বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করার জন্য খুব সহজ একটি রেমিডি দেখাবো । যার ব্যবহারে আপনার ত্বক ফর্সা হওয়ার সাথে সাথে হয়ে যাবে কাঁচের মতো স্বচ্ছ ও উজ্জ্বল।
আর তাছাড়া আপনার ত্বকে যদি ব্রণ ও হালকা দাগছোপ থাকে তাহলে সেটিও খুব সহজেই দূর হয়ে যাবে। বন্ধুরা, যদি আপনি ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং ত্বক পেতে চান তাহলে । এই রেমিডিটিকে একবার হলেও ব্যবহার করে দেখবেন।
কারণ এই রেমিডিটি স্পেশালি ফর্সা ত্বক পাওয়ার জন্য এবং ব্রণ ও কালোদাগ পুরোপুরিভাবে সারানোর জন্যে খুব বেশি কার্যকরী,
বন্ধুরা চলুন তাহলে দেখে নি কিভাবে এই রেমেডিটিকে তৈরি করবেন ।
ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং করতে ডিমের ফেসপ্যাকঃ
প্রয়োজনীয় উপাদানঃ
একটি ডিমের সাদা অংশ
২ চামচ মুলতানি মাটি
১ চা চামচ অলিভ অয়েল
৩ চামচ কাঁচা তরল দুধ
তৈরী ও ব্যবহার পদ্ধতিঃ
সবার প্রথমে একটি ডিমের সাদা অংশ , মুলতানি মাটি , অলিভ অয়েল ও কাঁচা তরল দুধ নিয়ে সবগুলো উপাদান একটি বাটিতে নিয়ে খুব ভালভাবে মেশান। এটি মিশে গেলে দেখবেন খুব সুন্দর পেস্ট তৈরি হয়েছে।
এরপর এই পেস্ট আপনার ত্বকে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন।
১০ থেকে ১৫ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ভালোভানে মুখ ধুয়ে ফেলুন ।
এরপর পরিষ্কার তোয়ালে বা কটন দিয়ে মুখ মুছে ফেলুন।
এই প্যাকটি ত্বককে উজ্জ্বল এবং গ্লোয়িং করার সাথে সাথে ত্বকের তৈলাক্ত ভাব দূর করে দিবে । এটি ব্যবহার করার পর দেখবেন তৈলাক্ত ত্বকের সমস্যা গায়েব হয়ে গেছে।
তো বন্ধুরা ত্বককে ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং করার জন্য ডিমের এই ফেসপ্যাক ব্যবহার করুন ।