ত্বকের যত্নে বেসনের বিভিন্ন ফেসপ্যাক

ত্বকের যত্নে বেসন খুবই উপকারী জিনিস। বেসন হলো এমন একটা জিনিস যা আমরা হাতের কাছে পেয়ে যায়। বেসন আমরা শুধু রান্নার কাজে ব্যবহার করি তা কিন্তু না বেসন আমাদের ত্বকের জন্য খুবই ভালো উপাদান।আমাদের দাদি নানীদের সময়ের রূপচর্চা করার তেমন কোন উপকরণ ছিল না তখন তারা রূপচর্চার জন্য বেসনকে উপযোগী হিসেবে বেঁচে নিতো।

বেসনের ফেসপ্যাক ,

বেসনের উপকারিতা:

বেসন ত্বকের মৃত কোষ গুলো কে ধ্বংস করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।ত্বককে ফর্সা এবং টানটান করতে ত্বকের অবাঞ্ছিত লোম দূর করতে বেসন খুবই উপযোগী উপাদান।

ব্রণের দাগ দূর করার উপায়,

তেলের প্রকোপ কমায় ত্বক থেকে, মেছতার দাগ দূর করতে সাহায্য করে। স্কিনের লাবণ্যও যৌবন ফিরিয়ে আনতে সাহায্য করে। তাই ত্বকের যত্নে বেসনের উপকারিতা অপরিহার্য।

বেসনের বিভিন্ন ফেসপ্যাকঃ

১.

প্রয়োজনীয় উপাদানঃ

  • দুই টেবিল চামচ বেসন,
  • এক টেবিল চামচ দুধের সর,
ব্রণের দাগ দূর পদ্ধতি ,
  • এক টেবিল চামচ হলুদ

তৈরির ও ব্যবহার পদ্ধতিঃ

প্রথমে একটি পরিস্কার বাটিতে সবগুলো উপাদান এক সাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন।

মুখের দাগ  দূর করার রেমেড়ি,

এরপর ব্রাশের সাহায্যে প্যাকটি সারা মুখে লাগান । তবে ঠোঁট ও চোখে লাগাবেন না। প্যাকটি লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুণ।

তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।এতে করে শুষ্ক ত্বকে আদ্রর্তার ফিরিয়ে আসবে এবং ত্বক নানা সংক্রমণের হাত থেকে রক্ষা পাবে।

২.

প্রয়োজনীয় উপাদানঃ

  • বেসন তিন টেবিল চামচ,
  • হলুদ এক টেবিল চামচ,
মুখের দাগ দূর করার উপায়,
  • দই ৫ টেবিল চামচ

তৈরির ও ব্যবহার পদ্ধতিঃ

একটি পরিস্কার বাটিতে সবগুলো উপাদান এক সাথে নিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন।

নরম পেষ্ট তৈরি হয়ে গেলে মুখে লাগিয়ে নিন।

ত্বকের দাগ দূর করার রেমেড়ি,

২০ মিনিট মতো অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে নিন।

গোসল করার আগে এপ্লাই করলে ভালো হয়। ড্যামেজ ত্বকের যত্নে ও ত্বকের টেক্সটার উন্নত করতে এই প্যাক ভীষণ ফলদায়ী।

৩.

প্রয়োজনীয় উপাদানঃ

  • বেসন ৩ টেবিল চামচ
ত্বকের দাগ দূর করার উপায়
  • ১ চা চামচ দুধ

তৈরির ও ব্যবহার পদ্ধতিঃ

উপাদান দুটি মিশিয়ে প্যাকটি তৈরি করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে করে প্যাকটা বেশি শক্ত না হয়।

ব্রণের দাগ দূর করার উপায়

এই মিশ্রণটি মুখে মধ্যে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ভাল ফল পাওয়ার জন্য নিয়মিত ব্যবহার করুন। এটি ত্বকের গভীরে গিয়ে পুষ্টি যোগাযবে। রুক্ষ ত্বকে জৌলুস ফেরাবে এবং দুধ ত্বক টানটান রাখবে।

৪.

প্রয়োজনীয় উপাদানঃ

  • ২ চা চামচ বেসন,
ত্বক ফর্সা করার রেমেড়ি
  • ২ চা চামচ স্যানডালউড পাউডার,
  • আর পরিমাণ মতো কমলার রস (৪-৫ টেবিল চামচ)

তৈরির ও ব্যবহার পদ্ধতিঃ

সব উপাদান একসাথে মিশিয়ে পেষ্ট তৈরি করুন।

মুখে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন,এরপর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এই প্যাকটি ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন। এটি এন্টি পিম্পল মাস্ক হিসেবে কাজ করবে।

৫.

প্রয়োজনীয় উপাদানঃ

  • ৪ চা চামচ বেসন,
ত্বক ফর্সা করার উপায়
  • ১ চা চামচ লেবুর রস,
  • ১ চা চামচ টক দই

তৈরির ও ব্যবহার পদ্ধতিঃ

সব উপাদান একসাথে মিশিয়ে পেষ্ট তৈরি করুন।

এরপ মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকানোর পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এটি মুখের কালচে ভাব দূর করে ত্বককে নরম আর উজ্জ্বল করেবে । ভালো ফলাফলের জন্য সপ্তাহে ৩-৪ ব্যবহার করুন।

৬.

প্রয়োজনীয় উপাদানঃ

ত্বক ফর্সা করার রেমেড়ি
  • ৩ চা চামচ বেসন
  • ১ চামচ চালের গুড়া
  • পরিমান মত গোলাপজল

তৈরির ও ব্যবহার পদ্ধতিঃ

মুখের দাগ দূর করার উপায়,

সব উপাদান মিশিয়ে নিন।

এরপর মুখে লাগিয়ে ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন,

এই প্যাকটি ত্বকের অতিরিক্ত তেল কমানোর সাথে সাথে ত্বকের ময়লা দূর করে। যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য এই প্যাকটি খুবই গুরুত্বপূর্ণ।

৭.

প্রয়োজনীয় উপাদানঃ

  • বেসন ২ টেবিল চামচ
  • একটি গোটা পাকা টমেটো
নাইট ক্রিম তৈরি করা নিয়ম
  • ১ টি ভিটামিন ই

তৈরির ও ব্যবহার পদ্ধতিঃ

পাকা টমেটো কেটে টুকরো টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

টমেটোর পেষ্ট তৈরি হয়ে গেলে তার সাথে বেসন মিক্স করে একটা নরম পেষ্ট তৈরি করুন।

ত্বক ফর্সা করার ফেইসমাস্ক

এরপর পেষ্ট মুখের সর্বত্র দিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

এটি সব ত্বকে কাজ করে, ত্বকে পিএইচ এর মাত্রা ঠিক রাখে এবং বলিরেখা কমিয়ে দেয় । সপ্তাহে ২-৩ বার এপ্লাই করলে খুব ভাল ফল পাবেন।

আপনাদের ত্বকের সমস্যা অনুযায়ী আপনারা বেসনের যেকোন ফেসপ্যাক এপ্লাই করুণ । এই ফেসপ্যাক আপনাদের ত্বকের সমস্যা দূর করে ত্বককে ফর্সা করতে সাহায্যে করবে ।