তৈলাক্ত ত্বকের ব্রণ সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে দূর করতে অত্যন্ত কার্যকর ঘরোয়া রেমিড়ি

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের ত্বক তৈলাক্ত। অন্যান্য স্বাভাবিক ত্বকের চেয়ে তৈলাক্ত ত্বকের একটু বেশি যত্নের প্রয়োজন হয়।

ত্বক ফর্সা করার উপায়

কারণ আমাদের ত্বকের তৈলাক্ত ভাবের কারণে বাইরের ধুলোবালি সহজেই ত্বকে আটকে যায়। ফলে  আমাদের লোমকূপ বন্ধ হয়ে ব্রণ এবং ব্রণের দাগ সৃষ্টি হয় এবং বিভিন্ন ধরনের ছত্রাক এবং ব্যাকটেরিয়ার সংক্রমণে ত্বক অনুজ্জ্বল ও মলিন হয়ে যায় ।

ত্বক ফর্সা করার উপায়

তৈলাক্ত ত্বকের ব্রণ সমস্যা সমাধান করতে অনেকেই প্রাকৃতিক উপায় খুঁজে আসছেন। তাই সুপ্রিয় বন্ধুরা আপনাদের জন্য শেয়ার করছি তৈলাক্ত ত্বকের ব্রণ সম্পূর্ণরূপে দূর করতে কিছু প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি অত্যন্ত কার্যকরী রেমেডি ।

যা ব্যবহারে দ্রুত সময়ে আপনার তৈলাক্ত ত্বকের ব্রণ সম্পূর্ণ দূর হয়ে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল , ফর্সা এবং আকর্ষনীয়। তাহলে, চলুন বন্ধুরা দেখে নেয়া যাক তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করতে অত্যন্ত কার্যকরী ঘরোয়া রেমিডি ।

তৈলাক্ত ত্বকের ব্রণ সম্পূর্ণ দূর করতে অত্যন্ত কার্যকর রেমেডিঃ

 তৈলাক্ত ত্বকের  ব্রণ দূর করতে রেমেডি গুলো অত্যন্ত কার্যকরী কিছু প্রাকৃতিক উপাদানের মিশ্রণে তৈরি করতে হয়।

 নিম এবং বেসনের রেমেডিঃ

  উপকরণ সমূহঃ

  2 চামচ নিম পাতার পেস্ট।

  1 চামচ বেসন।

টমেটোর ফেইসপ্যাক দিয়ে ত্বক ফর্সা

  একটি অর্ধেক পাকা টমেটোর রস।

  2 টেবিল চামচ গোলাপ জল।

 রেমিড়িটি তৈরির প্রক্রিয়াঃ

  প্রথমে 30 থেকে 40 টি সতেজ নিমপাতা ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।

  কিছু সময় নিম পাতা সিদ্ধ করে ও নিমপাতার পেস্ট তৈরি করতে পারবেন।

ব্রণের দাগ দূর পদ্ধতি ,

  একটি পরিষ্কার পাত্রে পরিমাণমতো বাকি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী একটি নিম পাতার রেমিড়ি।

 তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করতে রেমেডিটি  ব্যবহারের প্রক্রিয়াঃ

ত্বক ফর্সা করার উপায়

  প্রথমে ফেসওয়াশ বা সাবান দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন।

  এবার তোলা অথবা পরিষ্কার কাপড়ের সাহায্যে সম্পূর্ণ মুখে রেমেড়ি টি ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।

  5 থেকে 7 মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে ত্বকের ওপর আলতো ভাবে ম্যাসাজ করুন।

 15 থেকে 20 মিনিট শুকানোর জন্য সময় দিন।

ময়দা দিয়ে ত্বকের কালো দাগ দূর করার উপায়

  সম্পূর্ণ শুকিয়ে গেলে ঠাণ্ডা পরিষ্কার জল দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।

 তৈলাক্ত ত্বকে রেমিডিটি ব্যবহারের উপকারিতাঃ

  ত্বকের লোমকূপ পরিষ্কার হবে এবং প্রসারিত হবে।

  ব্রণ সৃষ্টিকারী জীবাণু এবং ময়লা সম্পূর্ণরূপে দূর হবে।

 ত্বক বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণ মুক্ত হবে।

  ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হবে।

টমেটোর সেরা ফেইসপ্যাক

  ত্বক গভীর থেকে উজ্জ্বল ফর্সা ও আকর্ষণীয় হয়ে উঠবে।

 বিঃদ্রঃ

  উপরে উল্লেখিত রেমেডিতে ব্যবহৃত কোন উপকরণ আপনার তৈলাক্ত ত্বকের জন্য এলার্জিক হলে বা ব্যবহারের পর পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করলে তা ব্যবহার করবেন না।

ব্রণ দূর করার উপায়

  আপনার তৈলাক্ত ত্বকে অতিরিক্ত মেকআপ করা থেকে বিরত থাকুন।

রেমেডি ত্বকে লাগিয়ে রোদে, গরম স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।

ব্রণের দাগ দূর পদ্ধতি

  ত্বক ম্যাসাজ করার সময় অতিরিক্ত প্রেসার দিবেন না।

 রেমিড়িটি নিয়মিত ব্যবহারে আপনার তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল তেলে ভাবে সম্পূর্ণ দূর হয়ে ত্বকের ব্রণ এবং ব্রণের দাগ সম্পূর্ণ দূর হবে।

ব্রণ দূর করার রেমেড়ি

তাই স্থায়ীভাবে ত্বকের অতিরিক্ত তৈলাক্ততা দূর করতে এবং ব্রন ও ব্রনের দাগ দূর করতে সপ্তাহে অন্তত দুবার রেমেডিটি ব্যবহার করুন।