ত্বক অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করতে মিষ্টিকুমড়ার অত্যন্ত কার্যকরী ফেসপ্যাক

সুপ্রিয় বন্ধুরা আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা বাজারের নকল প্রসাধনীর পরিবর্তে ঘরে বসে প্রাকৃতিক উপায়ে রূপ চর্চার মাধ্যমে ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে চাই। তাই আপনাদের জন্য শেয়ার করছি মিষ্টি কুমড়া দিয়ে তৈরি অত্যন্ত কার্যকরী কিছু ফেইসপ্যাক যায় নিয়মিত ব্যবহারে অতি দ্রুত সময়ে আপনার ত্বক হয়ে উঠবে অতিমাত্রায় উজ্জ্বল, ফর্সা এবং আকর্ষনীয় ও মসৃণ। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক ত্বক ফর্সা ও উজ্জ্বল করতে মিষ্টি কুমড়ার অত্যন্ত কার্যকরী ফেইসপ্যাক।

 ত্বক উজ্জল ও ফর্সা করতে মিষ্টি কুমড়ার ফেসপ্যাকঃ

ব্যবহৃত উপকরণঃ

  2 চা চামচ মিষ্টি কুমড়ার পেস্ট।

  2 চা চামচ মুলতানি মাটি।

  2 চা চামচ গোলাপ জল।

  1 চা চামচ মধু।

 ত্বক ফর্সা করতে মিষ্টি কুমড়ার ফেসপ্যাকটি তৈরীর প্রক্রিয়াঃ

  প্রথমে দু’টুকরো মিষ্টি কুমড়া নিয়ে চামড়া ছাড়িয়ে নিন।

  এবার মিষ্টি কুমড়ার টুকরো দুটো ভালোভাবে পিসে  নিন বা ব্লেন্ড করে নিন।

  এবার একটি পরিষ্কার পাত্রে  মিষ্টি কুমড়া পেস্ট গুলো নিয়ে তাতে পরিমাণমতো মুলতানি মাটি,  গোলাপজল এবং মধু দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে ঘন মিশ্রণ তৈরী করে নিন।

  তাহলেই তৈরী হয়ে যাবে মিষ্টি কুমড়ার অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাক।

 মিষ্টিকুমড়ার ফেসপ্যাকটি ব্যবহারের প্রক্রিয়াঃ

  প্রথমে ফেসওয়াশ বা সাবান দিয়ে ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন।

 এবার পরিষ্কার কাপড় বা তুলার সাহায্যে মিষ্টি কুমড়ার ফেসপ্যাকের মিশ্রণটি সম্পূর্ণ মুখের স্ক্রাব করে লাগিয়ে নিন।

  5 থেকে 7 মিনিট ত্বকের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে আলতো ভাবে ম্যাসাজ করুন।

  20 থেকে 25 মিনিট অপেক্ষা করুন।

  এবার মিশ্রণটি শুকিয়ে গেলে কুসুম গরম জলে তুলা ভিজিয়ে ঘষে ঘষে মিশ্রণটি তুলে নিন।

  এবং সবশেষে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।

  দ্রুত সময়ে অতিমাত্রায় উজ্জল ও ফর্সা ত্বক প্রার্থীর জন্য সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ফেইস প্যাকটি ব্যবহার করুন।

মিষ্টিকুমড়াঃ

  আনন্য গুণসমৃদ্ধ মিষ্টি কুমড়াতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ  সি ই এবং এন্টি অক্সিডেন্ট উপাদান । যা আমাদের ত্বক কে গভীর থেকে উজ্জ্বল ও ফর্সা করে তুলতে সাহায্য করে। বলিরেখা এবং বুড়িয়ে যাওয়া বা সম্পূর্ণরূপে দূর করে।

  মুলতানি মাটিঃ

  অনন্য প্রাকৃতিক গুণসম্পন্ন উপাদান মুলতানি মাটি তে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান এবং প্রাকৃতিক চুন। যা অতি দ্রুত সময়ে আমাদের ত্বক কে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে।

  মধুঃ

  মধুতে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট এবং এন্টি ব্যাকটেরিয়াল উপাদান আমাদের ত্বক কে । ঝুলে পড়া থেকে রক্ষা করে ত্বককে টানটান রাখে এবং ত্বকে বিভিন্ন ছত্রাকের সংক্রমণ থেকে মুক্ত রাখে। ব্রণ এবং ব্রণের দাগ দূর করে।

 বিঃদ্রঃ

  মিষ্টি কুমড়ার ফেসপ্যাকে বিদ্যমান কোন উপাদান আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন।

  ফেসপ্যাক ব্যবহার করে রোদে গরমে স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।

 ফেসপ্যাক ব্যবহারের পর অবশ্যই আপনার ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।

  দ্রুত সময়ে ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে চাইলে সপ্তাহে অন্তত তিন থেকে চারবার মিষ্টি কুমড়ার ফেসপ্যাক গুলো ব্যবহার করুন।

সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজেদের ত্বকের যত্ন নিন ।

ঘরে বসে  সম্পূর্ন পার্শপ্রতিক্রিয়াহীন ভাবে ত্বক কে অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করতে চাইলে মিষ্টিকুমড়ার ফেসপ্যাক ব্যবহার করুন।