প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের পরিচর্যা করা যায়।রাসায়নিক উপাদানের মতো এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই ভিটামিন সি আর অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ শসা ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে।
শসা হচ্ছে সালাদের মধ্যে বহুল পরিচিত একটা সবজি, অল্প দামের এই সবজিটি খাওয়া দাওয়ার পাশাপাশি ত্বকের যত্নে ও ব্যবহার করতে পারি। শসার প্রায় ৯০ শতাংশ পানি,ভিটামিন সি,ভিটামিন কে ও ক্যাফিক এসিড থাকে যা ত্বককে উজ্জ্বল মসৃণ ও নরম করে।
শসা আমাদের হাতের নাগালে থাকে তাই সহজে ত্বকের যত্নে আমরা শসা ব্যবহার করতে পারি। স্বাস্থ্যরক্ষার পাশাপাশি শসা আমাদের ত্বকের জন্য উপকারী। রূপচর্চায় শসার বহুমাত্রিক ব্যবহার রয়েছে।
শসার ফেসপ্যাক বাড়িতে তৈরি করে ত্বকে লাগিয়ে ত্বককে আরো উজ্জ্বল করতে পারেন। শসার এই ফেসপ্যাকগুলো চোখের নিচের কালো দাগ সহ মুখের সকল দাগ দূর করবে ।
চলুন ত্বক ফর্সা করতে শসার ফেসপ্যাকগুলো দেখে নিই
প্যাক-১ঃ
প্রয়োজনীয় উপাদানঃ
৩ টেবিল চামচ শসার রস
১ টেবিল চামচ দুধের সর
১ চামচ বেসন
কিভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ
১. প্রথমে একটি পরিস্কার বাটিতে সবগুলো উপাদান এক সাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন।
২.ব্রাশের সাহায্যে প্যাকটি সারা মুখে লাগান । তবে ঠোঁট ও চোখে লাগাবেন না। প্যাকটি মুখ লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন।
৩. ১৫ মিনিট পর পরিস্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।ক-১ঃ প্যাক-১ঃ
প্যাক-২ঃ
প্রয়োজনীয় উপাদানঃ
২ টেবিল চামচ টক দই,
আধা চামচ মধু
৪ চামচ ব্লেন্ড করা শসা
১ টেবিল লেবুর রসের এবং
দুইটি ভিটামিন ই ক্যাপসুল
কিভাবে তৈরী ও ব্যবহার করবেনঃ
ধাপঃ
১) একটি পরিস্কার বাটিতে সব উপাদান এক সাথে নিয়ে খুব ভাল করে উপাদান গুলো মিশিয়ে নিয়ে প্যাক তৈরি করে নিন।
২)চোখ ও ঠোঁট ব্যাতিত সারা মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন।
৩) ১৫ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
বয়সের সাথে সাথে ত্বকের মধ্যে বয়সের চাপ দেখা যায়। এই বয়সের চাপ লুকাতে শসার জুড়ি মেলা ভার। ত্বকের দাগ দূর করার সাথে সাথে এই প্যাকটি ফাইন লাইন্স,রিংকেল দূর করে ত্বক টানটান ও সুন্দর ও ইয়াং করে তুলবে।
প্যাক-৩ঃ
১। কাটা শসা চোখের নিচে ১০ মিনিট রেখে দিলে তা চোখের ফোলা এবং লালচে ভাব দূর করতে সাহায্য করে।সারাদিনের ক্লান্তি শেষে চোখে শসা ব্যবহারে আরাম অনুভূত হয়।এটি ত্বকের দাগ ছোপ দূর করে।
২। রাতে ঘুমানোর আগে চোখের চারপাশে শসার রস লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি চোখের ফোলা ভাব দূর করতে বেশ কার্যকারী।
৩। শসার রসের সাথে লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। নিয়মিত এটি ব্যবহার করলে আপনার ত্বক হবে উজ্জ্বল ও দাগহীন।
আপনারা আপনাদের ত্বকের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন ।