মাত্র ১৫ দিনে শতভাগ চুল পড়া বন্ধ করে ,দ্রুত চুল ঘন ও লম্বা করার কার্যকরী কিছু রেমেডি।

আমাদের বাহ্যিক সৌন্দর্যের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের চুল । বিভিন্ন উপায়ে চুলের সৌন্দর্য বৃদ্ধির জন্য  আমরা অসংখ্য উপায় অবলম্বন করে থাকি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে  আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের চুল অনেক হালকা এবং অতি মাত্রায় চুল পড়ে যাচ্ছে। অনেক তেল এবং কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার করেও নিজেদের চুলের ঘনত্ব বৃদ্ধি এবং চুল পড়া রোধ করতে পারছেন না। তাই আপনাদের জন্য শেয়ার করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কিছু রেমেডি যা মাত্র 15 দিনে আপনার চুল পড়া সম্পূর্ণভাবে বন্ধ করে দ্রুত সময়ে আপনার চুল ঘন এবং লম্বা করে তুলবে। চুলকে করে তুলবে গোড়া থেকে মজবুত এবং স্বাস্থ্যোজ্জ্বল। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক শতভাগ চুল পড়া রোধে এবং চুলকে দ্রুত ঘন করতে এবং চুলের বৃদ্ধি বাড়াতে অত্যন্ত কার্যকরী কিছু রেমিডি।

শতভাগ চুল পড়া বন্ধ করে ,দ্রুত চুল ঘন ও লম্বা করার কার্যকরী  রেমেডি সমূহঃ

 জবা ফুলের রেমেডিঃ

  চুলের যত্নে জবা ফুল এবং জবা ফুলের পাতা বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। জবা ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যামিনো এসিড যা আমাদের চুলের সু স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী । নিম্নে জবা ফুলের রেমেডি তৈরির বিস্তারিত পদ্ধতি দেখানো হলোঃ

 উপকরণ সমূহঃ

  6 থেকে 8 টি জবা ফুল।

  6 থেকে একটি জবা ফুলের পাতা।

  এক কাপ অপরিশোধিত নারিকেল তেল।

 রেমিড়ি তৈরীর প্রক্রিয়াঃ

  জবা ফুল এবং জবা ফুলের পাতার প্রথমে ধুয়ে ভালভাবে পানি ঝেড়ে নিন।

  এরপর একটি পরিষ্কার পাত্রে এক কাপ নারকেল তেল,  জবা ফুল, জবা ফুলের পাতা দিয়ে চুলায় বসিয়ে দিন।

  5 থেকে 7 মিনিট গরম দিয়ে উপকরণ সমূহ  ভালোভাবে ফুটিয়ে নিন।

  পাত্রটি নামিয়ে রেখে দিন,  এবং তেল ঠান্ডা হওয়ার জন্য সময় দিন।

  তেল ঠান্ডা হয়ে গেলেই আপনার রেমিড়ি ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে।

 চুলে রেমিডি ব্যবহারের প্রক্রিয়াঃ

  জবা ফুলের রেমেডি মাথার স্কাল্পে ঘষে ঘষে এবং সম্পূর্ণ চুলে চিরুনি দিয়ে আছড়ে আছড়ে লাগিয়ে নিন।

  সম্পূর্ণ চুলে এবং স্ক্যাল্পে লাগানো হয়ে গেলে শাওয়ার ক্যাপ পরে নিন অথবা পরিষ্কার তোয়ালে দিয়ে চুল সমেথ মাথা ভালো ভাবে বেঁধে নিন।

 ওভাবে 40 থেকে 50 মিনিট রেখে দিন।

  এরপর প্রথমে ঠান্ডা পরিষ্কার জলে মাথা ভালোভাবে ধুয়ে নিন।

  সবশেষে  ভেষজ শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন।

বিঃদ্রঃ

 রেমিড়ি তৈরির সময় আগুনের তাপমাত্রা কমিয়ে রাখবেন।

 রেমিড়ি তৈরি করে কাচের বোতলে ১ মাস সংরক্ষণ করা যাবে।

 দ্রুত সময়ে চুল পড়া বন্ধ করে চুল কে ঘন,কাল,মসৃণ করতে এবং চুলের বৃদ্ধি বাড়াতে সপ্তাহে অন্তত একবার রেমিড়ি টি ব্যাবহার করুন।

অ্যালুভেরা এবং পেঁয়াজের রেমিড়িঃ

 এলোভেরা এবং পেঁয়াজের অনন্য প্রাকৃতিক গুনাগুন আমাদের চুল এবং মাথার স্কাল্পে জন্য অত্যন্ত কার্যকরী। অ্যালোভেরা এবং পেঁয়াজের দাম এন্টি অক্সিডেন্ট উপাদান আমাদের চুল পড়া রোধ করে চুলের গোড়া মজবুত করে। মাথা থেকে খুশকি সম্পূর্ণরূপে দূর করে। চুলের আগা ফাটা দূর করে। নতুন চুল গজাতে এলোভেরা এবং পেঁয়াজের খুবই কার্যকরী। এই রেমিড়িটি নিয়মিত ব্যবহার করলে আপনার চুল হয়ে উঠবে ঘন কালো উজ্জ্বল এবং মসৃণ।

 উপকরণসমূহঃ

  আধা কাপ পেঁয়াজের রস।

  আধা কাপ অ্যালোভেরার জেল।

  2 টেবিল চামচ অলিভ অয়েল।

 রেমেডি তৈরির প্রক্রিয়াঃ

  একটি পরিষ্কার পাত্রে সবগুলো উপকরণ নিয়ে ভালোভাবে মিশিয়ে  নিন। তাহলেই অ্যালোভেরা এবং পেঁয়াজের রেমিড়ি  তৈরি হয়ে যাবে।

 চুলে রেমিড়ি ব্যবহারের প্রক্রিয়াঃ

  হেয়ার ব্রাশ এর সাহায্যে মাথার স্কাল্পে চুলের গোড়ায় এবং সম্পূর্ণ চুলে রেমিড়ি ঘষে ঘষে আচড়ে আঁচড়ে ভালভাবে লাগিয়ে নিন।

  চিরুনি দিয়ে চুল ভালভাবে আঁচড়ে নিন।

  এরপর শাওয়ার ক্যাপ পরে নিন অথবা  পরিষ্কার তোয়ালে দিয়ে চুল সমেত মাথা বেঁধে নিন।

  40 থেকে 50 মিনিট ওভাবেই অপেক্ষা করুন।

  এরপর শাওয়ার ক্যাপ/ তোয়ালে খুলে নিয়ে ঠান্ডা পরিষ্কার জলে চুল ধুয়ে নিন।

  সবশেষে ভেষজ শ্যাম্পু দিয়ে মাথা  ধুয়ে নিন।

★★এই রেমিড়ি টি সংরক্ষণ করে ব্যাবহার করবেন না।

 বিঃদ্রঃ

 উপরে উল্লেখিত রেমিড়ি গুলোতে বিদ্যমান কোন উপকরণ আপনার মাথার স্কাল্প জন্য এলার্জিক হলে তা ব্যবহার করবেন না।

  রেমিডি লাগিয়ে রোদে, গরম স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।

  দ্রুত সময়ে চুল পড়া রোধ করে চুলকে ঘন কালো উজ্জ্বল ও মসৃণ করে তুলতে সপ্তাহে অন্তত একবার রেমিডি গুলো ব্যবহার করুন।

 কেমিক্যালযুক্ত শ্যাম্পু এবং বিভিন্ন উপাদান পরিত্যাগ করে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে নিজেদের চুলের যত্ন নিন। শতভাগ চুল পড়া রোধ করে হয়ে উঠুন ঘন, কালো, উজ্জ্বল, মসৃণ, লম্বা এবং শাইনি চুলের অধিকারী।

 ধন্যবাদ।