দিনে দিনে চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে পেঁয়াজের রসের অত্যন্ত কার্যকর হেয়ারপ্যাক

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা চুলপড়া সমস্যায় ভুগছেন এবং যার ফলে চুল পাতলা হয়ে যাচ্ছে । চুলের গোড়ায় পুষ্টিহীনতায় এবং বিভিন্ন আবহাওয়াজনিত কারণেই মূলত চুল ঝরে যায়। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা চুলপড়া সমস্যার সমাধান খুঁজছে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়। তাই সুপ্রিয় বন্ধুরা আপনাদের জন্য শেয়ার করছি পেঁয়াজের রসের অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাক। যা ব্যবহারে অতি দ্রুত সময়ে আপনাদের চুলপড়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক পেঁয়াজের রসের অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাক।

চুল পড়া বন্ধ করতে পেঁয়াজের রস এবং আলুর হেয়ার প্যাকঃ

  উপাদানসমূহঃ

  2 টেবিল চামচ আলুর পেস্ট।

  আধা কাপ পেঁয়াজ এর পেস্ট বা রস।

 দ্রুত সময়ে নতুন চুল গজাতে এবং চুল পড়া বন্ধ করতে হেয়ার প্যাকটি তৈরির প্রক্রিয়াঃ

  প্রথমে দুটি মাঝারি সাইজের সতেজ আলু চামড়া ছাড়িয়ে নিন।

  এবার ধুয়ে নিয়ে আলু দুটি ভালোভাবে পেস্ট করে নিন বা পিসে নিন।

  দুটি মাঝারি সাইজের পেঁয়াজ চামড়া ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন।

  এবার একটি পরিষ্কার পাত্রে উপাদান দুটি ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী একটি পেঁয়াজের রসের হেয়ার প্যাক।

 ঘন, কালো এবং মসৃণ চুল পেতে হেয়ার প্যাকটি ব্যবহার এর নিয়মঃ

  হেয়ার ব্রাশের সাহায্যে মাথার স্কাল্পে চুলের গোড়ায় এবং সম্পূর্ণ চুলে পেঁয়াজের রসের হেয়ার প্যাক টি ভালভাবে লাগিয়ে নিন।

  5 থেকে 7 মিনিট বড় দাঁতের চিরুনি এর সাহায্যে ভালোভাবে চুল আঁচড়ে নিন।

  এবার 5 থেকে 7 মিনিট চুলের গোড়া আলতো ভাবে ম্যাসাজ করুন।

  তারপর পরিষ্কার কাপড়ের সাহায্যে চুল সমেত মাথায ভালোভাবে বেঁধে নিন অথবা শাওয়ার ক্যাপ পড়ে নিন।

 30 থেকে 40 মিনিট অপেক্ষা করুন।

এরপর চুল খুলে নিয়ে প্রথমে পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে নিন এবং সবশেষে ভালোভাবে শ্যাম্পু করে নিন।

চুলের যত্নে হেয়ার প্যাকটি কাজ করার কারণঃ

 আলুঃ

  নতুন চুল গজাতে এবং চুল পড়া শতভাগ বন্ধ করতে আলো অত্যন্ত উপকারী একটি ফল। কারণ আলোতে রয়েছে । প্রোটিন, শর্করা খনিজ লবণ এবং ভিটামিন সি  যা আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে । এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে আমিষ এবং ভিটামিন বি যা আমাদের চুলের স্বাস্থ্য মজবুত রেখে চুল পড়া কমাতে সাহায্য করে।

পেঁয়াজঃ

  পেঁয়াজ মসলা হিসেবে ব্যবহৃত হলেও এতে বিদ্যমান বিভিন্ন পুষ্টি উপাদান আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী । পেঁয়াজের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি6 সি,  ফসফরাস পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম যাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া এর এন্টি অক্সিডেন্ট উপাদান আমাদের মাথার ত্বক সুস্থ রাখতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে।

 এছাড়াও পেঁয়াজের রসের হেয়ারপ্যাক টি মাথার ত্বকের স্বাভাবিক আদ্রতা ধরে রাখতে সাহায্য করে।

  তাই চুল পড়া শতভাগ বন্ধ করে নতুন চুল গজাতে পেঁয়াজের রসের এই হেয়ারপ্যাক টি সপ্তাহে অন্তত 2 বার ব্যবহার করুন।

 বিঃদ্রঃ

  হেয়ার প্যাক ব্যবহারের সময় অবশ্যই মাথার ত্বক এবং চুল পরিষ্কার থাকতে হবে।

  মাথার ত্বকে অ্যালার্জি বা ফুসকুড়ি জাতীয় সমস্যা থাকাকালীন সময়ে হেয়ার প্যাক ব্যবহার করবেন না।

  চুল কালার করালে হেয়ার প্যাক ব্যবহার করবেন না।

  হেয়ার প্যাক লাগিয়ে রোদে, গরম স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।

  উপরে উল্লেখিত পেঁয়াজের রসের হেয়ার প্যাক কত সম্পূর্ণ প্রাকৃতিক এবং পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায়  এগুলো ব্যবহারে দ্রুত সময়ে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে । তাই বাড়িতে বসেই তৈরি করে ব্যবহার করে নিন পেঁয়াজের রসের অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাক গুলো।