চুলকে দ্রুত সময়ে হাঁটু পরিমান লম্বা করতে মেহেদি পাতার অত্যন্ত কার্যকরী ঘরোয়া কিছু হেয়ার প্যাক

চুলের যত্নে মেহেদি পাতার কার্যকারিতা এবং উপকারিতা আমাদের সকলেরই জানা। মেহেদি পাতা তে রয়েছে অনন্য প্রাকৃতিক উপাদান গুনাগুন যা আমাদের চুলে গভীর থেকে পুষ্টি যোগায় এবং চুলকে দ্রুত সময়ে ঘনকালো উজ্জ্বল মসৃণ এবং লম্বা হতে সাহায্য করে। অনন্য প্রাকৃতিক উপাদান মেহেদি পাতা তে রয়েছে এসব সমস্যা সমাধানের অত্যন্ত কার্যকরী গুনাগুন। তাই সুপ্রিয় বন্ধুরা আপনারা যারা দ্রুত সময়ে হাঁটু পরিমান লম্বা করতে চান তাদের জন্য শেয়ার করছি মেহেদি পাতার অত্যন্ত কার্যকরী কিছু হেয়ার প্যাক। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক চুলকে দ্রুত হাঁটু পরিমাণ লম্বা করতে মেহেদি পাতার কার্যকরী হেয়ার প্যাক সমূহ।

দ্রুত সময়ে চল হাট পরিমাণ লম্বা করতে মেহেদি পাতার হেয়ার প্যাক সমূহঃ

  চুলকে হাঁটু পরিমান লম্বা করতে মেহেদী জবা ফুলের হেয়ার প্যাকঃ

  ব্যবহৃত উপকরণঃ

  2 টেবিল-চামচ মেহেদি পাতা গুঁড়ার পেস্ট।

  দুটি জবা ফুলের পাপড়ির পেস্ট।

  1 টেবিল চামচ লেবুর রস।

  2 টেবিল চামচ অলিভ অয়েল।

 মেহেদি পাতার হেয়ার প্যাক তৈরির প্রক্রিয়াঃ

  দুইকাপ সতেজ মেহেদি পাতা প্রথমে ভালোভাবে ধুয়ে নিন।

  দুটি জবাফুলের পাপড়ি  পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ঝেড়ে পানি শুকিয়ে নিন।

  মেহেদি পাতা এবং জবা ফুলের পাপড়ি ভালোভাবে ব্লেন্ড করে পিষে পেস্ট তৈরি করে নিন।

 এরপর অন্যান্য উপাদান গুলো মিশ্রণ টির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন মেহেদিপাতার অতন্ত কার্যকরী একটি হেয়ার প্যাক।

 দ্রুত লম্বা চুল পেতে হেয়ার প্যাক টি ব্যবহারের প্রক্রিয়াঃ

  মাথার স্কাল্পে চুলের গোড়ায় এবং সম্পূর্ণ চুলে  হেয়ার ব্রাশ এর সাহায্যে সম্পূর্ণ হেয়ার প্যাক টি ভালভাবে লাগিয়ে নিন।

  চুলের গোড়ায় আলতোভাবে আঙুলের সাহায্যে ধীরে ধীরে 5 থেকে 7 মিনিট ম্যাসাজ করুন।

  এরপর শাওয়ার ক্যাপ পরে নিন বা পরিষ্কার তোয়ালে দিয়ে চুল সমেত মাথায় নিন।

  এরপর 50 থেকে 60 মিনিট অপেক্ষা করুন।

  এবং সবশেষে ভার্জিন শ্যাম্পু দিয়ে মাথা ভালোভাবে ধুয়ে নিন।

  আপনি চাইলে রাতে শোবার পূর্বে মেহেদিপাতার হেয়ার প্যাকটি লাগিয়ে সকালে উঠে শ্যাম্পু করে নিতে পারেন।

বিঃদ্রঃ

  অবশ্যই পরিষ্কার  মাথায় মেহেদি পাতার হেয়ার প্যাক ব্যবহার করবেন।

  মাথায় এলার্জি বা ফুসকুড়ির সমস্যা থাকাকালীন সময়ে হেয়ার প্যাক ব্যবহার করবেন না।

  মেহেদি পাতার হেয়ার প্যাক ব্যবহারের আগে  কপালে, ঘাড়ে এবং কানের আশেপাশের জায়গায় নারিকেল তেল মালিশ করে নিন এতে মেহেদির রং ত্বকে লাগবে না।

  যাদের চুল অতিরিক্ত শুষ্ক তারা ঘনঘন মেহেদি পাতার হেয়ার প্যাক ব্যবহার করবেন না।

 উপরে উল্লেখিত মেহেদিপাতার হেয়ার প্যাক গুলো নিয়মিত ব্যবহার করলে অতি দ্রুত সময়ে আপনার চুল হাঁটু পরিমান লম্বা হবে। তাই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজেদের চুলের যত্ন নিন।