মাত্র ৭ দিনে চুলকে দ্রুত লম্বা এবং ঘন করার সবচেয়ে বেশি কার্যকরী উপায়

আমাদের বাজ্যিক সৌন্দর্য অনেকাংশেই নির্ভর করে আমাদের চুলের উপর। ঘন, কালো, উজ্জ্বল, মসৃণ এবং লম্বা চুল আমাদের  সবার  প্রত্যাশিত। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা আবহাওয়া, পরিবেশ জনিত সমস্যা, জিনগত সমস্যার কারণে চুল অনেক বেশি পাতলা এবং দ্রুত লম্বা না হওয়ার সমস্যায় ভুগছেন।

চুল লম্বা ও ঘন করার উপায়

বিভিন্ন জনের বিভিন্ন পরামর্শ গ্রহণের পরেও নিজেদের চুলকে লম্বা এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করতে পারছেন না।

তাই সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে শেয়ার করছি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি অত্যন্ত কার্যকরী কিছু হেয়ার প্যাক। যা মাত্র ৭ দিন ব্যবহারে আপনার চুল হয়ে উঠবে অতি দ্রুত লম্বা এবং অত্যন্ত ঘন।

মাত্র ৭ দিনে চুলকে দ্রুত লম্বা করার উপায়

তাই চুলকে লম্বা করতে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করে চুলকে উজ্জ্বল, মসৃণ এবং আকর্ষনীয় করে তুলতে চলুন দেখে নেয়া যাক অত্যন্ত কার্যকরী কিছু হেয়ার প্যাক এবং তা ব্যবহারের বিস্তারিত ব্যবহার পদ্ধতি।

চুলকে দ্রুত লম্বা এবং ঘন করার সবচেয়ে বেশি কার্যকরী উপায় সমূহঃ

 দ্রুত সময়ে চুল লম্বা এবং ঘন, কালো, মসৃণ করে তোলার জন্য অনন্য প্রাকৃতিক গুণাগুণ সমৃদ্ধ  কিছু উপকরণ দিয়ে প্রথমেই হেয়ার প্যাক তৈরি করে নিতে হবে। নিম্নে তা বিস্তারিত আলোচনা করা হলো।

 চুল দ্রুত লম্বা এবং ঘন করতে ডিমের হেয়ার প্যাকঃ

 ব্যবহৃত উপকরণঃ

চুল ঘন করার সবচেয়ে বেশি কার্যকরী উপায়

  একটি ডিম।

  একটি পাকা কলা।

প্রাকৃতিক উপায়ে চুল লম্বা করার উপায়

  2 টেবিল চামচ কাঁচা তরল দুধ।

  2 টেবিল চামচ মধু।

৭ দিনে চুল লম্বা করার উপায়

  4 টেবিল চামচ অলিভ অয়েল।

 ডিমের হেয়ার প্যাকটি তৈরির প্রক্রিয়াঃ

  একটি পরিষ্কার পাত্রে ১টি ডিম ফাটিয়ে নিন।

অল্প সময়ে দ্রুত চুল লম্বা করার উপায়

  একটি কলা চামড়া ছিলে নিয়ে ভালোভাবে পেস্ট করে নিন।

  ডিমের সাথে কলার পেস্ট ভালোভাবে মিশিয়ে নিন।

  এরপর দু টেবিল চামচ কাঁচা তরল দুধ, 2 টেবিল চামচ মধু এবং 4 টেবিল চামচ অলিভ অয়েল মিশ্রণটিতে ভালোভাবে মিশিয়ে নিন।

  মিশ্রণটি রেডি হয়ে গেলেই তৈরি হয়ে যাবে চুল দ্রুত লম্বা করতে এবং চুলের ঘনত্ব বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ডিমের হেয়ার প্যাক।

 চুল লম্বা করতে এবং চুলের ঘনত্ব বাড়াতে ডিমের হেয়ার প্যাকটি চুলে ব্যবহার পদ্ধতিঃ

  পরিষ্কার মাথার স্কাল্পে মিশ্রণটি ভালোভাবে চুলের গোড়ায়, মাথার স্কাল্প এবং সম্পূর্ণ চুলে চিরুনি দিয়ে আচঁড়ে ভালো করে লাগিয়ে নিন।

৭ দিনে চুল লম্বা করার সহজ উপায়

চুলের গোড়ায় অর্থাৎ মাথার স্কাল্পে ভালোভাবে ম্যাসাজ করুন। ম্যাসাজ এর ফলে আপনার চুলে রক্তসঞ্চালন ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে এবং চুলের ফলিকল শক্তি পাবে।

 এরপর শাওয়ার ক্যাপ পরে নিন বা পরিষ্কার তোয়ালে দিয়ে চুল সমেত মাথা বেঁধে নিন।

চুল বড় করার উপাদান

 30 থেকে 40 মিনিট অপেক্ষা করুন।

  এরপর শাওয়ার ক্যাপ বা তোয়ালে খুলে নিয়ে প্রথমে পরিষ্কার পানি দিয়ে চুল এবং মাথা ধুয়ে নিন।

খুশকি-দূর-করার-উপায়

তারপর ভেষজ শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন।

চুল দ্রুত লম্বা করতে এবং চুলের ঘনত্ব বাড়াতে ডিমের হেয়ার প্যাকটির কার্যরিতাঃ

ডিমের হেয়ারপ্যাক টি তে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং এন্টি অক্সিডেন্ট উপাদান যা আমাদের চুল কে গভীর থেকে নারিশ করে।

 হেয়ার প্যাক লাগিয়ে মালিশ করার সময় চুলের গোড়া মজবুত হয় যার ফলে চুল পড়া রোধ হয় এবং চুলের ঘনত্ব বৃদ্ধি পায়।

নতুন চুল গজায়।

 ফলিকল বা চুলের কোষে শক্তি যোগায়।

 মাথার স্ক্যাল্প পরিষ্কার থাকে এবং ছত্রাকের সংক্রমণ মুক্ত থাকে।

 চুল হয়ে ওঠে ঘন কালো উজ্জ্বল এবং মসৃণ।

এলোভেরা জেল এর হেয়ার প্যাকঃ

  ব্যবহৃত উপকরণঃ

  আধা কাপ অ্যালোভেরার জেল।

  3 টেবিল চামচ ক্যাস্টর অয়েল।

  2 টেবিল চামচ পেঁয়াজের রস।

চুল বড় করার উপাদান

  তিন থেকে চার ফোঁটা লেবুর রস।

 এলোভেরা জেলের হেয়ার প্যাক তৈরির প্রক্রিয়াঃ

  প্রথমেই এলোভেরা জেল এবং পেঁয়াজের রস ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর তাতে ক্যাস্টর অয়েল এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।

তাহলেই তৈরি হয়ে যাবে চুলকে দ্রুত লম্বা গাড়ি এবং চুলের ঘনত্ব বৃদ্ধিকারী অত্যন্ত কার্যকরী একটি হেয়ার প্যাক।

 হেয়ার প্যাকটি চুলে ব্যবহার পদ্ধতিঃ

মাথার স্কাল্পে চুলের গোড়ায় এবং সম্পূর্ণ চুলে হেয়ার প্যাক টি ভালভাবে লাগিয়ে নিন।

চুলের গোড়ায় আলতোভাবে ঘষে ঘষে ম্যাসাজ করুন ৫ থেকে ৭ মিনিট।

এরপর পরিস্কার জলে তোয়ালে ভিজিয়ে মুচড়ে পানিশূন্য করে নিন।

ভেজা তোয়ালেটি দিয়ে চুল সমেত মাথা ভালো ভাবে বেঁধে নিন।

 30 থেকে 40 মিনিট ওভাবে অপেক্ষা করুন।

৭ দিনে চুল বড় করার উপায়

এরপর তোয়ালে খুলে নিয়ে ভেষজ শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন।

 এলোভেরা জেল এর হেয়ার প্যাক এর কার্যকারিতাঃ

অ্যালোভেরা এবং পেঁয়াজের বিদ্যমান এন্টি অক্সিডেন্ট উপাদান, ফসফরাস, জিংক চুলের গোড়া মজবুত করে।

নতুন চুল গজাতে সাহায্য করে। চুল দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে।

চুল খুশকি মুক্ত রাখার উপায়

খুশকির সম্পূর্ণরূপে দূর করে।

চুলকে ঘন কালো এবং স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে এবং চুল পড়া বন্ধ করে।

বিঃদ্রঃ

হেয়ার প্যাক গুলো ব্যবহারের পর আপনার চুল দ্রুত শুকিয়ে নিবেন।

৭ দিনে চুল বড় করার উপায়

হেয়ারপ্যাক লাগিয়ে রোদে গরম স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।

চুল নিয়মিত আচঁড়াবেন।

চুল লম্বা করার টিপস

দ্রুত সময়ে চুল ঘন কালো উজ্জ্বল এবং লম্বা করতে সপ্তাহে অন্তত দুবার হেয়ার প্যাক গুলো এপ্লাই করবেন।

সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে বসে চুলের যত্ন নিতে চাইলে। চুলকে ঘন, কালো, উজ্জ্বল, মসৃণ এবং দ্রুত লম্বা করতে চাইলে আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে হেয়ার প্যাক গুলো ব্যবহার করুন।