এই গরমে বগলের দুর্গন্ধ দূর করার অত্যন্ত কার্যকরী কিছু ঘরোয়া উপায়

শীতকাল শেষে গরমকাল চলে এসেছে। অতিরিক্ত গরমে এবং কর্মব্যস্ততার ফলে আমাদের শরীর প্রচুর পরিমাণ ঘামে। যার ফলে  ঘামের দুর্গন্ধ আমাদের  বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করে দেয়। 

বগলের দুর্গন্ধ দূর করার উপায়

বিশেষ করে বগলের দুর্গন্ধ আমাদের নিজের এবং আশেপাশের মানুষের জন্য  অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। অনেকেই নিয়মিত দুই থেকে তিনবার গোসল করেও এবং বিভিন্ন ধরনের পারফিউম ব্যবহার করেও বগলের দুর্গন্ধ দূর করতে পারেন না। এতে করে আমাদের অনেকেই বিভিন্ন বিব্রতকর এবং লজ্জাজনক অবস্থার সম্মুখীন হতে হয়।

বগলের দুর্গন্ধ দূর করার উপায়

তাই সুপ্রিয় বন্ধুরা আপনাদের জন্য শেয়ার করছি অত্যন্ত কার্যকরী কিছু উপায় যা ব্যবহারে দ্রুত সময়ে আপনার বগলের দুর্গন্ধ সম্পূর্ণ দূর হবে। তাই গরমে ঘামের দুর্গন্ধ নিয়ে আর দুশ্চিন্তা নয়।

তাহলে চলুন দেখে নেয়া যাক গরমকালে বগলের দুর্গন্ধ দূর করতে অত্যন্ত কার্যকরী উপায় সমূহ।

বগলের দুর্গন্ধ দূর করার উপায়

গরমকালে বগলের দুর্গন্ধ দূর করার উপায় সমূহঃ

 বেকিং সোডাঃ

ত্বক থেকে ময়লা চুষে নিতে বেকিং সোডা অত্যন্ত কার্যকরী । তাই বগলে জমে থাকা ময়লা পরিষ্কার করতে বেকিং সোডা ব্যবহার করলে বগলের দুর্গন্ধ দূর হবে। এছাড়াও বগলে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমূহ দুর্গন্ধ ছড়ায় তা প্রতিরোধ করতে বেকিং সোডা অত্যন্ত কার্যকরী।

তাই গরমে নিয়মিত বেকিং সোডা ব্যবহার করলে ঘামলেও দুর্গন্ধ হয় না।

 বগলের দুর্গন্ধ দূর করতে বেকিং সোডার ব্যবহার পদ্ধতিঃ

বগলের দুর্গন্ধ দূর করার উপায়

 অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে প্রথমে বগল ভালোভাবে পরিষ্কার করে নিন।

  এবার একটি পরিষ্কার পাত্রে 1 টেবিল চামচ বেকিং সোডা এবং 1 টেবিল চামচ লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন।

বগলের দুর্গন্ধ দূর করার উপায়

  পরিষ্কার তুলা দিয়ে মিশ্রণটি বগলে ভালভাবে লাগিয়ে নিন।

  10 মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।

বগলের দুর্গন্ধ দূর করার উপায়

  এভাবে নিয়মিত বেকিং সোডা ব্যবহার করলে বগলের দুর্গন্ধ সম্পূর্ণরূপে দূর হবে।

 আপেল সিডার ভিনেগারঃ

বগলের দুর্গন্ধ দূর করার উপায়

বগলের দুর্গন্ধ দূর করতে আপেল সিডার ভিনেগার অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। আপেল সিডার ভিনেগারের অ্যাসিটিক উপাদান। বগলের দুর্গন্ধ সৃষ্টিকারী ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমূহ সম্পূর্ণরূপে দূর করে।

বগলের দুর্গন্ধ দূর করার উপায়

তাই কেমিক্যালযুক্ত নকল ডিওডোরেন্ট ব্যবহারের পরিবর্তে আপেল সিডার ভিনেগার ব্যবহার করে প্রাকৃতিক ভাবে বগলকে দুর্গন্ধ মুক্ত রাখুন।

 ব্যবহারের প্রক্রিয়াঃ

 তুলার সাহায্যে আপেল সিডার ভিনেগার বগলে ভালোভাবে ঘষে লাগিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট পর ধুয়ে নিন।

বগলের দুর্গন্ধ দূর করার উপায়

  তাহলেই আপনার বগলের দুর্গন্ধের সমস্যা সমাধান হবে।

 এছাড়াও বগলের দুর্গন্ধ দূর করতে নিয়মিত গোসল করুন। সাবান হিসেবে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করুন। বগলে ময়লা জমে থাকতে দিবেন না। উপরে উল্লেখিত পদ্ধতি  গুলো ভালো ভাবে অনুসরণ করুন।

বগলের দুর্গন্ধ দূর করার উপায়

দুর্গন্ধ মুক্ত সুস্থ সুন্দর জীবন যাপন করুন।