ত্বক দুধের চেয়েও বেশি ফর্সা করুন মসুরের ডাল ও দুধের ফেসপ্যাক মাত্র ১ বার ব্যবহারে

আদি কাল থেকে নারীরা এই ডালকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার করছে। আর তাদের ত্বকও ছিলো দেখার মতন সুন্দর, উজ্জ্বল ও টান টান। কেননা তাদের ত্বকে ক্যামিকেল এর ছোঁয়া পায়নি। তারা প্রাকৃতিক উপায়ে তাদের রূপচর্চা করত।

ত্বক দুধের চেয়েও বেশি ফর্সা করুন

এই মসুর ডাল বাটনা ত্বকের অনেক সমস্যা সমাধান করত। মুখের অবাঞ্ছিত লোম দূর করা, মুখের উজ্জ্বলতা, ত্বক টান টান ইত্যাদি সকল কিছুই এই মসুর ডাল দিয়ে সমাধান হয়ে যেত। আর ত্বক পরিষ্কার থাকার ফলে মুখে ব্রণ ও উঠত না।

ত্বক উজ্জ্বল করার নাইট ক্রিম

আসুন জেনে নেই প্রাকৃতিক উপায়ে এই মসুর ডাল দিয়ে সহযে আমাদের ত্বকের সৌন্দর্য রক্ষার্থে মসুর ডালের তৈরি ফেইসপ্যাক ব্যবহার পদ্ধতি।

ত্বক দুধের চেয়েও বেশি ফর্সা করতে মসুরের ডাল ও দুধের ফেসপ্যাকঃ

প্রয়োজনীয় উপাদানঃ

২ চামচ – মসুরের ডালের পেষ্ট

১ চামচ – গোলাপ জল

 মসুরের ডাল ও দুধের ফেসপ্যাক

১ কাপ – দুধ

১ চামচ – লেবুর রস

তৈরী ও ব্যবহার পদ্ধতিঃ

== প্রথমে মসুরের ডালের দুধ দিয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন ।

==এরপর মসুরের ডাল ব্লান্ডারে দিয়ে ব্লান্ড করে নিন।

ত্বক দুধের চেয়েও বেশি ফর্সা করুন

== একটি পরিস্কার কাচেঁর বাটিতে ব্লান্ড করা মসুরের ডাল সহ সবগুলো উপাদান একসাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন।

== তুলা বা সুতির কাপড় পানিতে ভিজিয়ে ত্বক মুছে নিন।

ময়দা দিয়ে ত্বকের কালো দাগ দূর করার উপায়

== এবার ব্রাশের সাহায্যে প্যাকটি সারা মুখে ব্যবহার লাগান। তবে সচেতন থাকবেন ঠোঁট ও চোখে যেন প্যাক না লাগান। এবার প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন।

বিটরুটের ফেইসপ্যাক

== ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

নোটঃ

১) ভাল ফলাফলের জন্য সপ্তহে ৩ বার ব্যবহার করুন।

২) ব্লান্ডার না থাকলে শীলনোড়া দিয়েও পেষ্ট তৈরী করে নিতে পারেন। তবে ব্লান্ডার দিয়ে ব্লান্ড করলে উপকার পাবেন বেশী।

ত্বক ফর্সা করার উপায়

৩)  আপনাদের যাদের ত্বকে সমস্যা ও এলার্জি আছে তারা প্যাকটিতে লেবুর রস ব্যবহার করবেন না ।

ত্বক দুধের চেয়েও বেশি ফর্সা করতে উপরের সহজ পদ্ধতি দেখানো হয়েছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহযে মসুর ডালের ফেসপ্যাক বানিয়ে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন।

মুখে চর্বি?- কমাতে ৯ টি সহজ মুখের এক্সারসাইজ

তবে হ্যাঁ নিয়মিত ত্বকের যত্ন নিতে হবে।