বন্ধুরা , আজকে আমি আপনাদেরকে দাগ মুক্ত এবং ইনস্ট্যান্ট ত্বক ফর্সা করার জন্য খুব সহজ একটি শসার ফেসপ্যাক বানিয়ে দেখাবো । যার ব্যবহারে আপনার ত্বক ফর্সা হওয়ার সাথে সাথে হয়ে যাবে কাঁচের মতো স্বচ্ছ ও উজ্জ্বল।
আর তাছাড়া আপনার ত্বকে যদি ব্রণ ও হালকা দাগছোপ থাকে তাহলে সেটিও খুব সহজেই দূর হয়ে যাবে। বন্ধুরা, যদি আপনি ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং ত্বক পেতে চান তাহলে এই রেমিডিটিকে একবার হলেও ব্যবহার করে দেখবেন।
কারণ এই রেমিডিটি স্পেশালি ফর্সা ত্বক পাওয়ার জন্য এবং ব্রণ ও কালোদাগ পুরোপুরিভাবে সারানোর জন্যে খুব বেশি কার্যকরী ।
বন্ধুরা চলুন তাহলে দেখে নি কিভাবে এই রেমেডিটিকে তৈরি করবেন ।
ত্বকের দাগ দূর করে ত্বক ফর্সা করতে শসার ফেসপ্যাকঃ
প্রয়োজনীয় উপদানঃ
৩ চামচ শসার পেষ্ট
২ কাঁচা হলুদ বাঁটা
২ চামচ বেসন
৪ চামচ গোলাপজল
১ চামচ মধু
তৈরী ও ব্যবহার পদ্ধতিঃ
ধাপঃ
১। প্রথমে একটি ফ্রেশ শসা নিয়ে একে ব্লান্ড করে পেষ্ট তৈরি করে নিন।
২। এবার একটি পরিস্কার কাঁচের বাটীতে সবগুলো উপাদান একে একে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নরম পেষ্ট তৈরী করুন।
৩। মুখ পরিস্কার করে সারা মুখে প্যাকটি লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন।
৪। প্যাক টি মুখে লাগানোর সময় ঠোঁটে ও মুখে লাগাবেন না ।
৫। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন ।
কাজ করার কারণঃ
শসাঃ
শসাতে রয়েছে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে।
এছাড়াও এতে থাকা ব্লিচিং প্রোপার্টি ত্বক থেকে রোদে পোড়া ভাব দূর করে। এর পাশাপাশি স্কিন টোন সমান করে। এবং ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ত্বককে ফর্সা করে তোলে।
বেসনঃ
বেসনের মধ্যে আছে প্রোটিন, আয়রন , জিংক, ভিটামিন ই সি সহ নানা উপাদান। এই উপাদান গুলো ত্বক হতে অতিরিক্ত তৈল শোষণ করে ত্বককে ভিতর থেকে পরিস্কার করে ফর্সা করে তুলে ।
হলুদঃ
হলুদের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টি – অক্সিডন্ট ও অ্যান্টি – ইনপ্লেমেটরি থাকায় এটি ত্বক হতে কালো ও রোদে পুড়া দাগকে দূর করে দিয়ে ত্বককে ফর্সা করে তুলে ।
এছাড়াও হলুদ ত্বকের জ্বালা দূর করে ত্বককে শান্ত করে তুলে ।
মধুঃ
মধুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল প্রোপারটি যা ত্বকে ব্রণসৃষ্টকারী জীবাণু ও অন্যান্য জীবাণুকে ধ্বংস করে ত্বককে জীবাণু মুক্ত রাখে।
গোলাপ জলঃ
গোলাপ জল ত্বকে টুনার ও ময়শ্চারাইজার হিসেবে কাজ করে।
বন্ধুরা, আপনারা দাগ মুক্ত ফর্সা ত্বক পেতে ১ বার এই শসার এই ফেসপ্যাক বাড়িতে ব্যবহার করে দেখুন । কথা দিচ্ছি ত্বকের দাগ দূর হয়ে ওক ফর্সা হয়ে ওঠবে।