দ্রুত সময়ে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে চুল ঘন করতে এবং চুলের গোড়া মজবুত করতে অন্যান্য প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হেয়ার মাস্ক অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে।
তাই আপনাদের জন্য শেয়ার করছি অত্যন্ত কার্যকরী একটি অয়েল যেন দ্রুত সময়ে আপনার চুল ঘন এবং মজবুত করে তুলবে।
তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক , দ্রুত সময়ে চুল ঘন করতে এবং চুলের গোড়া মজবুত করতে অত্যন্ত কার্যকরী হেয়ার অয়েল ।
দ্রুত সময়ে চুল ঘন করতে এবং চুলের গোড়া মজবুত করতে কার্যকরী হেয়ার অয়েলঃ
অসাধারণ গুণসম্পন্ন কিছু প্রাকৃতিক উপাদান এর সাহায্যে প্রথমে হেয়ার অয়েল তৈরি করে নিতে হবে। হেয়ার অয়েল তৈরি এবং ব্যবহারের বিস্তারিত বর্ণনা নিম্নে আলোচনা করা হল।
সরিষার তেল এবং মেহেদি পাতার হেয়ার অয়েলঃ
উপকরণ সমূহঃ
১ কাপ অপরিশোধিত সরিষার তেল।
১ কাপ তাজা মেহেদি পাতা।
হেয়ার অয়েলটি তৈরির নিয়মঃ
প্রথমে একটি পরিষ্কার পাত্রে এক কাপ সরিষার তেল নিয়ে চুলায় বসিয়ে দিন।
তেল গরম হলে তাতে তাজা সতেজ মেহেদি পাতা দিয়ে দিন।
হালকা আঁচে গরম করতে থাকুন।
5 থেকে 7 মিনিট পর মেহেদি পাতা কালো রঙ ধারণ করবে।
এরপর পাত্রটি নামিয়ে তেল ঠান্ডা করে নিন।
এরপর তেল ছেঁকে নিয়ে এয়ারটাইট বোতলে সংরক্ষণ করুন।
সরিষার তেল এবং মেহেদি পাতার হেয়ার অয়েল চুলে ব্যবহারের নিয়মঃ
পরিষ্কার মাথার ত্বকে এবং সম্পূর্ণ চুলে আচঁড়ে আচঁড়ে ভালোভাবে হেয়ার অয়েল লাগিয়ে নিন।
আলতোভাবে 5 মিনিট মতো চুলের গোড়ায় ম্যাসাজ করুন।
এরপর শাওয়ার ক্যাপ পরে নিন বা পরিষ্কার তোয়ালে দিয়ে চুল সমেত মাথা পেচিয়ে বেঁধে নিন।
25 থেকে 30 মিনিট অপেক্ষা করুন।
এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন।
দ্রুত সময়ে চুল ঘন করতে এবং চুলের গোড়া মজবুত করতে হেয়ার অয়েলটির উপকারিতাঃ
সরিষার তেল এবং মেহেদী পাতায় বিদ্যমান অন্যান্য প্রাকৃতিক ভেষজ উপাদান মাথায় নতুন চুল গজিয়ে চুল ঘন করতে সাহায্য করে।
চুলের গোড়া মজবুত করে চুল পড়া রোধ করে।
চুলকে, ঘন, কালো, উজ্জ্বল এবং মসৃণ করে তোলে।
বিঃদ্রঃ
চুল কালার করা থাকলে হেয়ার অয়েল ব্যবহার করবেন না।
অতিরিক্ত সময় ধরে হেয়ার অয়েল চুলে লাগিয়ে রাখবেন না।
আপনার চুলের ধরন অনুযায়ী হেয়ার অয়েল নির্বাচন করবেন।
হেয়ার অয়েল লাগিয়ে রোদে বা গরম স্থানে যাবেন না।
উপরে উল্লেখিত হেয়ার অয়েল এ ব্যবহৃত উপকরণ ভেষজ উদ্ভিদ /ফলের দোকান এবং সুপার শপে পাওয়া যাবে।
অতি দ্রুত সময়ে চুল অতিমাত্রায় ঘন করতে এবং চুলের গোড়া মজবুত করতে সপ্তাহে অন্তত ৩ বার হেয়ার অয়েল ব্যবহার করুন।
সুস্থ সুন্দর ও উজ্জ্বল এবং ঘন, কালো চুলের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে হেয়ার অয়েল তৈরি করে ব্যবহার করুন।