ব্রণের সমস্যা কম-বেশী সবারই আছে । বিশেষ করে তৈলাক্ত ত্বক ও কিশোররা ( টিন এইজার ) এই সমস্যায় বেশী ভোক্তভোগী । মেডিকেল গবেষণায় জানা গেছে টমেটোতে আছে প্রচুর পরিমাণে ব্রণ-বিরোধী উপকারিতা।
টমেটোর মধ্যে থাকা ভিটামিন সি ও ভিটামিন এ যা অ্যান্টি – ব্যাকটেরিয়াল প্রোপারটি গঠন করে। অ্যান্টি – ব্যাকটেরিয়াল প্রোপারটি ত্বকে ব্রণ –সৃষ্টিকারী জীবাণু ও ত্বকে আক্রমণকারী অন্যান্য জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে।
এছাড়াও টমেটোতে থাকা এসিডিক এসিড ত্বকের ব্রণ ও ফুঁসকুড়ির চিকিৎসা করার জন্য এবং ত্বকের উজ্জ্বলতা দান করতে টমেটোর মধ্যে রয়েছে অত্যান্ত কার্যকরী ও অসাধারণ গুণ। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা ত্বককে উজ্জ্বল ও দীপ্তময় করে তুলার জন্য বিখ্যাত। এছাড়াও ভিটামিন সি ত্বকের অতিরিক্ত তৈল শোষণ করে ও নিয়ন্ত্রণ করে।
ত্বকের তৈলাক্তভাব ও ব্রণ দূর করে দূর করে ত্বককে ফর্সা ও দীপ্তময় করার জন্য টমেটোর কার্যকরী একটি ফেইসপ্যাক আপনাদের সাথে শেয়ার করছি।
চলুন টমেটোর কার্যকরী ফেইসপ্যাকটি তৈরির পদ্ধতি ও ব্যবহারের নিয়ম জেনে নিই ।
ব্রণ দূর করে দূর করে ত্বককে ফর্সা করতে টমেটোর ফেসপ্যাকঃ
প্রয়োজনীয় উপাদানঃ
- পাকা টমেটো – ১ টি
- বেসন – ১/২ (আধা) টেবিল চামচ
- টক দই – ১ টেবিল চামচ
- লেবুর রস – ১/২ ( আধা) টেবিল চামচ
তৈরী ও ব্যবহার প্রক্রিয়াঃ
ধাপঃ
- ১. টমেটোটিকে পেষ্ট করে নিন। ( শীলনোড়া অথবা ব্লান্ডার যে কোন একটি ব্যবহার করতে পারেন পেষ্ট তৈরী করার জন্য)
- ২. ১ টি পরিস্কার বাটিতে ১ টেবিল চামচ টমেটো পেষ্ট, বেসন,দই ও লেবুর রস নিয়ে সবগুলো উপাদান একসাথে ভাল করে মেশান।
- ৩. মিশ্রণটি সারা মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন।
- ৪. ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
কিভাবে কাজ করবেঃ
বেসনঃ
বেসন ত্বক হতে অতিরিক্ত তৈল শোষণ করে নেয় ও ত্বকের মৃতকোষ সরিয়ে ত্বককে ভিতর থেকে উজ্জ্ববিত করে তুলে।
দইঃ
দয়ের মধ্যে বিদ্যমান রাইবোফ্লেবিন ত্বকে নতুন কোষের বৃদ্ধি বাড়িয়ে ত্বককে ভিতর থেকে উজ্জ্ববিত করে তুলে।আর দয়ের ভিটামিন বি ৫ মৃত কোষ, চোখের নিচে কালো দাগ ,
বয়সে চাপ, ব্রণের দাগ দূর করে ত্বককে দাগমুক্ত করে তুলে।
লেবুর রসঃ
লেবুতে আছে প্রাকৃতিক ব্লিচিং প্রোপারটি যা ত্বককে ফর্সা করে তুলে।
নোটঃ
১। ফেইসপ্যাকটি সপ্তাহে ২ বার ব্যবহার করুন।
২। তবে শুধু জানলে হবে ব্যবহারে পরিচয় পাবেন টমেটোর উপকারিতা নিয়ে। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন টমেটোতে আপনার আলার্জি আছে কি না, এক্ষেত্রে আপনি প্রাকৃতিক টমেটো মুখে লাগিয়ে ৫-১০ মিনিট রাখবেন। যদি দেখুন আপনার কোনো জ্বালাপোড়া হয় তবে সেই ক্ষেত্রে আপনার প্রাকৃতিক টমেটো ব্যবহার না করাই উত্তম।
৩। তৈলাক্ত ত্বকের সাথে সাথে সকল ধরণের ত্বকের জন্য উপকারী। তবে শুষ্ক ও সেনসেটিভ ত্বকের বন্ধুরা প্যাকটিতে লেবুর রস ব্যবহার করবেন না।
ত্বকের তৈলাক্তভাব , ব্রণ ও ব্রণের দাগ দূর করে ত্বককে ফর্সা করতে টমেটোর ফেসপ্যাকটি বাড়িতে তৈরি করে ব্যবহার করুণ ।