রাতারাতি ময়দা দিয়ে ত্বকের দাগ দূর করে ত্বক ফর্সা করার শ্রেষ্ট উপায়

দূষণ আর ক্লান্তিতে ত্বকের উজ্জ্বলতা কমে যায়।তাই ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আমরা অনেক চেষ্টা করি।

 ত্বকের দাগ দূর করে ত্বক ফর্সা করার উপায়

ত্বকের এই উজ্জ্বলতা ফেরাতে ময়দা দারুণ ভূমিকা পালন করে। বাজারের বিভিন্ন দামী দামী জিনিস ব্যবহার করে অনেক সময় ত্বকের উজ্জ্বলতা বাড়ানোরর চেয়ে বরং উজ্জ্বলতা কমিয়ে যায় ।

ত্বকের কালো দাগ দূর করার উপায়

তাই অল্প খরচে ময়দার সাহায্যে আমরা ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারি, ময়দাযর ব্যবহারে ত্বকের ক্ষতি হওয়ার কোন সম্ভবনা নাই। তাই আমরা হাতের নাগালে থাকা ময়দা দিয়ে ত্বককে আরো সৌন্দর্যমন্ডিত করে গড়ে তুলতে পারি।

ত্বক ফর্সা করার উপায়

তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ময়দা দিয়ে তৈরি ফেসপ্যাক যাত্বকের দাগ দূর করে ত্বক ফর্সা করার শ্রেষ্ট উপায় ।

চলুন ময়দা দিয়ে ত্বকের দাগ দূর করে ত্বক ফর্সা করার শ্রেষ্ট উপায়টি কিভাবে তৈরি ও ব্যবহার করতে হবে তা দেখে নিই।

ত্বকের দাগ দূর করে ত্বক ফর্সা করার উপায়ঃ

প্রয়োজনীয় উপাদানঃ

দুই চামচ ময়দা

ত্বক ফর্সা করার উপায়

এক চামচ বেসন

৫ চামচ গোলাপ জল

এক চামচ লেবুর রস

ত্বক ফর্সা করার উপায়

কিভাবে তৈরি ও ব্যবহার করবেনঃ

ধাপঃ

সবগুলো উপাদান একসাথে নিয়ে এদেরকে মিশিয়ে নিতে হবে।  

ময়দা দিয়ে ত্বকের কালো দাগ দূর করার উপায়

উপাদানগুলো মিশে স্মোথ পেষ্ট তৈরি হয়ে গেলে একটি ব্রাশের সাহায্যে এটি চেহারায় এইভাবে  apply করুণ। তবে ঠোঁট ও চোখে লাগাবেন না।

প্যাকটি লাগিয়ে ২৫ মিনিট অপেক্ষা করুণ।

ময়দা দিয়ে ত্বকের কালো দাগ দূর করার উপায়

২৫ মিনিট পর পরিস্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

নোটঃ

কুনুইয়ের কালো দাগ দূর করার উপায়

১। সেনসেটিভ ত্বকের বন্ধুরা লেবুর রস না দিয়ে মধু দিবেন ।

২। এটি সপ্তাহে ৩ দিন ব্যবহার করুণ ।

ময়দা দিয়ে ত্বকের কালো দাগ দূর করার উপায়

অনেক মানুষের মুখের ত্বক খুবই তৈলাক্ত হয় ।এই প্যাকটি ব্যবহার করে দেখবেন ত্বকের তৈলাক্তটা দূর হবে এবং ত্বক উজ্জ্বল দেখাবে। পার্লারে গিয়ে এত টাকা খরচ না করে খুব অল্প টাকায় এবং অল্প সময়ের মধ্যে এই ফেসপ্যাকটি ব্যবহার করে ত্নকের উজ্জ্বলতা ফিরিয়ে আনুন ।