বিশ্বাস না হলে ব্যবহার করে দেখুন, ত্বককে ৩ দিনে ফর্সা করবে মুলতানি মাটির ফেসপ্যাকগুলো

মুলতানি মাটি যার ইংরেজী অর্থ ফুলার’স আর্থ। বহুকাল আগে থেকে রূপচর্চার নিত্য সঙ্গী হলো মুলতানি মাটি । মুলতানি মাটি ত্বককে করে তুলে ফর্সা, উজ্জ্বল, সুন্দর। যাদের মুখে তৈলাক্ত ভাব বেশি সাধারণত তারা মুলতানি মাটি বেশি ব্যবহার করে থাকেন।

মুলতানি মাটিতে রয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সাধারণত ম্যাগনেসিয়াম ক্লোরাইড ত্বককে ঠান্ডা ও মসৃণ রাখে। মুলতানি মাটি শুধু মুখের ত্বক না মাথার ত্বক এবং চুলের জন্যে ভীষণ উপকারি।

মুলতানি মাটি ত্বকের বিভিন্ন সমস্যা প্রাকৃতিক ভাবে সমাধান করে। বছরের যে কোন সময় ত্বকের যত্ন নিতে মুলতানি মাটির ফেসপ্যাক,ফেসিয়াল সহ নানান ভাবে মুলতানি মাটি ব্যবহার করা যায়।  

আমি আপনাদের সাথে বিভিন্ন ফেসপ্যাক শেয়ার করেছি। আপনারা আপনাদের ত্বকের ধরণ অনুযায়ী যে কোন একটি ফেসপ্যাক ত্বকে এপ্লাই করতে পারবেন।

চলুন আজ জেনে নিই,

ত্বককে ফর্সা করতে মুলতানি মাটির ফেসপ্যাকঃ

ত্বকের যত্নে মুলতানি মাটি

তৈলাক্ত ভাব দূর করে ত্বক ফর্সা করতে মুলতানি মাটির ফেসপ্যাকঃ

মুলতানি মাটি ত্বক খুব ভালো ভাবে পরিষ্কার করে। মুলতানি মাটি মুখের তেল শুষে নেয়। মুলতানি মাটি প্রাকৃতিকভাবে তৈল শুষে নেয় বলে ত্বকের অন্য কোনো প্বার্শপ্রতিক্রিয়া হয় না। এছাড়াও ত্বকের লোমকূপের সমস্যা দূর করার জন্যে মুলতানি মাটির সাথে টমেটোর রস খুব ভালো কাজ করে।

তবে শুধু তৈলাক্ত মুখে না শুষ্ক আর রুক্ষ ত্বকের ক্ষেত্রেও মুলতানি মাটি বিশেষভাবে কাজ করে। এক্ষেত্রে মধু আর মুলতানি মাটি একসাথে মিশিয়ে ব্যবহার করলে ধারুণ কাজ করে।

মুলতানি মাটির ফেসপ্যাক

রোদে পোড়া দাগ দূর করে ত্বক ফর্সা করতে মুলতানি মাটির ফেসপ্যাকঃ

কাজের ব্যস্ততায় আমরা যখন তখন বের হয়ে যায়। ফলে আর সান লাগানো হয়না। রোদের প্রখর তাপে যেন মুখটা ও জ্বলে যায়। মুখের এই রোদের কালো ছাপ, পোড়া দাগ দূর করতে মুলতানি মাটি বিশেষভাবে সাহায্য করে। এটি ত্বকের পোড়াভাব দূর করে ত্বককে ফর্সা করে ।

ব্যবহারঃ

আমন্ড অয়েল কিংবা ক্যাস্টার অয়েল এর সাথে মুলতানি মাটি ভালোভাবে মিশিয়ে ব্যবহার করুন। এতে ত্বক নরম ও থাকে। ব্রণের সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে। ত্বক থাকে সুন্দর ও উজ্জ্বল।

ব্রণের দাগ দূর করে ত্বক ফর্সা করতে মুলতানি মাটির ফেসপ্যাকঃ

বর্তমানে ছোট বড় সবার ব্রণের সমস্যাটা বেশি। ব্রণ হলে মুখ যেমনে দাগ হয়ে যায় তেমনি মুখের নরম সুন্দর ভাব টাও চলে যায়।

ব্যবহারঃ

প্যাক – ১

এক্ষেত্রে নিম পাতাকে বেটে মুলতানির মাটির সাথে লাগিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১০ থেকে ১৫ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করুন। ফলাফল নিজেই পাবেন।

প্যাক – ২

এছাড়া ত্বকের বিভিন্ন সমস্যার কারণে মুখের মধ্যে বার্ধ্যক্যের ছাপ পড়ে। এই সমস্যা থেকে দূরে থাকতে ১চামচ টক দই এর সাথে ডিমের সাদা অংশ নিয়ে মুলতানির মাটির সাথে মিশিয়ে ত্বকে লাগান। ২০মিনিট রাখার পরে ভালোভাবে মুখ ধুয়ে নিন। নিয়মিত ব্যবহার করুন। এতে ত্বক টানটান ও মসৃণ থাকবে ।

ত্বকের যত্নে মুলতানি মাটির ব্যবহার

হাতের ত্বক ফর্সা করতে মুলতানি মাটির প্যাকঃ

আমরা রোদে দীর্ঘদীন কাজ করতে করতে অথবা সারাক্ষণ বাইরে কাজ করতে করতে, দেখা যায় আমাদের মুখের রঙ আর গায়ের রঙ এর মধ্যে অনেক পার্থক্য চলে আসে। হাতে পায়ের রঙ অনেক কালো হয়ে যায়। বেশির ভাগেই এই সমস্যা দেখা যায়।

ব্যবহারঃ

এই সমস্যা থেকে মুক্তি পেতে মুলতানি মাটি বিশেষভাবে সাহায্য করে।

১ চামচ বেসন , ১ কাঁচা হলুদ বাটা , ৩ চামচ মুলতানি মাটি ও স্মোথ পেষ্ট তোইরি করার জন্য প্রয়োজন মত তরল দুধ একসাথে মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার এই প্যাকটি আপনার হাতে পায়ে লাগিয়ে রাখুন। আধা ঘন্টা পরে মিশ্রণটি ত্বকে শুকিয়ে গেলে হাল্কা গরম পানিতে ধুয়ে নিন। চেষ্টা করবেন প্রতিদিন গোসলের আগে ব্যবহার করার। ত্বকের জেল্লা বাড়াতে ও উজ্জ্বল করে রাখবে।

উপরোক্ত পদ্ধতিতে আমরা জানতে পারলাম ত্বকের যত্নে  মুলতানির মাটির ব্যবহার। যেহেতু মুলতানি মাটি প্রাকৃতিকভাবে সমস্যা সমাধান করে সেহেতু কোনো প্বার্শপ্রতিক্রিয়া সম্বাবনা নেই। তাই ত্বকের যত্নে এখন থেকেই মুলতানি মাটি ব্যবহার করুন।