ফল শুধু ক্ষুদা নিবারণেই সীমাবদ্ধ নয়,বরং সৌন্দর্য চচার্তেও অন্যান্য ভূমিকা পালন করে। আঙ্গুর খাদ্য হিসেবে খুবই ভালো একটা ফল। আমরা সাধারণত আঙ্গুর কে খাদ্য হিসেবে খেয়ে থাকি, কিন্তু আঙ্গুর শুধু ফল হিসেবে না ত্বকের ক্ষেত্রে ও আঙ্গুর খুবই উপকারী।ত্বকের ক্ষেত্রে আঙ্গুর বাহ্যিক ব্যবহার ও বেশ কার্যকর।ত্বক কে সুন্দর, উজ্জ্বল করতে আঙ্গুরের জুড়ি মেলা ভার। বিভিন্ন রকম ত্বকের সমস্যা থেকে রক্ষা করে আঙ্গুর।আঙ্গুরের অনেক উপকারীতা রয়েছে।আঙ্গুর ত্বকে বয়সের ছাপ পড়তে দে না।সূর্যে তাপে ত্বকের উপরিভাগ কালো হয়ে যাওয়া বা সানবার্ন প্রতিরোধ করে।আঙ্গুর ব্যবহারে আপনার ত্বকের সমস্যা প্রতিরোধ করে ত্বকে ভালো রাখে।আমরা সহজে বাজারে আঙ্গুর ক্রয় করতে পারি।সবসময় আঙ্গুর পাওয়া যায় এতে করে আমাদের বেশি টাকার প্রয়োজন হয় না কম টাকার মাধ্যমে আমরা আঙ্গুর ব্যবহার করে ত্বককে উজ্জ্বল করতে পারি।
চুল ও ত্বকের যত্ন নিতে আঙ্গুর এর ব্যবহারঃ
১.কয়েকটি আঙ্গুর হাত দিয়ে আলতো পুরো মুখে মিনিট খানেক ঘষে নিন।এইবার হালকা করে পানিতে মুখ ধুয়ে ফেলুন।এটি আপনার মুখে একবারে প্রাকৃতিক ফেইস ওয়াশ হিসেবে কাজ করবে।এছাড়া আঙ্গুর ম্যাশ করে মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন।শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে করে আপনার ত্বক নরম হবে।
২.দুশ্চিন্তা, ব্যস্ততা এই সবের কারণে সময়ে ত্বকের মধ্যে বয়সের ছাপ দেখা যায়।ত্বকে বয়সের ছাপ পড়া থেকে মুক্ত পরিবেশে যে পরিমাণ দূষণ হচ্ছে তাতে ত্বকে খুব তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যায়।শুধু দূষণের কারণেই নয়, হরমোন ও অনিয়মিত ডায়েটের কারণে এই সমস্যা দেখা দিতে পারে।ত্বকে এই সমস্যা থেকে আঙ্গুর রক্ষা করতে পারে।দানাবিহীন আঙ্গুরের মণ্ড তৈরি সেই মণ্ড মুখে লাগান।২০ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। বয়সের ছাপ টা বুঝা যাবে না। আঙ্গুরে থাকা ফাইটো কেমিক্যাল ও ফাইটো নিউট্রিয়েন্ট ত্বকের সুরক্ষায় কাজ করে। শরীরের ফ্রি রেডিকেলস ত্বকের বলিরেখা ফেলে দে।রিক্যালের বিরোদ্ধে লড়ে শরীরে বয়সের চাপ পড়তে দে না।
৩.বিভিন্ন নামি দামী স্কিন কেয়ারে প্রডাক্টে আঙ্গুরের বীজ ব্যবহার করা হয়।কারণ এর নির্যাস অ্যান্টিঅক্সিডেন্ট বেনিফিট হিসেবে কাজ করে। যা ত্বকের কোষ রক্ষা করে, রক্ত প্রবাহ বাড়ায়, এবং ত্বক কে ভালো রাখে।
৪.আঙ্গুরে থাকা ফাইটো কেমিক্যাল ও ফাইটো নিয়ট্রিয়েন্ট ত্বকের সুরক্ষায় কাজ করে। এর আছে ভিটামিন সি। এটি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।ত্বকের উজ্জ্বলতায় আঙ্গুর খুবই কার্যকারী।আঙ্গুরের রস ত্বকের মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে শুকানোর পর ধুয়ে ফেলুন এতে করে ত্বকের উজ্জ্বলতা আরো বৃদ্ধি পাবে।আঙ্গুর খাওয়ার সাথে সাথে তা মুখেও ফেইস প্যাক বানিয়ে লাগাতে পারেন।
৫.বাইরে চলাফেরার ফলে আমাদের ত্বকে রোদের কারণে বিভিন্ন দাগের সৃষ্টি হয়। এই দাগ থেকে আঙ্গুরের মাধ্যমে মুক্তি পেতে পারি।আঙ্গুরকে মেশিলে ব্ল্যাণ্ড করে রস বের করে তা মুখের যে সব স্থানে পুড়ে দাগের সৃষ্টি হয়েছে সে সব স্থানে আঙ্গুরের রস লাগিয়ে দিবেন। শুকিয়ে যাওয়ার ওর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এতে করে ত্বকেরর দাগ দূর হবে এবং ত্বক মসৃণ ও নরম হবে।ত্বকের সৌন্দর্য রক্ষায় আঙ্গুরের জুড়ি মেলে ভার।
আঙ্গুর শুধু ত্বকের ক্ষেত্রে উপকারী তা কিন্তু না,আঙ্গুর চুলের যত্নে, মাথা ব্যাথা, বদহজম ইত্যাদি ক্ষেত্রে ভূমিকা পালন করে।অনেকে ছোট বিষয় ভুলে যায় বা গুরূত্বপূর্ণ বিষয় মনে থাকে না তাই এইসবের ক্ষেত্রে আঙ্গুর খেতে পারি।আঙ্গুর আমাদের সকল ক্ষেত্রে ভূমিকা রাখে।আঙ্গুরের ঔষুধি গুণ ও রয়েছে। বিভিন্ন ধরণের আঙ্গুরের পেস্ট লাগানো মুখের জন্য ভালো। আঙ্গুর যেমন ত্বকের জন্য উপকারী তেমন রোগ প্রতিরোধ ক্ষেত্রে ঔষধ এর ক্ষেত্রে ও উপকারী।আঙ্গুর যেমন ফল হিসিবে পছন্দের তালিকায় শীর্ষে তেমনি অন্য ক্ষেত্রে ও কার্যকারী। তাই সর্বক্ষেত্রে অঙ্গুরের ব্যবহার করবো।