১ বার ব্যবহারেই খুশকি দূর হবে ৯০%, চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে মেথির হেয়ার প্যাক

মেথির এর অনন্য উপকারিতার কারণেই বহুকাল ধরে চুলের যত্নে মেথির ব্যবহৃত হয়ে আসছে methandienone before and after । চুলের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য মেথির বিদ্যমান বিভিন্ন পুষ্টি উপাদান অত্যন্ত কার্যকরী।

বিশেষ করে চুলের খুশকি দূর করতে, চুল পড়া সম্পূর্ণরূপে বন্ধ করতে এবং নতুন চুল গজাতে মেথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা চুলে মেথি সঠিকভাবে ব্যবহার করতে পারেন না।

চুলের গোড়া মজবুত করার উপায়

তাই সুপ্রিয় বন্ধুরা আপনাদের জন্য শেয়ার করছি মেথি দিয়ে তৈরি অত্যন্ত কার্যকর হেয়ার প্যাক যা ব্যবহারে খুশকি দূর হবে, চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক , খুশকি দূর করে ঘন, কালো, উজ্জ্বল এবং মসৃণ চুল পেতে মেথির অত্যন্ত কার্যকর হেয়ার প্যাক।

নতুন চুল গজাতে পেঁয়াজের রস এবং মেথির হেয়ার প্যাকঃ

  ব্যবহৃত উপকরণসমূহঃ

খুশকি দূর হবে

  দুটি মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট ।

  1 টেবিল চামচ মেথি বাটা।

  চুল পড়া রোধে হেয়ার প্যাকটি তৈরির প্রক্রিয়াঃ

পাকা চুল সাদা করার উপায়

   3 চামচ মেথি একটি পরিষ্কার পাত্রে নিয়ে জলে ডুবিয়ে রাখুন অন্তত তিন থেকে চার ঘণ্টা।

  এবার ভেজানো মেথির গুলো ভালোভাবে ব্লেন্ড করে নিন বা পিষে নিন।

  দুটি মাঝারি সাইজের পেঁয়াজ চামড়া ছাড়িয়ে নিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নিন।

পাকা চুল সাদা করার উপায়

  এবার একটি পরিষ্কার পাত্রে মেথির গুঁড়া এবং পেঁয়াজের পেস্ট ভালোভাবে মিশিয়ে নিন।

  পেঁয়াজের রসের গন্ধ সহ্য করতে না পারলে 1 চা চামচ লেবুর রস যোগ করতে পারেন।

  চুল পড়া রোধে এবং নতুন চুল গজাতে হেয়ার প্যাক টি ব্যবহারের নিয়মঃ

  পরিষ্কার মাথার ত্বকে, চুলের গোড়ায় এবং সম্পূর্ণ চুলে হেয়ার ব্রাশ এর সাহায্যে হেয়ার প্যাক এর মিশ্রণটি ভালভাবে লাগিয়ে নিন।

  5 থেকে 7 মিনিট চুলের গোড়ায় আলতোভাবে ঘষে ঘষে ম্যাসাজ করুন।

  এতে করে আপনার চুলের গোড়া মজবুত হবে এবং চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে।

  এবার শাওয়ার ক্যাপ পড়ে নিন বা পরিষ্কার কাপড় দিয়ে চুল সমেত মাথা ভালোভাবে পেঁচিয়ে বেঁধে নিন।

  এরপর ১০ মিনিট থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন।

চুল ঝরে পড়া বন্ধ করার উপায়

  এরপর চুল খুলে নিয়ে প্রথমে ঠান্ডা পরিষ্কার জল দিয়ে চুল ধুয়ে নিন এবং সবশেষে ভেষজ শ্যাম্পু ( ব্যবহারের শ্যাম্পু ) দিয়ে মাথা ভালোভাবে পরিষ্কার করে নিন।

 নতুন চুল গজাতে এবং চুল পড়া বন্ধ করতে হেয়ার প্যাকটি কাজ করার কারণঃ

 পেঁয়াজঃ

হেয়ারপ্যাক এ ব্যবহৃত পেঁয়াজের রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং ফাইবার। যা আমাদের নতুন চুল গজাতে এবং চুলের গোড়া মজবুত করতে অত্যন্ত কার্যকরী। এছাড়াও পেঁয়াজে রয়েছে ভিটামিন সি, বি, পটাশিয়াম এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান।

চুলের যত্নে এলোভেরার তেল

যা আমাদের চুলের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী। চুলের যত্নে পেঁয়াজ এর রসের এই হেয়ারপ্যাক টি চুলের হেয়ার ট্রিটমেন্ট হিসেবে অত্যন্ত কার্যকরী।

মেথিঃ

  চুলের যত্নে মেথি বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। কারণ মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি6,  সি ক্যালসিয়াম, পটাসিয়াম, এবং ম্যাগনেসিয়াম । যা আমাদের মাথার ত্বকে ব্যবহার করলে খুশকি দূর হবে চুলের গোড়া মজবুত হয় নতুন চুল গজায় এবং চুল সুস্থ-সুন্দর এবং মজবুত থাকে।

এছাড়াও মাথা থেকে চুলকানি জাতীয় সমস্যা দূর করতে এবং বিভিন্ন ক্ষতিকারক ছত্রাকের সংক্রমণ থেকে মাথার ত্বককে সুস্থ রাখতে পেঁয়াজের রস এবং মেথির হেয়ার প্যাক টি অত্যন্ত কার্যকরী।

 বিঃদ্রঃ

  হেয়ার প্যাক অবশ্যই পরিষ্কার মাথার ত্বকে ব্যবহার করবেন।

  হেয়ার প্যাক লাগিয়ে রোদে গরম স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।

  হেয়ার প্যাক এ ব্যবহৃত কোন উপাদান আপনার মাথার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করবেন না।

 দ্রুত সময়ে সম্পূর্ণরূপে শতভাগ চুল পড়া বন্ধ করতে চাইলে এবং নতুন চুল গজিয়ে চুলকে ঘন, কালো ও স্বাস্থ্যোজ্জ্বল করতে চাইলে আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে সপ্তাহে অন্তত দুবার  পেঁয়াজের রসের হেয়ার প্যাক গুলো ব্যবহার করুন। হয়ে উঠুন খুশকি মুক্ত,  সুস্থ, সুন্দর, উজ্জ্বল এবং মসৃণ চুলের অধিকারী।