ত্বকের রং উজ্জ্বল, ফর্সা এবং গোলাপি রাখতে গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ার ব্যবহার

যারা নিজেদের ত্বককে উজ্জ্বল ফর্সা মসৃণ এবং গোলাপী করতে চান এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নিতে চান তাদের জন্য শেয়ার করছি গোলাপ ফুলের পাপড়ি গুঁড়ার অত্যন্ত কার্যকরী কিছু ফেসপ্যাক। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক দ্রুত সময়ে ত্বক উজ্জ্বল, ফর্সা এবং গোলাপের মতো গোলাপি করতে গোলাপ ফুলের অত্যন্ত কার্যকরী কিছু ফেসপ্যাক।

ত্বকের রং উজ্জ্বল,  ফর্সা এবং গোলাপি রাখতে গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ার ব্যবহার সমূহঃ

  গোলাপ ফুলের পাপড়ির গুড়া সরাসরি ত্বকে ব্যবহার করা গেলেও কিছু অন্যান্য প্রাকৃতিক গুণাগুণ  সম্বলিত উপাদানের সাথে। মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় নিম্নে তেমনই অত্যন্ত কার্যকরী দুটি ফেসপ্যাক আলোচনা করা হলো।

  ত্বক উজ্জল ও ফর্সা করতে গোলাপ ফুলের পাপড়ি গুঁড়ো  এবং চালের গুড়ার ফেসপ্যাকঃ

  গোলাপ ফুলের পাপড়িতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার। ইথানল এবং এন্টিসেপটিক উপাদান যা আমাদের ত্বককে করে উজ্জ্বল ফর্সা এবং গোলাপী করে তুলতে সাহায্য করে।

 উপকরণ সমূহঃ

  তিন চা চামচ গোলাপ ফুলের পাপড়ির পেস্ট।

  2 চা চামচ চালের গুঁড়া।

  2 চা চামচ কাঁচা তরল দুধ।

  1 চা চামচ মধু।

  গোলাপের পাপড়ি গুড়ার ফেসপ্যাক তৈরির প্রক্রিয়াঃ

  প্রথমেই দুই থেকে তিনটি গোলাপ ফুল  নিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝেড়ে নিন। এরপর বাকি গুলো আলাদা করে ছিঁড়ে নিন।

  এবার ব্লেন্ডারে গোলাপের পাপড়ি চালের গুঁড়া এবং দুধ ও মধু দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নিন।

 তাহলেই তৈরি হয়ে যাবে তখন চল ও ফর্সাকারী অত্যন্ত কার্যকরী গোলাপের পাপড়ি গুড়ার ফেসপ্যাক।

 ত্বকে গোলাপের পাপড়ি গুড়ার ফেসপ্যাক ব্যবহারের নিয়মঃ

  প্রথমে সাবান দিয়ে বা ফেসওয়াশ দিয়ে মুখ ভালো ভাবে পরিষ্কার করে নিন।

  এরপর মুখে ব্রাশ বা তুলার সাহায্যে সম্পূর্ণ মুখের ফেসপ্যাক এর মিশ্রণটি স্ক্রাব করে লাগিয়ে নিন।

  তিন থেকে পাঁচ মিনিট আলতো ভাবে ঘষে ঘষে সম্পূর্ণ মুখের স্ক্রাব করুন।

  15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন।

  সবশেষে মিশ্রণটি শুকিয়ে গেলে কুসুম গরম জল দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।

 দ্রুত সময়ে ত্বকে ফর্সা উজ্জ্বল এবং গোলাপী করে তুলতে গোলাপের পাপড়ি গুঁড়ার ফেস প্যাক টি  খুবই কার্যকরী।

বিঃদ্রঃ

 গোলাপের পাপড়ি গুঁড়ার ফেসপ্যাক এ ব্যবহৃত কোন উপাদান আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করবেন না।

  ফেসপ্যাক লাগিয়ে রোদে গরম স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।

  ফেসপ্যাক ব্যবহারের পর অবশ্যই ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।

  ম্যাসাজের সময় ত্বকে অতিরিক্ত প্রেসার দিবেন না।

 গোলাপের পাপড়ি গুঁড়ার ফেসপ্যাক নিয়মিত ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে সম্পূর্ণ ফর্সা, উজ্জ্বল এবং গোলাপি। তাই স্থায়ীভাবে গোলাপি, উজ্জ্বল এবং  আকর্ষণীয় ত্বক পেতে সপ্তাহে অন্তত দু’বার গোলাপের পাপড়ির ফেসপ্যাক ব্যবহার করুন।