোজ্জ্বল এবং সুন্দর সিল্কি চুল।